ETV Bharat / sports

প্রশংসা করলেও দেবজিৎকে ম্যাচের সেরা মানছেন না ফাওলার - এসসি ইস্টবেঙ্গল

দলের ফুটবলারদের পাশে দাঁড়াতে পছন্দ করেন ফাওলার। বলছেন,"প্রতি ম্যাচেই আমাকে দলের আক্রমণ এবং রক্ষণভাগ নিয়ে শুনতে হয়। আমি দলের ছেলেদের পাশে দাঁড়ানোর পক্ষে। তাই ওঁদের সম্পর্কে খারাপ কথা বলতে পারব না।" প্রা

fowler on team performance in chennaian fc match
প্রশংসা করলেও দেবজিৎকে ম্যাচের সেরা মানছেন না ফাওলার
author img

By

Published : Jan 19, 2021, 4:22 PM IST

কলকাতা, 19 জানুয়ারি : দেবজিৎ মজুমদারকে অসাধারণ গোলরক্ষক বললেও চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে তাঁকে সেরা খেলোয়াড় মানতে রাজি নন রবি ফাওলার। একঘণ্টার বেশি সময় দশজনে খেলে চেন্নাইয়িনের বিরুদ্ধে ড্র করেছে এসসি ইস্টবেঙ্গল। চোয়াল চাপা লড়াইয়ের মাঝে গোলের সুযোগ পিলকিংটন, স্কট নেভিল নষ্ট না করলে ছবিটা অন্যরকম হতে পারত । এই মুহূর্তে 12 ম্যাচে 12 পয়েন্ট ঝুলিতে নিয়ে নয় নম্বরে লাল হলুদ।

দলের ফুটবলারদের পাশে দাঁড়াতে পছন্দ করেন ফাওলার। বলছেন,"প্রতি ম্যাচেই আমাকে দলের আক্রমণ এবং রক্ষণভাগ নিয়ে শুনতে হয়। আমি দলের ছেলেদের পাশে দাঁড়ানোর পক্ষে। তাই ওঁদের সম্পর্কে খারাপ কথা বলতে পারব না।" প্রায় একই সঙ্গে লিভারপুলের প্রাক্তনী দলের গোলরক্ষক দেবজিৎ মজুমদারের প্রশংসা করেছেন। "আমার মনে হয় না চেন্নাইয়িনের বিরুদ্ধে ওর পারফরম্যান্স সেরা হওয়ার মতো । তবে দেবজিৎ অসাধারণ গোলরক্ষক। একাধিক ভালো বল বাঁচিয়েছেন। একজন প্রকৃত ভালো গোলরক্ষকের মত ভালো পারফরম্যান্স, নিসন্দেহে ৷" মন্তব্য ইস্টবেঙ্গলের ব্রিটিশ কোচের।


একঘণ্টার বেশি সময় দশজনে খেলে এক পয়েন্ট এসেছে। লাল হলুদ হেডস্যার বলছেন, তাঁদের তিন পয়েন্ট পাওয়া উচিত ছিল। বলেন, "জেতার মত খেলেছিলাম আমরা। নিয়ন্ত্রণ আমাদের পায়ে ছিল। তা সত্ত্বেও তিন পয়েন্ট না পাওয়ায় হতাশ হয়েছি। দশজনে খেলেও হারিনি। প্রতিপক্ষের থেকে ভালো খেলেছি, এটাই প্রাপ্তি ।" বারোটি ম্যাচের মধ্যে সাতটি ম্যাচে অপরাজিত এসসি ইস্টবেঙ্গল। চলতি লিগে মুম্বই এফসি দশটি ম্যাচে অপরাজিত রয়েছে। যা সর্বোচ্চ। প্রথম পর্বে চেন্নাইয়িনের বিরুদ্ধে দু’গোল করলেও, মার্টি স্টেইনম্যানের জায়গা হয়নি প্রথম একাদশে। লাল হলুদ থিঙ্কট্যাঙ্ক বলছে এই পরিবর্তন কৌশলের অংশ। বেঙ্গালেরু এফসির বিরুদ্ধে হালকা চোট নিয়ে খেলেছিলেন জার্মান মিডফিল্ডার। তবে, যাঁরা খেলেছেন তাঁদের প্রশংসা করেছেন ফাওলার।

