ETV Bharat / sports

Euro 2020 : হাঙ্গেরির সঙ্গে ড্র ফ্রান্সের, আরও কঠিন হল গ্রুপ অফ ডেথ

author img

By

Published : Jun 19, 2021, 10:45 PM IST

খেলাটা দারুন শুরু করেছিল ফ্রান্স ৷ বিশ্ব চ্যাম্পিয়নের মতোই একের পর এক আক্রমণ সানাতে থাকে বেঞ্জিমা, পোগবারা ৷ তবে খেলার গতির বিরুদ্ধেই প্রথম গোল হাঙ্গেরির ৷ প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আত্তিলা ফয়লা গোল করে দলকে এগিয়ে দেন ৷

হাঙ্গেরির সঙ্গে ড্র ফ্রান্সে
হাঙ্গেরির সঙ্গে ড্র ফ্রান্সে

বুদাপেস্ট (হাঙ্গেরি), 19 জুন : বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে আটকে দিল হাঙ্গেরি ৷ বুদাপেস্টে ফের দেখা গেল হাঙ্গেরির জমাট ডিফেন্স ৷ ইউরোর 2020-র গ্রুফ অফ ডেথে ফ্রান্সকে আটকে দিয়ে নিজেদের আশা জিঁইয়ে রাখল হাঙ্গেরি ৷ অন্যদিকে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের সঙ্গে ড্র করে চাপে পড়ে গেল ফ্রান্স ৷ খেলার ফলাফল 1-1 ৷

খেলাটা দারুন শুরু করেছিল ফ্রান্স ৷ বিশ্ব চ্যাম্পিয়নের মতোই একের পর এক আক্রমণ শানাতে থাকে বেঞ্জিমা, পোগবারা ৷ তবে খেলার গতির বিরুদ্ধেই প্রথম গোল হাঙ্গেরির ৷ প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আত্তিলা ফয়লা গোল করে দলকে এগিয়ে দেন ৷

প্রথমার্ধে 1 গোলে পিছিয়ে পড়ে দ্বিতীয়ার্ধে তেড়েফুঁড়ে আক্রমণ সানায় ফ্রান্স ৷ সেই আক্রমণের রেশ ধরেই 66 মিনিটে ফ্রান্সকে সমতায় ফেরান আন্তেনিও গ্রিজম্যান ৷ তবে তারপর কার্যত গোলমুখ সিল করে দেয় হাঙ্গেরি ৷ একের পর এক আক্রমণ করলেও গোলের দেখা আর পায়নি গ্রিজম্যান, পোগবা, এমবাপেরা ৷

আরও পড়ুন : Virat Kohli :ফের রেকর্ড বুকে কোহলি, ষষ্ঠ ভারতীয় হিসেবে টেস্টে 7 হাজার 500 রান পূর্ণ

আজ ম্যাচে পাসের ফুলঝুড়ি দেখা যায় ৷ একা ফ্রান্স গোটা ম্যাচে খেলে 652টি পাস ৷ অন্যদিকে হাঙ্গেরি খেলে 330টি ৷ বল পজ়িশনেও ফ্রান্স আধিপত্য দেখা যায় ৷ ম্যাচের মোট 67 শতাংশ বল নিজেদের দখলে রাখে বিশ্ব চ্যাম্পিনরা ৷ এমনকি হাঙ্গেরি গোল লক্ষ্য করে 15টি শট মারেন ফ্রান্সের ফরোয়ার্ডরা ৷

বুদাপেস্ট (হাঙ্গেরি), 19 জুন : বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে আটকে দিল হাঙ্গেরি ৷ বুদাপেস্টে ফের দেখা গেল হাঙ্গেরির জমাট ডিফেন্স ৷ ইউরোর 2020-র গ্রুফ অফ ডেথে ফ্রান্সকে আটকে দিয়ে নিজেদের আশা জিঁইয়ে রাখল হাঙ্গেরি ৷ অন্যদিকে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের সঙ্গে ড্র করে চাপে পড়ে গেল ফ্রান্স ৷ খেলার ফলাফল 1-1 ৷

খেলাটা দারুন শুরু করেছিল ফ্রান্স ৷ বিশ্ব চ্যাম্পিয়নের মতোই একের পর এক আক্রমণ শানাতে থাকে বেঞ্জিমা, পোগবারা ৷ তবে খেলার গতির বিরুদ্ধেই প্রথম গোল হাঙ্গেরির ৷ প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আত্তিলা ফয়লা গোল করে দলকে এগিয়ে দেন ৷

প্রথমার্ধে 1 গোলে পিছিয়ে পড়ে দ্বিতীয়ার্ধে তেড়েফুঁড়ে আক্রমণ সানায় ফ্রান্স ৷ সেই আক্রমণের রেশ ধরেই 66 মিনিটে ফ্রান্সকে সমতায় ফেরান আন্তেনিও গ্রিজম্যান ৷ তবে তারপর কার্যত গোলমুখ সিল করে দেয় হাঙ্গেরি ৷ একের পর এক আক্রমণ করলেও গোলের দেখা আর পায়নি গ্রিজম্যান, পোগবা, এমবাপেরা ৷

আরও পড়ুন : Virat Kohli :ফের রেকর্ড বুকে কোহলি, ষষ্ঠ ভারতীয় হিসেবে টেস্টে 7 হাজার 500 রান পূর্ণ

আজ ম্যাচে পাসের ফুলঝুড়ি দেখা যায় ৷ একা ফ্রান্স গোটা ম্যাচে খেলে 652টি পাস ৷ অন্যদিকে হাঙ্গেরি খেলে 330টি ৷ বল পজ়িশনেও ফ্রান্স আধিপত্য দেখা যায় ৷ ম্যাচের মোট 67 শতাংশ বল নিজেদের দখলে রাখে বিশ্ব চ্যাম্পিনরা ৷ এমনকি হাঙ্গেরি গোল লক্ষ্য করে 15টি শট মারেন ফ্রান্সের ফরোয়ার্ডরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.