ETV Bharat / sports

Derby Countdown : ডার্বির মঞ্চে পঙ্গুও সেরাটা দিতে মরিয়া থাকবে, নস্টালজিক প্রাক্তনরা - মুখোমুখি চিরপ্রতিদ্বন্ধী মোহনবাগান-ইস্টবেঙ্গল

ডার্বির (Kolkata Derby) দিন যত এগিয়ে আসছে ততোই যেন উত্তাপ টের পাচ্ছেন দুই প্রধানের ফুটবলাররা (Mohun Bagan vs East Bengal) ৷ একই সঙ্গে নস্টালজিয়ায় ভাসছেন প্রাক্তনীরাও ৷

East Bengal Mohun Bagan Match in ISL
ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান
author img

By

Published : Nov 25, 2021, 10:43 PM IST

পানাজি, 25 নভেম্বর : শনিবার সন্ধ্যায় চলতি মরসুমের প্রথম ডার্বি (Kolkata Derby) । মুখোমুখি চিরপ্রতিদ্বন্ধী দুই দল মোহনবাগান-ইস্টবেঙ্গল (ATK Mohun Bagan vs SC East Bengal) । যে ম্যাচ ঘিরে বাংলা দু'ভাগে ভাগ হয়ে যায়, সেই ম্যাচের উত্তাপ ক্রমশ বাড়বে তা বলাই বাহুল্য । ভারতীয় ফুটবলারদের কাছে ডার্বি এমন একটি ম্যাচ, যার ছোঁয়াচ এড়িয়ে থাকা কঠিন । বর্তমান বা প্রাক্তন, যে ফুটবলারই হোন না কেন প্রত্যেকেই ডার্বি জ্বরে সংক্রমিত । এই ম্যাচ মানেই উঠতি ফুটবলারদের কাছে ভারতীয় ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে নিজেকে মেলে ধরার চ্যালেঞ্জ । প্রতিষ্ঠিতদের সামনে ফের তারকা হওয়ার স্বপ্ন । প্রাক্তনদের কাছে নস্টালজিয়া।

ডার্বির আগে নস্টালজিক প্রাক্তনরা ৷

প্রাক্তন ফুটবলার অভিজিৎ মণ্ডল বললেন, ‘‘দর্শকহীন মাঠে ডার্বির পরিবেশটা পাওয়া কঠিন । তবে দুটো দল যখন মাঠে নামে তখন নিজেকে ছাপিয়ে যাওয়াই একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায় । মোহনবাগান তাদের সিংহভাগ ফুটবলার ধরে রেখেছে বলে সুবিধা পেলেও ওই নব্বই মিনিট দু'দলই শূন্য থেকে শুরু করবে ।’’

আরও পড়ুন : Derby Countdown : ডার্বির আগে লাল-হলুদ রক্ষণকে বাড়তি সমীহ কৃষ্ণার

ভারতীয় ফুটবল দলের অ্যাসিট্যান্ট ম্যানেজার সন্মুগম ভেঙ্কটেশ বললেন, ‘‘ডার্বি একটা উৎসব । এই ম্যাচে একজন পঙ্গুও নিজের সেরাটা দিতে মরিয়া থাকে । দুটো দলই একটা করে ম্যাচ করে খেলেছে । তার বিচারে এই ম্যাচকে বিশ্লেষণ করা যাবে না । এমনকি পাঁচটি ম্যাচ খেললেও এই ম্যাচে কোনও অঙ্ক চলে না । মোহনবাগান পুরোনো দল ধরে রাখার সুবিধা পাবে । তবে ইস্টবেঙ্গলও নিজেকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করবেই ।’’

আরও পড়ুন : Derby Countdown : প্রতিটি বলের জন্য লড়াই করব, বলছেন ইস্টবেঙ্গল ডিফেন্ডার প্রিৎসে

স্প্যানিশ মিডফিল্ডার ফ্রান গঞ্জালেস দর্শক ভর্তি স্টেডিয়ামে ডার্বি খেলেছেন । রিয়াল কাশ্মীরের হয়ে বর্তমানে কলকাতায় আইএফএ শিল্ড খেলতে এসেছেন । তবে কলকাতার ক্লাব ফুটবল, ডার্বির উন্মাদনা ভুলতে পারছেন না । গতবছর আইএসএলের সব ম্যাচ দেখেছেন । এবারও দুই প্রধানের প্রথম দুটো ম্যাচ দেখেছেন । তার নিরিখে মনে করেন মোহনবাগান এগিয়ে । তাঁর সমর্থনও সবুজ-মেরুনের পক্ষেই থাকবে ।

