ETV Bharat / sports

প্রত্যাশার চাপ নেই আমার : জুয়ান মেরে গঞ্জালেস

সামনে চার্চিল ব্রাদার্স, গোকুলাম FC । রয়েছে ডার্বিও । কিন্তু প্রতিপক্ষ কঠিন হলেও চ্যালেঞ্জ নিতে দল তৈরি, জানালেন জুয়ান মেরে গঞ্জালেস ।

juan-mera
জুয়ান মেরে গঞ্জালেস
author img

By

Published : Dec 31, 2019, 9:55 AM IST

কলকাতা, 31 ডিসেম্বর : তাঁর পায়ে বল পড়লে লাল হলুদ জনতার আশার পারদ চড়ে । তাঁর বা পায়ের ছন্দে ম্যাচের ভাগ্য রচনা হয় । জুয়ান মেরে গঞ্জালেস । বা পায়ের স্প্যানিশ উইঙ্গার প্রতিপক্ষের ইর্ষা, ইস্টবেঙ্গলের গর্ব ।

বড় দিনের ছুটি কাটিয়ে মাঠে ফিরল লাল হলুদ । 4 জানুয়ারি প্রতিপক্ষ চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে খেলতে গোয়া যাবে দল । পয়েন্ট টেবলের এখন শীর্ষে ইস্টবেঙ্গল । ঘাড়ের উপর নিশ্বাস ফেলছে চার্চিল ব্রাদার্স । গোয়ার দল তাদের শেষ ম্যাচে ইন্ডিয়ান অ্যারোজের কাছে পরাজিত । ফলে ঘরের মাঠে তারা যে কঠিন লড়াই ছুড়ে দেবে তা ইস্টবেঙ্গল কোচ আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া জানেন । তাই হোমওয়ার্ক সেরে ফেলেছেন ভালোভাবেই । শুধু চার্চিল ম্যাচ নয় পুরো জানুয়ারি মাস জুড়েই গুরুত্বপূর্ণ ম্যাচের ঘনঘটা । ফলে চ্যালেঞ্জ দিন এগোনোর সঙ্গে সঙ্গে কঠিনও হবে । গোয়া থেকে ফিরে ইস্টবেঙ্গলকে গোকুলাম FC-র বিরুদ্ধে খেলতে হবে । বাকি রয়েছে ডার্বির পরীক্ষাও ।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জুয়ান মেরে গঞ্জালেস বলছেন, প্রত্যাশার চাপে তিনি ভুগছেন না । বরং আরও ভালো খেলাকে পাখির চোখ করছেন । চার্চিল শক্ত প্রতিপক্ষ । ম্যাচ তাই কঠিন । প্রতিপক্ষের কঠিন চ্যালেঞ্জ নিতে দল তৈরি । তিনি বা তাঁরা ব্যক্তিগত সাফল্যে বিশ্বাস করেন না । তাঁদের কাছে দলগত সংহতি সবার আগে । নির্বাসন কাটিয়ে কোলাডোর প্রত্যাবর্তনে দল সুবিধা পাবে এবং আক্রমণ শক্তিশালী হবে বলে মনে করেন ।

কলকাতা, 31 ডিসেম্বর : তাঁর পায়ে বল পড়লে লাল হলুদ জনতার আশার পারদ চড়ে । তাঁর বা পায়ের ছন্দে ম্যাচের ভাগ্য রচনা হয় । জুয়ান মেরে গঞ্জালেস । বা পায়ের স্প্যানিশ উইঙ্গার প্রতিপক্ষের ইর্ষা, ইস্টবেঙ্গলের গর্ব ।

