ETV Bharat / sports

এবছর মোহনবাগান রত্ন গুরুবক্স সিং ও পলাশ নন্দীকে

author img

By

Published : Jul 13, 2020, 8:14 PM IST

এবার মোহনবাগান রত্নে ভূষিত হচ্ছেন অলিম্পিয়ান গুরুবক্স সিং ও বাংলার প্রাক্তন ক্রিকেটার পলাশ নন্দী ৷

মোহনবাগান রত্ন পাচ্ছেন গুরুবক্স সিং ও পলাশ নন্দী
মোহনবাগান রত্ন পাচ্ছেন গুরুবক্স সিং ও পলাশ নন্দী

কলকাতা, 13 জুলাই : মোহনবাগান রত্ন সম্মানে সম্মানিত করা হবে হকি অলিম্পিয়ান গুরুবক্স সিং এবং বাংলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক পলাশ নন্দীকে । জীবনকৃতি সম্মানে সম্মানিত করা হবে হকি তারকা অশোককুমার, প্রাক্তন ফুটবলার প্রণব গাঙ্গুলি এবং অ্যাথলিট মনোরঞ্জন পোড়েলকে । বর্ষসেরা ফুটবলারের সম্মান পাচ্ছেন জোসেবা বেইতিয়া । বর্ষসেরা যুব ফুটবলার অনূর্ধ্ব-18 দলের সজল বাগ । যদিও এবার সেরা ক্রিকেটারের সম্মান দেওয়া হচ্ছে না ।

কোরোনার সংক্রমণ রুখতে জমায়েতের উপর নিষেধাজ্ঞা রয়েছে । তাই প্রতি বছরের মতো এবছরের 29 জুলাই আড়ম্বরের সঙ্গে পালিত হবে না মোহনবাগান দিবস ৷ এদিনই রত্ন সম্মান তুলে দেওয়ার কথা ৷ কিন্তু অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার দেওয়া হবে না ৷ 29 জুলাই পুরস্কার প্রাপক যাঁরা শহরে থাকবেন তাঁদের হাতে কার্যকরী কমিটির সদস্যরা পুরস্কার তুলে দেবেন। জোসেবা বেইতিয়া এই মুহূর্তে স্পেনে রয়েছেন ।

আজ মোহনবাগান ক্লাবের কার্যকরী কমিটির সদস্যরা আলোচনায় বসেন ৷ সেখানে হকি কিংবদন্তি গুরুবক্স সিংকে রত্ন সম্মানের জন্য বেছে নেওয়া হয় । বাংলা দলের প্রাক্তন অধিনায়ক পলাশ নন্দীকেও এবছর মোহনবাগান রত্ন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

মোহনবাগান রত্ন সম্মান পাওয়ার খবরে খুশি গুরুবক্স সিং । এর আগে ইস্টবেঙ্গল ক্লাবও তাঁকে সম্মানিত করেছে । তিনি বলেন, "জীবনের শেষবেলায় এই সম্মান পেয়ে ভালো লাগছে । এই জার্সির জন্য ঘাম, রক্ত ঝরিয়েছি । একাধিক বেটন কাপ জয়ী দলের সদস্য সেই ক্লাব রত্ন সম্মান দিচ্ছে তা ভালো লাগছে ৷" এই কঠিন সময়ে মোহনবাগান রত্ন সম্মান পেয়ে খুশি পলাশ নন্দীও ।

কলকাতা, 13 জুলাই : মোহনবাগান রত্ন সম্মানে সম্মানিত করা হবে হকি অলিম্পিয়ান গুরুবক্স সিং এবং বাংলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক পলাশ নন্দীকে । জীবনকৃতি সম্মানে সম্মানিত করা হবে হকি তারকা অশোককুমার, প্রাক্তন ফুটবলার প্রণব গাঙ্গুলি এবং অ্যাথলিট মনোরঞ্জন পোড়েলকে । বর্ষসেরা ফুটবলারের সম্মান পাচ্ছেন জোসেবা বেইতিয়া । বর্ষসেরা যুব ফুটবলার অনূর্ধ্ব-18 দলের সজল বাগ । যদিও এবার সেরা ক্রিকেটারের সম্মান দেওয়া হচ্ছে না ।

কোরোনার সংক্রমণ রুখতে জমায়েতের উপর নিষেধাজ্ঞা রয়েছে । তাই প্রতি বছরের মতো এবছরের 29 জুলাই আড়ম্বরের সঙ্গে পালিত হবে না মোহনবাগান দিবস ৷ এদিনই রত্ন সম্মান তুলে দেওয়ার কথা ৷ কিন্তু অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার দেওয়া হবে না ৷ 29 জুলাই পুরস্কার প্রাপক যাঁরা শহরে থাকবেন তাঁদের হাতে কার্যকরী কমিটির সদস্যরা পুরস্কার তুলে দেবেন। জোসেবা বেইতিয়া এই মুহূর্তে স্পেনে রয়েছেন ।

আজ মোহনবাগান ক্লাবের কার্যকরী কমিটির সদস্যরা আলোচনায় বসেন ৷ সেখানে হকি কিংবদন্তি গুরুবক্স সিংকে রত্ন সম্মানের জন্য বেছে নেওয়া হয় । বাংলা দলের প্রাক্তন অধিনায়ক পলাশ নন্দীকেও এবছর মোহনবাগান রত্ন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

মোহনবাগান রত্ন সম্মান পাওয়ার খবরে খুশি গুরুবক্স সিং । এর আগে ইস্টবেঙ্গল ক্লাবও তাঁকে সম্মানিত করেছে । তিনি বলেন, "জীবনের শেষবেলায় এই সম্মান পেয়ে ভালো লাগছে । এই জার্সির জন্য ঘাম, রক্ত ঝরিয়েছি । একাধিক বেটন কাপ জয়ী দলের সদস্য সেই ক্লাব রত্ন সম্মান দিচ্ছে তা ভালো লাগছে ৷" এই কঠিন সময়ে মোহনবাগান রত্ন সম্মান পেয়ে খুশি পলাশ নন্দীও ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.