ETV Bharat / sports

আমি ভাগ্যবান যে সুব্রত পালের সঙ্গে খেলেছি: গুরপ্রীত - goalkeeper Gurpreet singh sandhu feels lucky to play with Subrata Pal

মাত্র 18 বছর বয়সে ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন গুরপ্রীত সিং সান্ধু । গত দশ বছর ধরে জাতীয় দলে খুব কাছ থেকে বাঙালি গোলরক্ষককে দেখেছেন তিনি ।

গুরপ্রীত সিং সান্ধু
গুরপ্রীত সিং সান্ধু
author img

By

Published : May 14, 2020, 10:28 PM IST

কলকাতা, 14 মে: সোদপুরের মিষ্টুই ভারতীয় দলের গোলকিপার গুরপ্রীত সিং সান্ধুর আদর্শ । ভারতীয় দলের একনম্বর গোলরক্ষকের আদর্শ হলেন সুব্রত পাল । বাঙালি গোলকিপারের সঙ্গে খেলতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করেন তিনি ।

মাত্র 18 বছর বয়সে ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন গুরপ্রীত । গত দশ বছর ধরে জাতীয় দলে খুব কাছ থেকে বাঙালি গোলরক্ষককে দেখেছেন তিনি । সেইসময় সুব্রত পালের কেরিয়ার মধ্যগগনে । 2011 সালের AFC এশিয়ান কাপে বেশ কয়েকটি ম্যাচে অসাধারণ পারফফরম্যান্স করেছিলেন সুব্রত পাল । সেই পারফরমেন্সের কারণে সংবাদমাধ্যম তাঁকে "স্পাইডারম্যান" অ্যাখ্যা দিয়েছিল । সেই মুগ্ধতা এখনও রয়েছে গুরপ্রীতের । তিনি বলেন, "সুব্রত ভাই আমার কেরিয়ারের শুরুর সময়ের আদর্শ গোলরক্ষক । আমি ভাগ্যবান ওনার সঙ্গে অনুশীলন করার সুযোগ পেয়েছি । যে ধরনের ট্রেনিং সুব্রত পাল অনুশীলনে করে দেখায় বা এখনও করে তা সত্যিই প্রশংসনীয় । শুরুর দিকে আমি সুব্রতদাকে নকল করার চেষ্টা করতাম ।"

গুরপ্রীত সিং সান্ধু
গুরপ্রীত সিং সান্ধু

সুব্রত পালের প্রশংসা করে গুরপ্রীত আরও বলেন, "2011 সালের AFC কাপের দলে বেশ কয়েকজন কিংবদন্তি ফুটবলার ছিলেন । কিন্তু সুব্রত ভাই ওই টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্স করেছিলেন । আমি সেই সময় দলের জুনিয়র ফুটবলার । আমার শেখার জন্য সুব্রত ভাই ছিলেন আদর্শ । যতটা পেরেছিলাম শেখার চেষ্টা করেছিলাম । সেই অভিজ্ঞতা আমাকে খেলোয়াড় হয়ে উঠতে সাহায্য করেছে ।" সিনিয়র গোলরক্ষকের টেকনিকের প্রশংসা শোনা গেছে জুনিয়র গোলরক্ষকের মুখে । গুরপ্রীতের মতে, গত দেড় দশক ধরে সুব্রত পাল তরুণ গোলরক্ষকদের কাছে আদর্শ । তাঁর শারীরিক এবং মানসিক দৃঢ়তা গোলকিপারদের কাছে আদর্শ বলে মনে করেন পঞ্জাবের ফুটবলার ।

সুব্রত পালের সঙ্গে গুরপ্রীত
সুব্রত পালের সঙ্গে গুরপ্রীত

কলকাতা, 14 মে: সোদপুরের মিষ্টুই ভারতীয় দলের গোলকিপার গুরপ্রীত সিং সান্ধুর আদর্শ । ভারতীয় দলের একনম্বর গোলরক্ষকের আদর্শ হলেন সুব্রত পাল । বাঙালি গোলকিপারের সঙ্গে খেলতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করেন তিনি ।

মাত্র 18 বছর বয়সে ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন গুরপ্রীত । গত দশ বছর ধরে জাতীয় দলে খুব কাছ থেকে বাঙালি গোলরক্ষককে দেখেছেন তিনি । সেইসময় সুব্রত পালের কেরিয়ার মধ্যগগনে । 2011 সালের AFC এশিয়ান কাপে বেশ কয়েকটি ম্যাচে অসাধারণ পারফফরম্যান্স করেছিলেন সুব্রত পাল । সেই পারফরমেন্সের কারণে সংবাদমাধ্যম তাঁকে "স্পাইডারম্যান" অ্যাখ্যা দিয়েছিল । সেই মুগ্ধতা এখনও রয়েছে গুরপ্রীতের । তিনি বলেন, "সুব্রত ভাই আমার কেরিয়ারের শুরুর সময়ের আদর্শ গোলরক্ষক । আমি ভাগ্যবান ওনার সঙ্গে অনুশীলন করার সুযোগ পেয়েছি । যে ধরনের ট্রেনিং সুব্রত পাল অনুশীলনে করে দেখায় বা এখনও করে তা সত্যিই প্রশংসনীয় । শুরুর দিকে আমি সুব্রতদাকে নকল করার চেষ্টা করতাম ।"

গুরপ্রীত সিং সান্ধু
গুরপ্রীত সিং সান্ধু

সুব্রত পালের প্রশংসা করে গুরপ্রীত আরও বলেন, "2011 সালের AFC কাপের দলে বেশ কয়েকজন কিংবদন্তি ফুটবলার ছিলেন । কিন্তু সুব্রত ভাই ওই টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্স করেছিলেন । আমি সেই সময় দলের জুনিয়র ফুটবলার । আমার শেখার জন্য সুব্রত ভাই ছিলেন আদর্শ । যতটা পেরেছিলাম শেখার চেষ্টা করেছিলাম । সেই অভিজ্ঞতা আমাকে খেলোয়াড় হয়ে উঠতে সাহায্য করেছে ।" সিনিয়র গোলরক্ষকের টেকনিকের প্রশংসা শোনা গেছে জুনিয়র গোলরক্ষকের মুখে । গুরপ্রীতের মতে, গত দেড় দশক ধরে সুব্রত পাল তরুণ গোলরক্ষকদের কাছে আদর্শ । তাঁর শারীরিক এবং মানসিক দৃঢ়তা গোলকিপারদের কাছে আদর্শ বলে মনে করেন পঞ্জাবের ফুটবলার ।

সুব্রত পালের সঙ্গে গুরপ্রীত
সুব্রত পালের সঙ্গে গুরপ্রীত
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.