বড় দিনের ছুটি কাটিয়ে মাঠে ফিরল লাল হলুদ । 4 জানুয়ারি প্রতিপক্ষ চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে খেলতে গোয়া যাবে দল । পয়েন্ট টেবলের এখন শীর্ষে ইস্টবেঙ্গল । ঘাড়ের উপর নিশ্বাস ফেলছে চার্চিল ব্রাদার্স । গোয়ার দল তাদের শেষ ম্যাচে ইন্ডিয়ান অ্যারোজের কাছে পরাজিত । ফলে ঘরের মাঠে তারা যে কঠিন লড়াই ছুড়ে দেবে তা ইস্টবেঙ্গল কোচ আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া জানেন । তাই হোমওয়ার্ক সেরে ফেলেছেন ভালোভাবেই । শুধু চার্চিল ম্যাচ নয় পুরো জানুয়ারি মাস জুড়েই গুরুত্বপূর্ণ ম্যাচের ঘনঘটা । ফলে চ্যালেঞ্জ দিন এগোনোর সঙ্গে সঙ্গে কঠিনও হবে । গোয়া থেকে ফিরে ইস্টবেঙ্গলকে গোকুলাম FC-র বিরুদ্ধে খেলতে হবে । বাকি রয়েছে ডার্বির পরীক্ষাও ।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জুয়ান মেরে গঞ্জালেস বলছেন, প্রত্যাশার চাপে তিনি ভুগছেন না । বরং আরও ভালো খেলাকে পাখির চোখ করছেন । চার্চিল শক্ত প্রতিপক্ষ । ম্যাচ তাই কঠিন । প্রতিপক্ষের কঠিন চ্যালেঞ্জ নিতে দল তৈরি । তিনি বা তাঁরা ব্যক্তিগত সাফল্যে বিশ্বাস করেন না । তাঁদের কাছে দলগত সংহতি সবার আগে । নির্বাসন কাটিয়ে কোলাডোর প্রত্যাবর্তনে দল সুবিধা পাবে এবং আক্রমণ শক্তিশালী হবে বলে মনে করেন ।

Intro:তার পায়ে বল পড়লে লাল হলুদ জনতার আশার পারদ চড়ে।তার বা পায়ের ছন্দে ম্যাচের ভাগ্য রচনা হয়।জুয়ান মেরে গঞ্জালেস।বা পায়ের স্প্যানিশ উইঙ্গার প্রতিপক্ষের ইর্ষা, ইস্টবেঙ্গলের গর্ব।বড় দিনের ছুটি কাটিয়ে মাঠে ফিরল লাল হলুদ।চার জানুয়ারি প্রতিপক্ষ চার্চিল ব্রাদার্স এর বিরুদ্ধে খেলতে গোয়া যাবে দল।পয়েন্ট টেবলের এক নম্বরে ইস্টবেঙ্গল।ঘাড়ের ওপর নিশ্বাস ফেলছে চার্চিল ব্রাদার্স।গোয়ার দল তাদের শেষ ম্যাচে ইন্ডিয়ান আরোজের কাছে পরাজিত।ফলে ঘরের মাঠে তারা যে কঠিন লড়াই ছুড়ে দেবে তা ইস্টবেঙ্গল কোচ আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া জানেন।তাই হোমওয়ার্ক সেরে ফেলেছেন।শুধু চার্চিল ম্যাচ নয় পুরো জানুয়ারি মাস জুড়েই গুরুত্বপূর্ণ ম্যাচের ঘনঘটা।ফলে চ্যালেঞ্জ দিন এগোনোর সঙ্গে কঠিন হবে।গোয়া থেকে ফিরে গোকুলামের বিরুদ্ধে খেলতে হবে।বাকি রয়েছে ডার্বির পরীক্ষা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জুয়ান মেরে গঞ্জালেস বলছেন প্রত্যাশার চাপে তিনি ভুগছেন না।বরং আরও ভালো খেলাকে পাখির চোখ করছেন।চার্চিল শক্ত প্রতিপক্ষ। ম্যাচ তাই কঠিন।প্রতিপক্ষের কঠিন চ্যালেঞ্জ নিতে দল তৈরি।তিনি বা তারা ব্যক্তিগত সাফল্যে বিশ্বাস করেন না। তাদের কাছে দলগত সংহতি সবার আগে।নির্বাসন কাটিয়ে কোলাডোর প্রত্যাবর্তনে দল সুবিধা পাবে এবং আক্রমন শক্তিশালী হবে বলে মনে করেন।


Body:ইস্টবেঙ্গল


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.