ETV Bharat / sports

EURO 2020 : ইউরোতে বেলজিয়ামের উপর বাজি ধরছেন বাইচুং

বাইচুংয়ের মতে বেলজিয়াম দলে কেভিন ডি ব্রুনোর মত গেম মেকার রয়েছে । এছাড়াও লুকাকু, ইডেন হ্যার্জাড, বেন্টেকের মত স্ট্রাইকার প্রতিপক্ষ রক্ষণের চিন্তা বাড়াবে ৷ একইসঙ্গে স্বস্তি দেবে বেলজিয়ামের আক্রমণভাগকে ।

author img

By

Published : Jun 10, 2021, 10:10 PM IST

বেলজিয়ামের উপর বাজি ধরছেন বাইচুং
বেলজিয়ামের উপর বাজি ধরছেন বাইচুং

কলকাতা, 10 জুন : ফ্রান্স নয়, ইউরো কাপের কালো ঘোড়া বেলজিয়াম ৷ মত বাইচুং ভুটিয়ার । অন্যদিকে কোপা আমেরিকায় তাঁর বাজি লিওনেল মেসির আর্জেন্টিনা । সকলে যখন ফ্রান্স, পর্তুগাল কিংবা স্পেনকে ইউরো কাপের ফেভারিট বলছেন তখন অন্য ধারনা ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়কের ।

বাইচুংয়ের মতে বেলজিয়াম দলে কেভিন ডি ব্রুনোর মত গেম মেকার রয়েছেন । এছাড়াও লুকাকু, ইডেন হ্যার্জাড, বেন্টেকের মত স্ট্রাইকার প্রতিপক্ষ রক্ষণের চিন্তা বাড়াবে ৷ একইসঙ্গে স্বস্তি দেবে বেলজিয়ামের আক্রমণভাগকে ।

পাহাড়ি বিছে বলছেন, "রবার্ট মার্টিনেজের ছেলেদের কাছে এটাই সেরা সুযোগ । এইরকম ভালো মানের দল সবসময় পাওয়া যায় না । নেতৃত্ব দেওয়ার মতো একাধিক ফুটবলার দলে রয়েছে । এই কারণে আমি বেলজিয়ামকে এগিয়ে রাখব ৷ "

পাশাপাশি তিনি মনে করেন এবারের কোপা আমেরিকায় আর্জেন্টিনার সুযোগ বেশি । "মেসির জন্যই আর্জেন্টিনা এগিয়ে । ওরা এবার কোপাতে চ্যাম্পিয়ন হওয়ার জন্য মরিয়া হয়ে খেলবে," বলছেন বাইচুং । ইউরোতে বেলজিয়াম প্রথম পছন্দ হলে খুব কাছাকাছি ইতালি এবং ফ্রান্সকে খেতাবি দৌড়ে রাখছেন ভারতের ফুটবল আইকন ।

আরও পড়ুন : Euro 2020 : নজরে ইউরো, বিশ্লেষণে প্রাক্তনরা

ভারতের সর্বকালের অন্যতম সেরা স্ট্রাইকারের মতে," ইতালি এবং ফ্রান্সের দল যথেষ্ট ভাল । ট্রফি জয়ের ক্ষমতা রয়েছে ওদের । ফ্রান্স বিশ্বকাপ জিতেছে । যেকোনও প্রতিযোগিতায় ওরা সেরা দল নিয়ে খেলতে নামে । তাই নতুন করে ওদের নিয়ে বলার কিছু নেই ।’’ ইউরোতে যে সমস্ত ফুটবলার নজর কাড়তে পারেন তাঁদের মধ্যে বাইচুংয়ের চোখে পর্তুগালের ডিফেন্ডার জিও ক্যান্সেলো এগিয়ে । ম্যাঞ্চেস্টার সিটির হয়ে প্রিমিয়ার লিগে নজরকাড়া ফুটবল খেলেছেন এই পর্তুগিজ তরুণ ডিফেন্ডার । এবার আন্তর্জাতিক মঞ্চে নিজেকে চেনাতে চাইবেন বলে বাইচুং মনে করছেন ।

কলকাতা, 10 জুন : ফ্রান্স নয়, ইউরো কাপের কালো ঘোড়া বেলজিয়াম ৷ মত বাইচুং ভুটিয়ার । অন্যদিকে কোপা আমেরিকায় তাঁর বাজি লিওনেল মেসির আর্জেন্টিনা । সকলে যখন ফ্রান্স, পর্তুগাল কিংবা স্পেনকে ইউরো কাপের ফেভারিট বলছেন তখন অন্য ধারনা ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়কের ।

বাইচুংয়ের মতে বেলজিয়াম দলে কেভিন ডি ব্রুনোর মত গেম মেকার রয়েছেন । এছাড়াও লুকাকু, ইডেন হ্যার্জাড, বেন্টেকের মত স্ট্রাইকার প্রতিপক্ষ রক্ষণের চিন্তা বাড়াবে ৷ একইসঙ্গে স্বস্তি দেবে বেলজিয়ামের আক্রমণভাগকে ।

পাহাড়ি বিছে বলছেন, "রবার্ট মার্টিনেজের ছেলেদের কাছে এটাই সেরা সুযোগ । এইরকম ভালো মানের দল সবসময় পাওয়া যায় না । নেতৃত্ব দেওয়ার মতো একাধিক ফুটবলার দলে রয়েছে । এই কারণে আমি বেলজিয়ামকে এগিয়ে রাখব ৷ "

পাশাপাশি তিনি মনে করেন এবারের কোপা আমেরিকায় আর্জেন্টিনার সুযোগ বেশি । "মেসির জন্যই আর্জেন্টিনা এগিয়ে । ওরা এবার কোপাতে চ্যাম্পিয়ন হওয়ার জন্য মরিয়া হয়ে খেলবে," বলছেন বাইচুং । ইউরোতে বেলজিয়াম প্রথম পছন্দ হলে খুব কাছাকাছি ইতালি এবং ফ্রান্সকে খেতাবি দৌড়ে রাখছেন ভারতের ফুটবল আইকন ।

আরও পড়ুন : Euro 2020 : নজরে ইউরো, বিশ্লেষণে প্রাক্তনরা

ভারতের সর্বকালের অন্যতম সেরা স্ট্রাইকারের মতে," ইতালি এবং ফ্রান্সের দল যথেষ্ট ভাল । ট্রফি জয়ের ক্ষমতা রয়েছে ওদের । ফ্রান্স বিশ্বকাপ জিতেছে । যেকোনও প্রতিযোগিতায় ওরা সেরা দল নিয়ে খেলতে নামে । তাই নতুন করে ওদের নিয়ে বলার কিছু নেই ।’’ ইউরোতে যে সমস্ত ফুটবলার নজর কাড়তে পারেন তাঁদের মধ্যে বাইচুংয়ের চোখে পর্তুগালের ডিফেন্ডার জিও ক্যান্সেলো এগিয়ে । ম্যাঞ্চেস্টার সিটির হয়ে প্রিমিয়ার লিগে নজরকাড়া ফুটবল খেলেছেন এই পর্তুগিজ তরুণ ডিফেন্ডার । এবার আন্তর্জাতিক মঞ্চে নিজেকে চেনাতে চাইবেন বলে বাইচুং মনে করছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.