ETV Bharat / sports

দলে পরিবর্তনের ইঙ্গিত, ম্যাচ "উপহার" দেওয়ার হতাশা কিবু ভিকুনার

মোহনবাগানের এই অসহায় আত্মসমর্পণ শেষ পাঁচ ম্যাচের পরিচিত ছবি । ডুরান্ড, কলকাতা লিগ, শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ এবং আই লিগে সেই ছবি অব্যাহত । এই অসুখের দাওয়াই প্র্যাকটিসে এবং দলের ফুটবলারদের পরিবর্তনের মধ্যে লুকিয়ে রয়েছে বলে মনে করেন মোহনবাগান কোচ ।

কিবু ভিকুনা
mohunbagan
author img

By

Published : Dec 8, 2019, 11:11 PM IST

কল্যাণী, 8 ডিসেম্বর : কলকাতায় খেলতে এসে প্রতিপক্ষ স্ট্রাইকার মোহনবাগানের ডিফেন্ডারদের নিয়ে কটাক্ষ করছেন । এই ছবি ময়দানে বিরল । ম্যাচ পরবর্তী সাংবাদিক বৈঠকে সেই কাজটাই করে গেলেন উইলিস প্লাজ়া । জোড়া গোল করে চার্চিলের চার গোলের জয়ের ভিত গড়েছেন । ম্যাচের সেরা তিনি । তাঁর কটাক্ষ খানিকটা স্বাভাবিক ।

প্রতিপক্ষ স্ট্রাইকারের কটাক্ষ মেনে নিলেন মোহনবাগান কোচ কিবু ভিকুনা । ম্যাচ শেষে কিবু ভিকুনা বললেন, চার্চিল ম্যাচ জেতেনি । তাঁর ফুটবলাররা ম্যাচটা উপহার দিয়েছেন । বলের সিংহভাগ দখল তাঁর দলের পায়ে । গোলের সুযোগ সংখ্যায় তাঁরা এগিয়ে । তবুও চার-চারটে গোল তাঁদের বিরুদ্ধে ।

কিবু ভিকুনা বলেন, খেলার আগে তাঁর দল আত্মবিশ্বাসী ছিল । কিন্তু প্রথম দুই মিনিটে প্লাজ়ার গোল তাঁর দলের মনোবল তলানিতে ঠেলে দেয়। এর সঙ্গে গোল নষ্টের খেসারত আর ডিফেন্ডারদের হতশ্রী পারফরমেন্স দর্শকদের আরও হতাশ করেছে । বাগান কোচের মতে, উইলিস প্লাজ়া, রবার্ট জুনিয়র, আবু বক্কর গোল করেছেন বিনা বাধায় ।

মোহনবাগানের এই অসহায় আত্মসমর্পণ শেষ পাঁচ ম্যাচের পরিচিত ছবি । ডুরান্ড, কলকাতা লিগ, শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ এবং আই লিগে সেই ছবি অব্যাহত । এই অসুখের দাওয়াই প্র্যাকটিসে এবং দলের ফুটবলারদের পরিবর্তনের মধ্যে লুকিয়ে রয়েছে বলে মত বাগান কোচের ।

এদিকে কল্যাণী স্টেডিয়াম থেকে "গো ব্যাক" ধ্বনি শুনে মাঠ ছাড়লেন বাগান কোচ । মোহনবাগান দ্রুত জয়ে না ফিরলে কিবু ভিকুনার বিদায় আসন্ন । বুধবার কল্যাণী স্টেডিয়ামে ট্রাও FC-র বিরুদ্ধে খেলবে মোহনবাগান । মাঠের লড়াইয়ের থেকেও মাঠের বাইরের চাপ সামলানো বড় চ্যালেঞ্জ বাগান কোচের ।

কল্যাণী, 8 ডিসেম্বর : কলকাতায় খেলতে এসে প্রতিপক্ষ স্ট্রাইকার মোহনবাগানের ডিফেন্ডারদের নিয়ে কটাক্ষ করছেন । এই ছবি ময়দানে বিরল । ম্যাচ পরবর্তী সাংবাদিক বৈঠকে সেই কাজটাই করে গেলেন উইলিস প্লাজ়া । জোড়া গোল করে চার্চিলের চার গোলের জয়ের ভিত গড়েছেন । ম্যাচের সেরা তিনি । তাঁর কটাক্ষ খানিকটা স্বাভাবিক ।

প্রতিপক্ষ স্ট্রাইকারের কটাক্ষ মেনে নিলেন মোহনবাগান কোচ কিবু ভিকুনা । ম্যাচ শেষে কিবু ভিকুনা বললেন, চার্চিল ম্যাচ জেতেনি । তাঁর ফুটবলাররা ম্যাচটা উপহার দিয়েছেন । বলের সিংহভাগ দখল তাঁর দলের পায়ে । গোলের সুযোগ সংখ্যায় তাঁরা এগিয়ে । তবুও চার-চারটে গোল তাঁদের বিরুদ্ধে ।

