ETV Bharat / sports

EURO 2020 : 2-2 ড্র করে শেষ ষোলোয় পর্তুগাল-ফ্রান্স, বিশ্বরেকর্ড স্পর্শ রোনাল্ডোর - পর্তুগাল-ফ্রান্স

গ্রুপ এফের রুদ্ধশ্বাস ম্যাচের 4টি গোলের 3টিই এল পেনাল্টি থেকে ৷ প্রথম থেকেই আক্রমণ, পাল্টা আক্রমণের খেলা শুরু হয় ৷ বেশ কয়েকটি সুযোগ পেয়েও হাতছাড়া করেন রোনাল্ডো ও এমবাপে ৷

france-and-portugal-match-ended-in-a-draw-cristiano-ronaldo-equals-ali-daei-s-world-record
france-and-portugal-match-ended-in-a-draw-cristiano-ronaldo-equals-ali-daei-s-world-record
author img

By

Published : Jun 24, 2021, 5:22 AM IST

বুদাপেস্ট, 24 জুন : হাঙ্গেরির পুসকাস এরিনায় যুযুধান ফ্রান্স-পর্তুগাল ম্যাচের ফলাফল 2-2 ৷ গ্রুপ অফ ডেথ এফ থেকে ইউরোর শেষ ষোলোয় পৌঁছালো ফ্রান্স, পর্তুগাল ও জার্মানি ৷ এদিন এইসঙ্গে পেনাল্টি থেকে জোড়া গোল করে আলি দায়ির সর্বোচ্চ 109টি আন্তর্জাতিক গোলের রেকর্ড ছুঁয়ে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ।

গ্রুপ এফের রুদ্ধশ্বাস ম্যাচের 4টি গোলের 3টিই এল পেনাল্টি থেকে ৷ প্রথম থেকেই আক্রমণ, পাল্টা আক্রমণের খেলা শুরু হয় ৷ বেশ কয়েকটি সুযোগ পেয়েও হাতছাড়া করেন রোনাল্ডো ও এমবাপে ৷ 27 মিনিটে মৌতিনহোর ফ্রি কিকে হেড করতে উঠেছিলেন ড্যানিলো ৷ অন্যদিকে গোল বাঁচাতে লাফ দেন ফ্রান্সের গোলকিপার হুগো লরিস । শূন্যে থাকাকালীন হুগোর হাতের ধাক্কায় চোয়ালে আঘাত পান ড্যানিলো ৷ রেফারি পেনাল্টি দেন ৷ পেনাল্টি চ্যালেঞ্জ করতে গিয়ে হলুদ কার্ড দেখেন হুগো । অন্যদিকে পেনাল্টি থেকে গোল করে 30 মিনিটে পর্তুগালকে এগিয়ে দেন সিআর সেভেন ।

আরও পড়ুন: EURO 2020 : পর্তুগাল ম্যাচে জার্মান তারকার সঙ্গে কী গোপন বার্তালাপ হয়েছিল সিআরসেভেনের ?

উল্টো পক্ষে 45 মিনিটে পর্তুগালের বক্সে এমবাপেকে ঠেলে ফেলে দেন সেমেদো । রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন ৷ যার বিরোধিতা করেন পর্তুগালের ফুটবলাররা । ভার প্রযুক্তির সাহায্যে নিশ্চিত হয়ে পেনাল্টির সিদ্ধান্তই বহাল রাখেন রেফারি ৷ পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান করিম বেঞ্জেমা । দীর্ঘদিন পর দেশের হয়ে গোল করলেন বেঞ্জিমা ৷ 2015 সালের অক্টোবর মাসের পর জাতীয় দলের হয়ে এটিই তাঁর প্রথম গোল । এদিন স্বমহিমায় ছিলেন রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ৷ 47 মিনিটে পোগবার বাড়ানো বল ধরে অসাধারণ দক্ষতায় দ্বিতীয় গোল করে ফ্রান্সকে এগিয়েও দেন বেঞ্জেমাই । কিন্তু 58 মিনিটে জুল কুন্দের হ্যান্ডবলের কারণে ফের পেনাল্টি পায় পর্তুগাল ৷ 60 মিনিটে ফের গোল করে সমতা ফেরান রোনাল্ডো ৷

