কলকাতা, 4 এপ্রিল : তাঁর ATK-তে যোগ দেওয়ার খবর সরকারিভাবে ঘোষণা হয়েছে গতকাল। এরপরই ATK-তে নিজের লক্ষ্যের কথা জানালেন জবি জাস্টিন। সদ্য শেষ হওয়া আইলিগে দুরন্ত পারফরম্যান্স করেছেন জবি জাস্টিন। নামের পাশে নয়টি গোল রয়েছে। স্বাভাবিকভাবে ২২ নম্বর জার্সি পরিহিত ভারতীয় স্ট্রাইকারকে নিয়ে আশায় বুক বাঁধতে শুরু করেছিল লাল হলুদ জনতা। ইস্টবেঙ্গল জনতার আবেগকে সরিয়ে নতুন লক্ষ্যে চোখ স্থির করে ফেলেছেন জবি জাস্টিন।
তাঁর দলবদলের খবর প্রকাশ হতে তিনি বলেন, "আমি ATK-তে যোগ দেওয়ার জন্য মুখিয়ে রয়েছি। দু'বারের ISL চ্যাম্পিয়ন দল। আশা করছি পরেরবার ফের ট্রফি জিততে পারব।"
ইস্টবেঙ্গলে স্প্যানিশ কোচের কোচিংয়ে নিজেকে পরিশিলিত করেছিলেন। বল কন্ট্রোল থেকে গোলমুখে নিখুঁত হওয়ার খুঁটিনাটি আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়ার পরামর্শেই উন্নত হয়েছিল। কিন্তু এখন তা অতীত। কেরালিয়ান স্ট্রাইকার বলছেন, "ATK-র জন্য আমি অনেক কিছু করতে চাই। দলে ম্যানুয়েল ল্যাঞ্জারোত্তি ও এডু গার্সিয়ার মতো ফুটবলার রয়েছে। ওদের সঙ্গে খেলে নিজের খেলার উন্নতি করতে চাই।"
আইলিগে সাফল্য পেলেও তিনি মনে করেন ISL দেশের সেরা লিগ। তিনি একজন পেশাদার ফুটবলার। ভালো টাকার প্রস্তাবে তাই ইতিবাচক সাড়া দিয়েছেন। নিজের পারফরম্যান্স দিয়ে এবার সবাইকে জবাব দিতে চান।
ইস্টবেঙ্গলের জন্য সারাজীবন ঋণী থাকবেন বলে জানিয়েছেন। জীবনের এই পর্বে উঠে আসা সম্ভব হয়েছে ইস্টবেঙ্গলে খেলেই, মানছেন সদ্য ATK-তে যোগ দেওয়া জবি জাস্টিন।
ইস্টবেঙ্গলের বিদেশি ফুটবলার ও স্প্যানিশ কোচের কাছ থেকে অনেক কিছু শিখেছেন বলে জানিয়েছেন। তবে ল্যাঞ্জারোত্তির ফুটবলে এই ভারতীয় স্ট্রাইকার মুগ্ধ। একই মুগ্ধতা এডু সম্বন্ধেও। তবে লাঞ্জারোত্তির সঙ্গে খেলার সুযোগ তাঁকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করল বলে জানিয়েছেন জবি জাস্টিন।
ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তি এখনও শেষ হয়নি। তার আগেই দলবদলের খবর প্রকাশ্যে এল। এখন দেখার নিয়মের বেড়াজালে পড়েন কি না কেরালার স্ট্রাইকার।