ETV Bharat / sports

কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধেও হাবাসের শঙ্কা রেফারিং

author img

By

Published : Jan 30, 2021, 9:59 PM IST

রেফারিং নিয়ে শঙ্কায় আন্তেনিও লোপেজ হাবাস। আগের ম্যাচে রয় কৃষ্ণা পেনাল্টি থেকে বঞ্চিত। প্রতিপক্ষের গোলের সময় ফাউল করা হলেও তা রেফারি এড়িয়ে গিয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি।

কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধেও হাবাসের শঙ্কা সেই রেফারিং
কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধেও হাবাসের শঙ্কা সেই রেফারিং

কলকাতা, 30 জানুয়ারি : রেফারিং নিয়ে শঙ্কায় আন্তেনিও লোপেজ হাবাস। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে মাঠে নামার আগে এটিকে-মোহনবাগানের স্প্যানিশ হেডস্যার বলছেন শেষ ম্যাচে তাঁরা একাধিক খারাপ সিদ্ধান্তের শিকার হয়েছেন। রয় কৃষ্ণা পেনাল্টি থেকে বঞ্চিত। প্রতিপক্ষের গোলের সময় ফাউল করা হলেও তা রেফারি এড়িয়ে গিয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি। "একটি ম্যাচে রেফারির এক কিংবা দুটো ভুল মানা যায়। তবে সংখ্যাটা বাড়লে দলকে ভুগতে হয়। ম্যাচের ভাগ্য ঘুরে যায়," বলেছেন সবুজ মেরুন চাণক্য।

দ্বিতীয় পর্বে প্রতিপক্ষ ফের কেরালা ব্লাস্টার্স। প্রথম সাক্ষাতের ফলাফল নিয়ে আত্মতুষ্ট না হয়ে বরং খোলা মনে শুরু করতে চান হাবাস। কারণ, মাঝের সময়ে কিবু ভিকুনার দল বদলে গিয়েছে। তাই তাদের শক্তিশালী প্রতিপক্ষ বলে মনে করছেন। একই ভাবে কঠিন ম্যাচ অপেক্ষা করছে বলে নিজের দলকে সতর্ক করেছেন। "কেরালা শেষ ম্যাচে জেতার মত পরিস্থিতিতে ছিল। তাদের শৃঙ্খলাপরায়ণ এবং বুদ্ধিমত্তা যুক্ত ফুটবল সামলাতে আমাদের সমস্যায় পড়তে হয়েছিল। কেরালা সত্যিই ভালো খেলছে ।" প্রতিপক্ষ নিয়ে বিশ্লেষণে হাবাস।

দলের আক্রমণ ভাগের পারফরম্যান্সের উন্নতির প্রয়োজনীয়তার কথা গত কয়েকটি ম্যাচ থেকেই বলে আসছেন স্প্যানিশ এই কোচ। এমনকী, দলের স্ট্রাইকারদের পারফরম্যান্স নিয়ে হতাশা হয়ে বলেছিলেন, "এবার হয়ত আমাকে মাঠে নামতে হবে।"

আরও পড়ুন : ব্রাইটের সুরক্ষা প্রয়োজন, বলছেন ইস্টবেঙ্গলের সহকারী কোচ

রয় কৃষ্ণা প্রতিপক্ষ রক্ষণের জালে আটকে যাচ্ছেন। যার সুবিধা নিতে ব্যর্থ হচ্ছেন ডেভিড উইলিয়ামস, মনবীর সিংরা। এডু গার্সিয়া চোটের কারণে তিন সপ্তাহ মাঠের বাইরে। মাঝমাঠে জাভি হার্নান্দেজদের পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব। তাই বিবর্ণ ফুটবলে এটিকে মোহনবাগানের প্রথম দিকের দাপট নেই। মার্সেলিনহো দলের সঙ্গে যোগ দিয়েছেন। তাঁকে প্রথম থেকে নামানোর ইঙ্গিত হাবাসের কথায় নেই। পয়েন্ট টেবিলের ওপরের দিকে থাকলেও ভবিষ্যৎ ভেবে শঙ্কায় হাবাস। যা কেরালা ম্যাচ থেকে ঘোরানোর চেষ্টা করতে চান তিনি।

