ETV Bharat / sports

সব চেষ্টা ব্যর্থ, প্রয়াত প্রাক্তন গোলরক্ষক প্রশান্ত ডোরা

তিনমাস ধরে জ্বরে ভুগছিলেন কলকাতা ময়দানের এই পরিচিত গোলরক্ষক ৷ তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছে দুই প্রধান ইস্টবেঙ্গল ও মোহনবাগান ৷

author img

By

Published : Jan 26, 2021, 4:24 PM IST

Updated : Jan 27, 2021, 3:20 PM IST

former-goalkeeper-prasanta-dora-passes-away
former-goalkeeper-prasanta-dora-passes-away

কলকাতা, 26 জানুয়ারি : চিকিৎসকদের দীর্ঘ লড়াই ব্যর্থ ৷ প্রয়াত জাতীয় দল ও কলকাতার তিন প্রধানে খেলা গোলরক্ষক প্রশান্ত ডোরা ৷ দুরারোগ্য হেমোফাগোসিটিক লিম্ফোহিস্টিওসাইটোসিস বা এইচএলএইচে ভুগছিলেন তিনি ৷ ভরতি ছিলেন রাজারহাটের একটি বেসরকারি হাসপাতালে ৷ আজ সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 42 বছরের প্রশান্ত ৷ তাঁর মৃত্যুতে ক্রীড়াজগতে শোকের ছায়া ৷

তিনমাস ধরে জ্বরে ভুগছিলেন কলকাতা ময়দানের এই পরিচিত গোলরক্ষক ৷ পরিস্থিতি জটিল হলে রাজারহাটের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় তাঁকে ৷ প্রাথমিক অবস্থায় রোগ নির্ণয় করা সম্ভব হয়নি ৷ পরে দেখা যায় তিনি এইচএলএইচ রোগে আক্রান্ত ৷ প্রশান্তকে বাঁচানোর জন্য O+ রক্তের প্রয়োজন হয়ে পড়েছিল ৷ রক্তের ব্যবস্থা থেকে হাসপাতালে ভরতিতে সাহায্য করেছিলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র ৷ দাদা হেমন্ত ডোরা এবং স্ত্রী সৌমি ডোরার সর্বোচ্চ চেষ্টা এবং অনুরাগীদের প্রার্থনাকে ব্যর্থ করে আজ দুপুর 1টা বেজে 40 মিনিট নাগাদ মারা যান তিনি ৷ রেখে গেলেন স্ত্রী ও 12 বছরের ছেলেকে ৷

আরও পড়ুন : মেয়েকে পদ্ম সম্মান উৎসর্গ করলেন মৌমা দাস

দাদার অনুসারী হয়ে খেলার মাঠে গোলরক্ষকের ভূমিকায় নেমেছিলেন প্রশান্ত । খ্যাতনামা গোলরক্ষক হেমন্ত ডোরার ভাই প্রশান্ত ছিলেন দলে অন্যতম বিশ্বাসের জায়গা । বাংলার সন্তোষ ট্রফি ছাড়া মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহমেডানে খেলেছেন সুনামের সঙ্গে । 1999 সালে প্রথম ভারতীয় দলে সুযোগ পান প্রশান্ত । পরবর্তীকালে সাফ কাপ, সাফ গেমসেও দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন তিনি । খেলার সূত্রেই রিজার্ভ ব্যাঙ্কে চাকরি পেয়েছিলেন । খেলা ছেড়ে দেওয়ার পর কমবয়সি ফুটবলারদের নিয়ে কাজ করছিলেন প্রশান্ত । কিন্তু কাজ শেষ করে যেতে পারলেন না ৷

প্রশান্তের প্রয়াণে মোহনবাগান ও ইস্টবেঙ্গল ক্লাবের তরফে শোকবার্তা দেওয়া হয়েছে ৷ মোহনবাগান ক্লাবের তরফে টুইটারে লেখা হয়, "প্রাক্তন মোহনবাগান এবং জাতীয় দলের গোলরক্ষক প্রশান্ত ডোরার অকাল প্রয়াণে আমরা শোকস্তব্ধ ৷ প্রথমে 2001 এবং পরে 2003 থেকে 2005 সাল পর্যন্ত মোহনবাগানের অংশ ছিলেন ৷ তেকাঠির নীচে তাঁর পারফরম্যান্সের জন্য 2003 সালে মোহনবাগান আইএফএ শিল্ড জিতেছিল ৷ ওর আত্মার শান্তি কামনা করি ৷"

  • We are deeply saddened by the untimely demise of former Mohun Bagan and Indian National team goalkeeper Prasanta Dora. He was part of Mohun Bagan in 2001 and then from 2003 to 05. His heroics under the bar helped #Mariners to win the 2003 IFA Shield

    Rest in Peace Prasanta Dora. pic.twitter.com/K4C5sdnuzB

    — Mohun Bagan (@Mohun_Bagan) January 26, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ইস্টবেঙ্গলের তরফে লেখা হয়েছে, "প্রাক্তন ভারতীয় গোলকিপার প্রশান্ত ডোরার মৃত্যুতে শোকজ্ঞাপন করছি ৷ তিন প্রধানে (ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহমেডান ) খেলা যে কয়েকজন খেলোয়াড় রয়েছেন তাদের মধ্যে একজন প্রশান্ত ৷"

  • We mourn the untimely demise of former Indian goalkeeper Prasanta Dora. He was one of the few players to have played for the 3 Kolkata giants (East Bengal, Mohun Bagan and Mohammedan).

