ETV Bharat / sports

রিয়াল ছাড়লেন বেল, 7 বছর পর ফিরলেন টটেনহ্যামে - লোনে টটেনহ্যামে যোগ দিলেন বেল

সাউদাম্পটন থেকে 2007 সালে মাত্র 17 বছর বয়সে টটেনহ্যামে যোগ দেন বেল ।

Bale
Bale
author img

By

Published : Sep 20, 2020, 3:25 PM IST

লন্ডন, 20 সেপ্টেম্বর : সাত বছর আগে রেকর্ড পরিমাণ ট্রান্সফার ফি বাবদ রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন । ক্যারিয়ারকে নতুন মাত্রা দিতে সেই গ্যারেথ বেল ফের পুরনো ক্লাব টটেনহ্যাম হটস্পারে ফিরলেন । শনিবারই টটেনহ্যাম নিশ্চিত করেছে যে এক মরশুমের জন্য তাঁরা লোনে বেলকে সই করিয়েছে । রিয়ালে সেরজিও রেগুলিয়ন সই করার কয়েক মিনিটের মধ্যেই ট্রান্সফার উইন্ডোতে এই হাই প্রোফাইল দলবদল হয় ।

সাউদাম্পটন থেকে 2007 সালে মাত্র 17 বছর বয়সে টটেনহ্যামে যোগ দেন বেল । 2013 সালে স্প্যানিশ জায়ান্টদের হয়ে যোগ দেওয়ার আগে ছয় বছর ইংলিশ ক্লাবটির হয়ে কাটান তিনি । দীর্ঘদিন পর পুরনো ক্লাবে ফিরতে পেরে উচ্ছ্বসিত ওয়েলস উইজার্ড । তিনি বলেছেন, "ফিরে এসে ভালো লাগছে ! এটি আমার কাছে একটি বিশেষ ক্লাব । এখানেই আমি আমার নাম তৈরি করেছি । দারুণ ক্লাব, অসাধারণ সমর্থক এবং এখানে ফিরে আসাটা অবিশ্বাস্য । আশা করি, এখন আমি কিছুটা ম্যাচ ফিটনেস পেতে পারি, দলকে ট্রফি জিততে সাহায্য করতে পারি ।"

কোচ জিনেদিন জিদানের গুড বুকে কোনওদিনও ছিলেন না বেল । শেষ মরশুমের পুরোটা বেঞ্চেই বসে কাটাতে হয়েছে তাঁকে । মরশুমের শুরুতেই বেলকে ছেড়ে দিতে চেয়েছিলেন জিদান । কিন্তু সেটা হয়নি । বেলকে নিয়েই মরশুম কাটাতে হয়েছে । শুরুতে টানা কয়েক ম্যাচ নিয়মিত একাদশে ছিলেনও বেল । কিন্তু টুর্নামেন্ট যত এগিয়েছে জিদান ও বেলের মধ্যে দূরত্ব তত বেড়েছে । তাঁকে ছেড়ে দিতে পারলে বাঁচে, এমন মনোভাব ছিল রিয়ালের । শেষমেশ রিয়াল ছেড়ে পুরনো ক্লাবেই গেলেন বেল ।

লন্ডন, 20 সেপ্টেম্বর : সাত বছর আগে রেকর্ড পরিমাণ ট্রান্সফার ফি বাবদ রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন । ক্যারিয়ারকে নতুন মাত্রা দিতে সেই গ্যারেথ বেল ফের পুরনো ক্লাব টটেনহ্যাম হটস্পারে ফিরলেন । শনিবারই টটেনহ্যাম নিশ্চিত করেছে যে এক মরশুমের জন্য তাঁরা লোনে বেলকে সই করিয়েছে । রিয়ালে সেরজিও রেগুলিয়ন সই করার কয়েক মিনিটের মধ্যেই ট্রান্সফার উইন্ডোতে এই হাই প্রোফাইল দলবদল হয় ।

সাউদাম্পটন থেকে 2007 সালে মাত্র 17 বছর বয়সে টটেনহ্যামে যোগ দেন বেল । 2013 সালে স্প্যানিশ জায়ান্টদের হয়ে যোগ দেওয়ার আগে ছয় বছর ইংলিশ ক্লাবটির হয়ে কাটান তিনি । দীর্ঘদিন পর পুরনো ক্লাবে ফিরতে পেরে উচ্ছ্বসিত ওয়েলস উইজার্ড । তিনি বলেছেন, "ফিরে এসে ভালো লাগছে ! এটি আমার কাছে একটি বিশেষ ক্লাব । এখানেই আমি আমার নাম তৈরি করেছি । দারুণ ক্লাব, অসাধারণ সমর্থক এবং এখানে ফিরে আসাটা অবিশ্বাস্য । আশা করি, এখন আমি কিছুটা ম্যাচ ফিটনেস পেতে পারি, দলকে ট্রফি জিততে সাহায্য করতে পারি ।"

কোচ জিনেদিন জিদানের গুড বুকে কোনওদিনও ছিলেন না বেল । শেষ মরশুমের পুরোটা বেঞ্চেই বসে কাটাতে হয়েছে তাঁকে । মরশুমের শুরুতেই বেলকে ছেড়ে দিতে চেয়েছিলেন জিদান । কিন্তু সেটা হয়নি । বেলকে নিয়েই মরশুম কাটাতে হয়েছে । শুরুতে টানা কয়েক ম্যাচ নিয়মিত একাদশে ছিলেনও বেল । কিন্তু টুর্নামেন্ট যত এগিয়েছে জিদান ও বেলের মধ্যে দূরত্ব তত বেড়েছে । তাঁকে ছেড়ে দিতে পারলে বাঁচে, এমন মনোভাব ছিল রিয়ালের । শেষমেশ রিয়াল ছেড়ে পুরনো ক্লাবেই গেলেন বেল ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.