ETV Bharat / sports

I-League 2021-22 : একাধিক ফুটবলার করোনা আক্রান্ত, স্থগিত আই লিগ - All India Football Federation

ময়দানেও থাবা বসাল করোনা ভাইরাস ৷ আই লিগের বিভিন্ন ক্লাবের একাধিক ফুটবলার করোনা আক্রান্ত ৷ যার জেরে স্থগিত হয়ে গেল টুর্নামেন্ট ৷ (I-League 2021-22 suspended) ৷

I League
স্থগিত আই লিগ
author img

By

Published : Dec 29, 2021, 6:37 PM IST

কলকাতা, 29 ডিসেম্বর : বিভিন্ন ক্লাবের একাধিক ফুটবলার করোনা আক্রান্ত হওয়ায় স্থগিত আই লিগ । চলতি মরশুমে কলকাতায় হচ্ছে টুর্নামেন্ট ৷ শহরের বিভিন্ন হোটেলে বায়ো বাবলে রয়েছে ফুটবলাররা ৷ তার মাঝেই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন ফুটবলার-স্টাফ ৷ যার জেরে লিগ স্থগিত রাখার সিদ্ধান্ত নিল এআইএফএফ (All India Football Federation) ।

এই বিষয়ে জরুরি বৈঠকে বসেছিলেন আই লিগ কমিটির কর্তারা । প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, লিগের এই রাউন্ডের ম্যাচ বাতিল করা হবে । 30 এবং 31 ডিসেম্বর ম্যাচগুলি হওয়ার কথা ছিল ৷

আইলিগ কমিটির এক কর্তা জানান যে তাঁদের আশঙ্কা, আরও বেশ কিছু ফুটবলারের করোনা হয়েছে । ইতিমধ্যেই আজ সমস্ত খেলোয়াড়, স্টাফ এবং রেফারীদের কোভিড পরীক্ষা করা হয়েছে ৷ জানুয়ারীর 1 এবং 3 তারিখ আবার তাদের পরীক্ষা করা হবে ৷ 4 তারিখ সেই রিপোর্ট হাতে পাওয়ার পর আবার বৈঠকে বসবেন এআইএফএফ কর্তারা ৷ সেখানেই আই লিগের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ৷ টুর্নামেন্টের পরবর্তী রাউন্ডের খেলা হওয়ার কথা 4-5 জানুয়ারী ৷ ফলে একইদিনে ফুটবল ফেডারেশন মিটিং ডাকাও সেই রাউন্ডের খেলাও ভেস্তে গিয়েছে বলেই ধরে নেওয়া যায় ৷

আরও পড়ুন : বন্ধ ট্রান্সফার উইন্ডো, 9 জনকে নিয়েই আই লিগে নামছে রাজস্থান ইউনাইটেড

গতকাল রাতেই আই লিগে অংশ নেওয়া দুটি দলের চার ফুটবলারের করোনা রিপোর্ট পজিটিভ আসে । ফলে মোট এগারো জন ফুটবলার করোনা আক্রান্ত হলেন । রিয়াল কাশ্মীরের পাঁচ ফুটবলার আক্রান্ত । শ্রীনিধি, আইজল এফসি এবং মহমেডান স্পোর্টিংয়ের একজন করে আক্রান্ত । এছাড়াও রিয়াল কাশ্মীরের তিন কর্তারও করোনা রিপোর্ট পজিটিভ এসেছে ।

কলকাতা, 29 ডিসেম্বর : বিভিন্ন ক্লাবের একাধিক ফুটবলার করোনা আক্রান্ত হওয়ায় স্থগিত আই লিগ । চলতি মরশুমে কলকাতায় হচ্ছে টুর্নামেন্ট ৷ শহরের বিভিন্ন হোটেলে বায়ো বাবলে রয়েছে ফুটবলাররা ৷ তার মাঝেই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন ফুটবলার-স্টাফ ৷ যার জেরে লিগ স্থগিত রাখার সিদ্ধান্ত নিল এআইএফএফ (All India Football Federation) ।

এই বিষয়ে জরুরি বৈঠকে বসেছিলেন আই লিগ কমিটির কর্তারা । প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, লিগের এই রাউন্ডের ম্যাচ বাতিল করা হবে । 30 এবং 31 ডিসেম্বর ম্যাচগুলি হওয়ার কথা ছিল ৷

আইলিগ কমিটির এক কর্তা জানান যে তাঁদের আশঙ্কা, আরও বেশ কিছু ফুটবলারের করোনা হয়েছে । ইতিমধ্যেই আজ সমস্ত খেলোয়াড়, স্টাফ এবং রেফারীদের কোভিড পরীক্ষা করা হয়েছে ৷ জানুয়ারীর 1 এবং 3 তারিখ আবার তাদের পরীক্ষা করা হবে ৷ 4 তারিখ সেই রিপোর্ট হাতে পাওয়ার পর আবার বৈঠকে বসবেন এআইএফএফ কর্তারা ৷ সেখানেই আই লিগের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ৷ টুর্নামেন্টের পরবর্তী রাউন্ডের খেলা হওয়ার কথা 4-5 জানুয়ারী ৷ ফলে একইদিনে ফুটবল ফেডারেশন মিটিং ডাকাও সেই রাউন্ডের খেলাও ভেস্তে গিয়েছে বলেই ধরে নেওয়া যায় ৷

আরও পড়ুন : বন্ধ ট্রান্সফার উইন্ডো, 9 জনকে নিয়েই আই লিগে নামছে রাজস্থান ইউনাইটেড

গতকাল রাতেই আই লিগে অংশ নেওয়া দুটি দলের চার ফুটবলারের করোনা রিপোর্ট পজিটিভ আসে । ফলে মোট এগারো জন ফুটবলার করোনা আক্রান্ত হলেন । রিয়াল কাশ্মীরের পাঁচ ফুটবলার আক্রান্ত । শ্রীনিধি, আইজল এফসি এবং মহমেডান স্পোর্টিংয়ের একজন করে আক্রান্ত । এছাড়াও রিয়াল কাশ্মীরের তিন কর্তারও করোনা রিপোর্ট পজিটিভ এসেছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.