আরও পড়ুন : Diego Maradona Death Anniversary : প্রথম মৃত্যুবার্ষিকীতে ফিরে দেখা ফুটবলের রাজপুত্রকে

পানাজি, 25 নভেম্বর : শনিবার সন্ধ্যায় চলতি মরসুমের প্রথম ডার্বি (Kolkata Derby) । মুখোমুখি চিরপ্রতিদ্বন্ধী দুই দল মোহনবাগান-ইস্টবেঙ্গল (ATK Mohun Bagan vs SC East Bengal) । যে ম্যাচ ঘিরে বাংলা দু'ভাগে ভাগ হয়ে যায়, সেই ম্যাচের উত্তাপ ক্রমশ বাড়বে তা বলাই বাহুল্য । ভারতীয় ফুটবলারদের কাছে ডার্বি এমন একটি ম্যাচ, যার ছোঁয়াচ এড়িয়ে থাকা কঠিন । বর্তমান বা প্রাক্তন, যে ফুটবলারই হোন না কেন প্রত্যেকেই ডার্বি জ্বরে সংক্রমিত । এই ম্যাচ মানেই উঠতি ফুটবলারদের কাছে ভারতীয় ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে নিজেকে মেলে ধরার চ্যালেঞ্জ । প্রতিষ্ঠিতদের সামনে ফের তারকা হওয়ার স্বপ্ন । প্রাক্তনদের কাছে নস্টালজিয়া।

ডার্বির আগে নস্টালজিক প্রাক্তনরা ৷

প্রাক্তন ফুটবলার অভিজিৎ মণ্ডল বললেন, ‘‘দর্শকহীন মাঠে ডার্বির পরিবেশটা পাওয়া কঠিন । তবে দুটো দল যখন মাঠে নামে তখন নিজেকে ছাপিয়ে যাওয়াই একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায় । মোহনবাগান তাদের সিংহভাগ ফুটবলার ধরে রেখেছে বলে সুবিধা পেলেও ওই নব্বই মিনিট দু'দলই শূন্য থেকে শুরু করবে ।’’

আরও পড়ুন : Derby Countdown : ডার্বির আগে লাল-হলুদ রক্ষণকে বাড়তি সমীহ কৃষ্ণার

ভারতীয় ফুটবল দলের অ্যাসিট্যান্ট ম্যানেজার সন্মুগম ভেঙ্কটেশ বললেন, ‘‘ডার্বি একটা উৎসব । এই ম্যাচে একজন পঙ্গুও নিজের সেরাটা দিতে মরিয়া থাকে । দুটো দলই একটা করে ম্যাচ করে খেলেছে । তার বিচারে এই ম্যাচকে বিশ্লেষণ করা যাবে না । এমনকি পাঁচটি ম্যাচ খেললেও এই ম্যাচে কোনও অঙ্ক চলে না । মোহনবাগান পুরোনো দল ধরে রাখার সুবিধা পাবে । তবে ইস্টবেঙ্গলও নিজেকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করবেই ।’’

আরও পড়ুন : Derby Countdown : প্রতিটি বলের জন্য লড়াই করব, বলছেন ইস্টবেঙ্গল ডিফেন্ডার প্রিৎসে

স্প্যানিশ মিডফিল্ডার ফ্রান গঞ্জালেস দর্শক ভর্তি স্টেডিয়ামে ডার্বি খেলেছেন । রিয়াল কাশ্মীরের হয়ে বর্তমানে কলকাতায় আইএফএ শিল্ড খেলতে এসেছেন । তবে কলকাতার ক্লাব ফুটবল, ডার্বির উন্মাদনা ভুলতে পারছেন না । গতবছর আইএসএলের সব ম্যাচ দেখেছেন । এবারও দুই প্রধানের প্রথম দুটো ম্যাচ দেখেছেন । তার নিরিখে মনে করেন মোহনবাগান এগিয়ে । তাঁর সমর্থনও সবুজ-মেরুনের পক্ষেই থাকবে ।

আরও পড়ুন : Diego Maradona Death Anniversary : প্রথম মৃত্যুবার্ষিকীতে ফিরে দেখা ফুটবলের রাজপুত্রকে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.