আরও পড়ুন : দশ জনে খেলে ড্র ইস্টবেঙ্গলের, ম্যাচের সেরা দেবজিৎ
অন্যদিকে, স্কট নেভিল দলের সামগ্রিক পারফরম্যান্সে খুশি। বিশেষ করে একঘণ্টার বেশি সময় দশজনে খেলেও ম্যাচ ড্র রাখতে পারায় আশার আলো দেখছেন। বলেছেন এই লড়াই পরবর্তী ম্যাচগুলোতে আত্মবিশ্বাস যোগাবে। তবে, লালকার্ড দেখার প্রসঙ্গে, সতীর্থদের আরও সচেতনতা প্রয়োজন বলে মনে করেন স্কট নেভিল। শুক্রবার 22 জানুয়ারি ইস্টবেঙ্গলের পরের ম্যাচের প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি।

কলকাতা, 19 জানুয়ারি : দেবজিৎ মজুমদারকে অসাধারণ গোলরক্ষক বললেও চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে তাঁকে সেরা খেলোয়াড় মানতে রাজি নন রবি ফাওলার। একঘণ্টার বেশি সময় দশজনে খেলে চেন্নাইয়িনের বিরুদ্ধে ড্র করেছে এসসি ইস্টবেঙ্গল। চোয়াল চাপা লড়াইয়ের মাঝে গোলের সুযোগ পিলকিংটন, স্কট নেভিল নষ্ট না করলে ছবিটা অন্যরকম হতে পারত । এই মুহূর্তে 12 ম্যাচে 12 পয়েন্ট ঝুলিতে নিয়ে নয় নম্বরে লাল হলুদ।

দলের ফুটবলারদের পাশে দাঁড়াতে পছন্দ করেন ফাওলার। বলছেন,"প্রতি ম্যাচেই আমাকে দলের আক্রমণ এবং রক্ষণভাগ নিয়ে শুনতে হয়। আমি দলের ছেলেদের পাশে দাঁড়ানোর পক্ষে। তাই ওঁদের সম্পর্কে খারাপ কথা বলতে পারব না।" প্রায় একই সঙ্গে লিভারপুলের প্রাক্তনী দলের গোলরক্ষক দেবজিৎ মজুমদারের প্রশংসা করেছেন। "আমার মনে হয় না চেন্নাইয়িনের বিরুদ্ধে ওর পারফরম্যান্স সেরা হওয়ার মতো । তবে দেবজিৎ অসাধারণ গোলরক্ষক। একাধিক ভালো বল বাঁচিয়েছেন। একজন প্রকৃত ভালো গোলরক্ষকের মত ভালো পারফরম্যান্স, নিসন্দেহে ৷" মন্তব্য ইস্টবেঙ্গলের ব্রিটিশ কোচের।


একঘণ্টার বেশি সময় দশজনে খেলে এক পয়েন্ট এসেছে। লাল হলুদ হেডস্যার বলছেন, তাঁদের তিন পয়েন্ট পাওয়া উচিত ছিল। বলেন, "জেতার মত খেলেছিলাম আমরা। নিয়ন্ত্রণ আমাদের পায়ে ছিল। তা সত্ত্বেও তিন পয়েন্ট না পাওয়ায় হতাশ হয়েছি। দশজনে খেলেও হারিনি। প্রতিপক্ষের থেকে ভালো খেলেছি, এটাই প্রাপ্তি ।" বারোটি ম্যাচের মধ্যে সাতটি ম্যাচে অপরাজিত এসসি ইস্টবেঙ্গল। চলতি লিগে মুম্বই এফসি দশটি ম্যাচে অপরাজিত রয়েছে। যা সর্বোচ্চ। প্রথম পর্বে চেন্নাইয়িনের বিরুদ্ধে দু’গোল করলেও, মার্টি স্টেইনম্যানের জায়গা হয়নি প্রথম একাদশে। লাল হলুদ থিঙ্কট্যাঙ্ক বলছে এই পরিবর্তন কৌশলের অংশ। বেঙ্গালেরু এফসির বিরুদ্ধে হালকা চোট নিয়ে খেলেছিলেন জার্মান মিডফিল্ডার। তবে, যাঁরা খেলেছেন তাঁদের প্রশংসা করেছেন ফাওলার।

আরও পড়ুন : দশ জনে খেলে ড্র ইস্টবেঙ্গলের, ম্যাচের সেরা দেবজিৎ
অন্যদিকে, স্কট নেভিল দলের সামগ্রিক পারফরম্যান্সে খুশি। বিশেষ করে একঘণ্টার বেশি সময় দশজনে খেলেও ম্যাচ ড্র রাখতে পারায় আশার আলো দেখছেন। বলেছেন এই লড়াই পরবর্তী ম্যাচগুলোতে আত্মবিশ্বাস যোগাবে। তবে, লালকার্ড দেখার প্রসঙ্গে, সতীর্থদের আরও সচেতনতা প্রয়োজন বলে মনে করেন স্কট নেভিল। শুক্রবার 22 জানুয়ারি ইস্টবেঙ্গলের পরের ম্যাচের প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.