কলকাতা, 29 ফেব্রুয়ারি : আই লিগ খেতাবের আগমনী জোরালো হলেও রাশ আলগা করতে নারাজ বাগান কোচ কিবু ভিকুনা । আগামীকাল অর্থাৎ রবিবার ট্রাও এফসির বিরুদ্ধে মাঠে নামছে সবুজ-মেরুন ব্রিগেড । আই লিগের পয়েন্ট টেবিলের যা অবস্থা তাতে বিরাট বিপর্যয় না ঘটলে চলতি মরশুমের আই লিগের ঠিকানা মোহনবাগান তাঁবু । কিবু ভিকুনা অঙ্কটা জানেন । একইসঙ্গে পয়েন্ট টেবিলে সুবিধাজনক অবস্থায় থেকেও খেতাব না আসার কথা তিনি শিলটন পালদের মুখে শুনেছেন । ফলে তাঁর মুখে খেতাবের সম্ভাবনা কিংবা ম্যাজিক অঙ্কের বদলে লিগ শীর্ষে থাকার বার্তা । যা তিনি দলের মধ্যে ছড়িয়ে দিতে পেরেছেন ।
চার্চিল ব্রাদার্সকে তাদের মাঠে অসহায় আত্মসমর্পণ করতে বাধ্য করার পরে দলের আত্মবিশ্বাস তুঙ্গে । তবে আত্মতুষ্টির জায়গাটা একেবারেই নেই । সাজঘরের সচেতন মনোভাব কিবু ভিকুনার প্রাপ্তি বললে ভুল হবে না । পাশাপাশি, জোসেবা বেইটিয়া বলছেন সদস্য-সমর্থকদের স্বপ্ন ভালোবাসার দাম তাঁরা পারফরমেন্সের মধ্যে দিয়ে দিতে চান । এই উন্মাদনার স্বাদ তাঁরা কোনওদিন পাননি । ট্রাও এফসির বিরুদ্ধে দলের এই স্বপ্নপূরণের চেষ্টায় সাফল্যের বীজ লুকিয়ে । প্রতিপক্ষ ট্রাও এফসি ধারেভারে পিছিয়ে । মোহনবাগানের শক্তি তাদের দলগত সংহতি ।
আক্রমণে বেইটিয়া, তুর্সনোভ, পাপা বাবাদিওয়াড়ার উপস্থিতি মোহনবাগানের গর্ব হলেও অন্য দলের দুঃস্বপ্ন । বাড়তি হিসেবে যোগ হয়েছেন ফ্রান গঞ্জালেজ় । স্পেনীয় মিডফিল্ডার সবুজ-মেরুন ব্রিগেডের নিঃশব্দ ঘাতক ৷ ড্যানিয়েল সাইরাস চোটের কারণে নেই । এই অবস্থায় ফ্রান মোরান্তের সঙ্গে জুটি বেঁধে রক্ষণকে নির্ভরতার পাশাপাশি আক্রমণে অংশ নিয়ে গোল করছেন নিয়মিত । ইতিমধ্যে ন'টি গোল করে সর্বোচ্চ গোলদাতার দৌড়ে রয়েছেন । তাঁকে চ্যালেঞ্জ ছুড়তে পারেন সতীর্থ বাবা দিওয়ারা । দলের মধ্যে স্বাস্থ্যকর প্রতিযোগিতা রয়েছে ৷ একই বিভাগে অনেক তারকা রয়েছেন ৷ তাই কিবু ভিকুনা 'সুখী সমস্যা'-তে ভুগছেন বললে ভুল হবে না ।
এদিকে, অল ইজ় ওয়েলের মধ্যেও মোহনবাগানের চিন্তা গুরুত্বপূর্ণ ফুটবলারদের কার্ডের বিপদসীমায় অবস্থান । দলের দুরন্ত ফর্ম মোহনবাগানকে সাফল্যের দিকে নিয়ে চলছে । এই অবস্থায় ছোটোখাটো সমস্যা যাতে বড় আকার না নেয় সেকথা মাথায় রেখে কিবু ভিকুনা সতর্ক রয়েছেন ৷