এই গোলটি করার সুবাদে আন্তর্জাতিক গোলের নিরিখে আলি দায়ির বিশ্বরেকর্ড স্পর্শ করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো । এই নিয়ে 176টি ম্যাচে 109টি গোল করে ফেললেন পর্তুগালের ফুটবল কিংবদন্তি অধিনায়ক ৷

বুদাপেস্ট, 24 জুন : হাঙ্গেরির পুসকাস এরিনায় যুযুধান ফ্রান্স-পর্তুগাল ম্যাচের ফলাফল 2-2 ৷ গ্রুপ অফ ডেথ এফ থেকে ইউরোর শেষ ষোলোয় পৌঁছালো ফ্রান্স, পর্তুগাল ও জার্মানি ৷ এদিন এইসঙ্গে পেনাল্টি থেকে জোড়া গোল করে আলি দায়ির সর্বোচ্চ 109টি আন্তর্জাতিক গোলের রেকর্ড ছুঁয়ে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ।

গ্রুপ এফের রুদ্ধশ্বাস ম্যাচের 4টি গোলের 3টিই এল পেনাল্টি থেকে ৷ প্রথম থেকেই আক্রমণ, পাল্টা আক্রমণের খেলা শুরু হয় ৷ বেশ কয়েকটি সুযোগ পেয়েও হাতছাড়া করেন রোনাল্ডো ও এমবাপে ৷ 27 মিনিটে মৌতিনহোর ফ্রি কিকে হেড করতে উঠেছিলেন ড্যানিলো ৷ অন্যদিকে গোল বাঁচাতে লাফ দেন ফ্রান্সের গোলকিপার হুগো লরিস । শূন্যে থাকাকালীন হুগোর হাতের ধাক্কায় চোয়ালে আঘাত পান ড্যানিলো ৷ রেফারি পেনাল্টি দেন ৷ পেনাল্টি চ্যালেঞ্জ করতে গিয়ে হলুদ কার্ড দেখেন হুগো । অন্যদিকে পেনাল্টি থেকে গোল করে 30 মিনিটে পর্তুগালকে এগিয়ে দেন সিআর সেভেন ।

আরও পড়ুন: EURO 2020 : পর্তুগাল ম্যাচে জার্মান তারকার সঙ্গে কী গোপন বার্তালাপ হয়েছিল সিআরসেভেনের ?

উল্টো পক্ষে 45 মিনিটে পর্তুগালের বক্সে এমবাপেকে ঠেলে ফেলে দেন সেমেদো । রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন ৷ যার বিরোধিতা করেন পর্তুগালের ফুটবলাররা । ভার প্রযুক্তির সাহায্যে নিশ্চিত হয়ে পেনাল্টির সিদ্ধান্তই বহাল রাখেন রেফারি ৷ পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান করিম বেঞ্জেমা । দীর্ঘদিন পর দেশের হয়ে গোল করলেন বেঞ্জিমা ৷ 2015 সালের অক্টোবর মাসের পর জাতীয় দলের হয়ে এটিই তাঁর প্রথম গোল । এদিন স্বমহিমায় ছিলেন রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ৷ 47 মিনিটে পোগবার বাড়ানো বল ধরে অসাধারণ দক্ষতায় দ্বিতীয় গোল করে ফ্রান্সকে এগিয়েও দেন বেঞ্জেমাই । কিন্তু 58 মিনিটে জুল কুন্দের হ্যান্ডবলের কারণে ফের পেনাল্টি পায় পর্তুগাল ৷ 60 মিনিটে ফের গোল করে সমতা ফেরান রোনাল্ডো ৷

এই গোলটি করার সুবাদে আন্তর্জাতিক গোলের নিরিখে আলি দায়ির বিশ্বরেকর্ড স্পর্শ করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো । এই নিয়ে 176টি ম্যাচে 109টি গোল করে ফেললেন পর্তুগালের ফুটবল কিংবদন্তি অধিনায়ক ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.