    Picture Courtesy: JCT Football#ChhilamAchiThakbo pic.twitter.com/YPUYrQRUQz

    — SC East Bengal (@sc_eastbengal) January 26, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কলকাতা, 26 জানুয়ারি : চিকিৎসকদের দীর্ঘ লড়াই ব্যর্থ ৷ প্রয়াত জাতীয় দল ও কলকাতার তিন প্রধানে খেলা গোলরক্ষক প্রশান্ত ডোরা ৷ দুরারোগ্য হেমোফাগোসিটিক লিম্ফোহিস্টিওসাইটোসিস বা এইচএলএইচে ভুগছিলেন তিনি ৷ ভরতি ছিলেন রাজারহাটের একটি বেসরকারি হাসপাতালে ৷ আজ সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 42 বছরের প্রশান্ত ৷ তাঁর মৃত্যুতে ক্রীড়াজগতে শোকের ছায়া ৷

তিনমাস ধরে জ্বরে ভুগছিলেন কলকাতা ময়দানের এই পরিচিত গোলরক্ষক ৷ পরিস্থিতি জটিল হলে রাজারহাটের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় তাঁকে ৷ প্রাথমিক অবস্থায় রোগ নির্ণয় করা সম্ভব হয়নি ৷ পরে দেখা যায় তিনি এইচএলএইচ রোগে আক্রান্ত ৷ প্রশান্তকে বাঁচানোর জন্য O+ রক্তের প্রয়োজন হয়ে পড়েছিল ৷ রক্তের ব্যবস্থা থেকে হাসপাতালে ভরতিতে সাহায্য করেছিলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র ৷ দাদা হেমন্ত ডোরা এবং স্ত্রী সৌমি ডোরার সর্বোচ্চ চেষ্টা এবং অনুরাগীদের প্রার্থনাকে ব্যর্থ করে আজ দুপুর 1টা বেজে 40 মিনিট নাগাদ মারা যান তিনি ৷ রেখে গেলেন স্ত্রী ও 12 বছরের ছেলেকে ৷

আরও পড়ুন : মেয়েকে পদ্ম সম্মান উৎসর্গ করলেন মৌমা দাস

দাদার অনুসারী হয়ে খেলার মাঠে গোলরক্ষকের ভূমিকায় নেমেছিলেন প্রশান্ত । খ্যাতনামা গোলরক্ষক হেমন্ত ডোরার ভাই প্রশান্ত ছিলেন দলে অন্যতম বিশ্বাসের জায়গা । বাংলার সন্তোষ ট্রফি ছাড়া মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহমেডানে খেলেছেন সুনামের সঙ্গে । 1999 সালে প্রথম ভারতীয় দলে সুযোগ পান প্রশান্ত । পরবর্তীকালে সাফ কাপ, সাফ গেমসেও দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন তিনি । খেলার সূত্রেই রিজার্ভ ব্যাঙ্কে চাকরি পেয়েছিলেন । খেলা ছেড়ে দেওয়ার পর কমবয়সি ফুটবলারদের নিয়ে কাজ করছিলেন প্রশান্ত । কিন্তু কাজ শেষ করে যেতে পারলেন না ৷

প্রশান্তের প্রয়াণে মোহনবাগান ও ইস্টবেঙ্গল ক্লাবের তরফে শোকবার্তা দেওয়া হয়েছে ৷ মোহনবাগান ক্লাবের তরফে টুইটারে লেখা হয়, "প্রাক্তন মোহনবাগান এবং জাতীয় দলের গোলরক্ষক প্রশান্ত ডোরার অকাল প্রয়াণে আমরা শোকস্তব্ধ ৷ প্রথমে 2001 এবং পরে 2003 থেকে 2005 সাল পর্যন্ত মোহনবাগানের অংশ ছিলেন ৷ তেকাঠির নীচে তাঁর পারফরম্যান্সের জন্য 2003 সালে মোহনবাগান আইএফএ শিল্ড জিতেছিল ৷ ওর আত্মার শান্তি কামনা করি ৷"

  • We are deeply saddened by the untimely demise of former Mohun Bagan and Indian National team goalkeeper Prasanta Dora. He was part of Mohun Bagan in 2001 and then from 2003 to 05. His heroics under the bar helped #Mariners to win the 2003 IFA Shield

    Rest in Peace Prasanta Dora. pic.twitter.com/K4C5sdnuzB

    — Mohun Bagan (@Mohun_Bagan) January 26, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ইস্টবেঙ্গলের তরফে লেখা হয়েছে, "প্রাক্তন ভারতীয় গোলকিপার প্রশান্ত ডোরার মৃত্যুতে শোকজ্ঞাপন করছি ৷ তিন প্রধানে (ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহমেডান ) খেলা যে কয়েকজন খেলোয়াড় রয়েছেন তাদের মধ্যে একজন প্রশান্ত ৷"

  • We mourn the untimely demise of former Indian goalkeeper Prasanta Dora. He was one of the few players to have played for the 3 Kolkata giants (East Bengal, Mohun Bagan and Mohammedan).

    Picture Courtesy: JCT Football#ChhilamAchiThakbo pic.twitter.com/YPUYrQRUQz

    — SC East Bengal (@sc_eastbengal) January 26, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
Last Updated : Jan 27, 2021, 3:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.