কিবু ভিকুনা বলেন, খেলার আগে তাঁর দল আত্মবিশ্বাসী ছিল । কিন্তু প্রথম দুই মিনিটে প্লাজ়ার গোল তাঁর দলের মনোবল তলানিতে ঠেলে দেয়। এর সঙ্গে গোল নষ্টের খেসারত আর ডিফেন্ডারদের হতশ্রী পারফরমেন্স দর্শকদের আরও হতাশ করেছে । বাগান কোচের মতে, উইলিস প্লাজ়া, রবার্ট জুনিয়র, আবু বক্কর গোল করেছেন বিনা বাধায় ।

মোহনবাগানের এই অসহায় আত্মসমর্পণ শেষ পাঁচ ম্যাচের পরিচিত ছবি । ডুরান্ড, কলকাতা লিগ, শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ এবং আই লিগে সেই ছবি অব্যাহত । এই অসুখের দাওয়াই প্র্যাকটিসে এবং দলের ফুটবলারদের পরিবর্তনের মধ্যে লুকিয়ে রয়েছে বলে মত বাগান কোচের ।

এদিকে কল্যাণী স্টেডিয়াম থেকে "গো ব্যাক" ধ্বনি শুনে মাঠ ছাড়লেন বাগান কোচ । মোহনবাগান দ্রুত জয়ে না ফিরলে কিবু ভিকুনার বিদায় আসন্ন । বুধবার কল্যাণী স্টেডিয়ামে ট্রাও FC-র বিরুদ্ধে খেলবে মোহনবাগান । মাঠের লড়াইয়ের থেকেও মাঠের বাইরের চাপ সামলানো বড় চ্যালেঞ্জ বাগান কোচের ।

Intro:কলকাতায় খেলতে এসে প্রতিপক্ষ স্ট্রাইকার মোহনবাগানের ডিফেন্ডারদের নিয়ে কটাক্ষ করছেন এই ছবি বিরল।ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে সেই কাজটাই শ্লেষ মিশিয়ে করে গেলেন উইলিস প্লাজা। জোড়া গোল করে মোহনবাগানের বিরুদ্ধে চার্চিলের চার গোলের জয়ের ভিত গড়লেন।ম্যাচের সেরা তিনি।স্বাভাবিকভাবেই তার কটাক্ষ মেনে নিতে হবে।
প্রতিপক্ষ শিবিরের কটাক্ষ হজম করলেন কিবু ভিকুনা।পরাজিত শিবিরের চাণক্যের বড় মুখ মানায় না তবুও কিবু ভিকুনা বললেন চার্চিল ম্যাচ জেতেনি।তারা ম্যাচ টি
তারা উপহার দিয়েছেন। মোহনবাগান কোচের বিশ্লেষণ হয়ত ভুল নয়।বলের সিংহভাগ দখল তার দলের পায়ে।গোলের সুযোগ সংখ্যায় তারা এগিয়ে।তবুও চার গোল হজম।কিবু ভিকুনা বলছেন খেলার আগে দল আত্মবিশ্বাসী ছিল।কিন্তু প্রথম দুই মিনিটে প্লাজার গোল মনোবল তলানিতে পাঠিয়ে দিয়েছিল।যা চেষ্টা করেও উদ্ধার করা যায়নি।গোল নষ্টের খেসারত আরও বিভীষিকাময় হয়ে উঠেছিল বাগানের ডিফেন্ডার দের হতশ্রী পারফরম্যান্সে।প্লাজা, রবার্ট জুনিয়র,আবু বক্কর গোল করেছেন বিনা বাধায়।
মোহনবাগানের এই অসহায় আত্মসমর্পণ গত পাচ ম্যাচের পরিচিত ছবি।ডুরান্ড, কলকাতা লিগ,পদ্মাপাড়ের টুর্নামেন্ট এবং আই লিগে অব্যাহত।এই অসুখের দাওয়াই প্র্যাকটিসে এবং দলের ফুটবলারদের পরিবর্তনের মধ্যে লুকিয়ে, বলছেন বাগান কোচ।কিন্তু গো ব্যাক ধ্বনি শুনে মাঠ ছাড়লেন তিনি।অবস্থা বদল না হলে হয়ত পরিবর্তনের তালিকায় তার নাম থাকলে অবাক হওয়ার কিছু থাকবে না। বুধবার কল্যানী স্টেডিয়ামে ট্রাও এফসির বিরুদ্ধে খেলবে মোহনবাগান।মাঠের লড়াইয়ের পাশে মাঠের বাইরের চাপ সামলানো চ্যালেঞ্জ হতে চলেছে, বলাই বাহুল্য।


Body:মোহনবাগান


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.