কলকাতা, 30 জানুয়ারি : রেফারিং নিয়ে শঙ্কায় আন্তেনিও লোপেজ হাবাস। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে মাঠে নামার আগে এটিকে-মোহনবাগানের স্প্যানিশ হেডস্যার বলছেন শেষ ম্যাচে তাঁরা একাধিক খারাপ সিদ্ধান্তের শিকার হয়েছেন। রয় কৃষ্ণা পেনাল্টি থেকে বঞ্চিত। প্রতিপক্ষের গোলের সময় ফাউল করা হলেও তা রেফারি এড়িয়ে গিয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি। "একটি ম্যাচে রেফারির এক কিংবা দুটো ভুল মানা যায়। তবে সংখ্যাটা বাড়লে দলকে ভুগতে হয়। ম্যাচের ভাগ্য ঘুরে যায়," বলেছেন সবুজ মেরুন চাণক্য।

দ্বিতীয় পর্বে প্রতিপক্ষ ফের কেরালা ব্লাস্টার্স। প্রথম সাক্ষাতের ফলাফল নিয়ে আত্মতুষ্ট না হয়ে বরং খোলা মনে শুরু করতে চান হাবাস। কারণ, মাঝের সময়ে কিবু ভিকুনার দল বদলে গিয়েছে। তাই তাদের শক্তিশালী প্রতিপক্ষ বলে মনে করছেন। একই ভাবে কঠিন ম্যাচ অপেক্ষা করছে বলে নিজের দলকে সতর্ক করেছেন। "কেরালা শেষ ম্যাচে জেতার মত পরিস্থিতিতে ছিল। তাদের শৃঙ্খলাপরায়ণ এবং বুদ্ধিমত্তা যুক্ত ফুটবল সামলাতে আমাদের সমস্যায় পড়তে হয়েছিল। কেরালা সত্যিই ভালো খেলছে ।" প্রতিপক্ষ নিয়ে বিশ্লেষণে হাবাস।

দলের আক্রমণ ভাগের পারফরম্যান্সের উন্নতির প্রয়োজনীয়তার কথা গত কয়েকটি ম্যাচ থেকেই বলে আসছেন স্প্যানিশ এই কোচ। এমনকী, দলের স্ট্রাইকারদের পারফরম্যান্স নিয়ে হতাশা হয়ে বলেছিলেন, "এবার হয়ত আমাকে মাঠে নামতে হবে।"

আরও পড়ুন : ব্রাইটের সুরক্ষা প্রয়োজন, বলছেন ইস্টবেঙ্গলের সহকারী কোচ

রয় কৃষ্ণা প্রতিপক্ষ রক্ষণের জালে আটকে যাচ্ছেন। যার সুবিধা নিতে ব্যর্থ হচ্ছেন ডেভিড উইলিয়ামস, মনবীর সিংরা। এডু গার্সিয়া চোটের কারণে তিন সপ্তাহ মাঠের বাইরে। মাঝমাঠে জাভি হার্নান্দেজদের পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব। তাই বিবর্ণ ফুটবলে এটিকে মোহনবাগানের প্রথম দিকের দাপট নেই। মার্সেলিনহো দলের সঙ্গে যোগ দিয়েছেন। তাঁকে প্রথম থেকে নামানোর ইঙ্গিত হাবাসের কথায় নেই। পয়েন্ট টেবিলের ওপরের দিকে থাকলেও ভবিষ্যৎ ভেবে শঙ্কায় হাবাস। যা কেরালা ম্যাচ থেকে ঘোরানোর চেষ্টা করতে চান তিনি।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.