ETV Bharat / sports

20 বছর পর বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক ম্যাচে হার জার্মানির - 35 ম্যাচ পর উত্তর মাসেডোনিয়ার কাছে ঘরের মাঠে হেরে গেল জার্মানি

জোয়াকিম লো-এর কোচিংয়ে 2014 সালে বিশ্বকাপের খেতাব ঘরে তোলে জার্মানি ৷ কিন্তু ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের পর কোচের পদ থেকে পদত্যাগ করেন লো ৷ 2018 সালের বিশ্বকাপের গ্রুপ স্টেজ থেকে ছিটকে যায় জার্মানি ৷

বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক ম্যাচে হার জার্মানির
বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক ম্যাচে হার জার্মানির
author img

By

Published : Apr 1, 2021, 2:25 PM IST

লন্ডন, 1 এপ্রিল : ভেঙে গেল বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক ম্যাচে জার্মানির 20 বছর ধরে অপরাজিত থাকার রেকর্ড ৷ বুধবার 35 ম্যাচ পর উত্তর মাসেডোনিয়ার কাছে ঘরের মাঠে হেরে গেল জার্মানি ৷

এই হারের ফলে তিন ম্যাচ পর নিজেদের গ্রুপে তিন নম্বর স্থানেই থাকল জার্মানি ৷ 1934 সাল থেকে বিশ্বকাপ যোগ্য়তা নির্ণায়ক ম্যাচে এটি জার্মানির মাত্র তৃতীয় হার ৷ 1985 সালে পর্তুগালের কাছে হেরে যায় জার্মানি ৷ তবে তখন পশ্চিম জার্মানি হিসেবে খেলত তাঁরা ৷ ও 20 বছর আগে ইংল্যান্ডের কাছে 5-1 গোলে হারতে হয় তাদের ৷

জোয়াকিম লো-এর কোচিংয়ে 2014 সালে বিশ্বকাপের খেতাব ঘরে তোলে জার্মানি ৷ কিন্তু ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের পর কোচের পদ থেকে পদত্যাগ করেন লো ৷ 2018 সালের বিশ্বকাপের গ্রুপ স্টেজ থেকে ছিটকে যায় জার্মানি ৷ আসন্ন ইউরো কাপেও কঠিন গ্রুপে আছে তাঁরা ৷ ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল ও বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের সঙ্গে একই গ্রুপে আছে জার্মানি ৷ গত নভেম্বরে, 1931 সাল থেকে নিজেদের সবথেকে লজ্জার হার হারে তারা ৷ স্পেনের কাছে 6-0 গোলে হারে তারা ৷

আরও পড়ুন : ইউরো কাপে স্টেডিয়ামে দর্শক প্রবেশের লিমিট তুলে নিল ইউইএফএ

এই হারের ফলে কাতার বিশ্বকাপেও নিজেদের জায়গা পাকা করে কঠিন করে ফেলল জার্মানি ৷ তিন ম্যাচ শেষে তৃতীয় স্থানে তাঁরা ৷ গ্রুপ জে-তে তাঁদের উপরে আছে আমেরিকায় 99 স্থানাধিকারী উত্তর মাসেডোনিয়া ৷

লন্ডন, 1 এপ্রিল : ভেঙে গেল বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক ম্যাচে জার্মানির 20 বছর ধরে অপরাজিত থাকার রেকর্ড ৷ বুধবার 35 ম্যাচ পর উত্তর মাসেডোনিয়ার কাছে ঘরের মাঠে হেরে গেল জার্মানি ৷

এই হারের ফলে তিন ম্যাচ পর নিজেদের গ্রুপে তিন নম্বর স্থানেই থাকল জার্মানি ৷ 1934 সাল থেকে বিশ্বকাপ যোগ্য়তা নির্ণায়ক ম্যাচে এটি জার্মানির মাত্র তৃতীয় হার ৷ 1985 সালে পর্তুগালের কাছে হেরে যায় জার্মানি ৷ তবে তখন পশ্চিম জার্মানি হিসেবে খেলত তাঁরা ৷ ও 20 বছর আগে ইংল্যান্ডের কাছে 5-1 গোলে হারতে হয় তাদের ৷

জোয়াকিম লো-এর কোচিংয়ে 2014 সালে বিশ্বকাপের খেতাব ঘরে তোলে জার্মানি ৷ কিন্তু ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের পর কোচের পদ থেকে পদত্যাগ করেন লো ৷ 2018 সালের বিশ্বকাপের গ্রুপ স্টেজ থেকে ছিটকে যায় জার্মানি ৷ আসন্ন ইউরো কাপেও কঠিন গ্রুপে আছে তাঁরা ৷ ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল ও বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের সঙ্গে একই গ্রুপে আছে জার্মানি ৷ গত নভেম্বরে, 1931 সাল থেকে নিজেদের সবথেকে লজ্জার হার হারে তারা ৷ স্পেনের কাছে 6-0 গোলে হারে তারা ৷

আরও পড়ুন : ইউরো কাপে স্টেডিয়ামে দর্শক প্রবেশের লিমিট তুলে নিল ইউইএফএ

এই হারের ফলে কাতার বিশ্বকাপেও নিজেদের জায়গা পাকা করে কঠিন করে ফেলল জার্মানি ৷ তিন ম্যাচ শেষে তৃতীয় স্থানে তাঁরা ৷ গ্রুপ জে-তে তাঁদের উপরে আছে আমেরিকায় 99 স্থানাধিকারী উত্তর মাসেডোনিয়া ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.