ETV Bharat / sports

মহমেডান ক্লাবের সচিব পদে দীপেন্দু বিশ্বাস ? - মহমেডান ক্লাবের সচিব পদে দীপেন্দু বিশ্বাস !

মহমেডানের সচিব পদে দৌড়ে প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস । এই প্রথম সংখ্যালঘু সম্প্রদায়ের বাইরে কেউ মহমেডানের সচিব পদে বসতে চলেছেন ।

dipendu biswas
দীপেন্দু বিশ্বাস
author img

By

Published : Jun 22, 2020, 7:56 AM IST

কলকাতা, 22 জুন: সংস্কার ভেঙে নতুন দিনের খোঁজে মহমেডান স্পোর্টিং । 129 বছরের পুরানো ক্লাব হয়ত পেতে চলেছে সংখ্যালঘু সম্প্রদায়ের বাইরের কোনও সচিব। মহমেডান ক্লাবের নতুন সচিব হতে পারেন প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস ।

বর্তমানে মহমেডানের সচিব পদে রয়েছেন কামারুদ্দিন । ক্লাব প্রশাসনে দীর্ঘদিন ধরে যুক্ত তিনি। প্রয়াত সচিব সুলতান আহমেদের পর ধীরে ধীরে সচিবের পদে উঠে এসেছিলেন কামারুদ্দিন । ক্লাবের অচলাবস্থায় অর্থ এবং শ্রম দিয়ে পাশে দাঁড়িয়েছেন । ক্লাবের ম্যাচ থাকলে মাঠের ধারে বসে দলের খেলা দেখতেন । শতাব্দী প্রাচীন ক্লাবকে নতুনভাবে তুলে ধরতে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন । তার মাঝেই মহমেডান তার পুরানো সংস্কার থেকে একটু একটু করে বেরিয়ে আসছিল । প্রশাসনিক স্তরে প্রাক্তন ফুটবলার এবং বসিরহাট দক্ষিণের বিধায়ক দীপেন্দু বিশ্বাসকে জায়গা দেওয়া সেই বেরিয়ে আসারই ইঙ্গিত ছিল । দীপেন্দু শুধু ভাইস প্রেসিডেন্ট হয়ে পদ অলংকৃত করেননি, ফুটবল দলের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে মাঠে নেমে হাতে কলমে কাজ করেছেন । এমনকী দলের ছোটো বড় সমস্যায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ।

অন্যদিকে মহমেডান ক্লাবের প্রশাসনে এখন নতুনদের উপস্থিতি । প্রয়াত হয়েছেন সুলতান আহমেদ, ইকবাল আহমেদ অসুস্থ, ইস্তেয়াক আহমেদ এখন নিজের কাজে ব্যস্ত । ফলে সুলতান আহমেদের দুই পুত্র তাহা আহমেদ এবং শারিক আহমেদের হাতে ক্লাবের প্রশাসনিক ব্যাটন রয়েছে । সহ সচিব তাহা এবং ফুটবল সচিব শারিক ব্যক্তিগতভাবে দীপেন্দুকে পছন্দ করেন । তাঁদের পারস্পরিক বন্ধুত্বের সম্পর্ক ক্লাবের অভ্যন্তরীণ পরিবেশে একটা খোলা বাতাস নিয়ে এসেছে । লকডাউনের মধ্যে একান্ত বৈঠকে বর্তমান সচিব কামারুদ্দিনের উপস্থিতিতে দীপেন্দুকে সচিব করার প্রস্তাব দেওয়া হয় । তবে ক্লাবের গঠনতন্ত্রে সংখ্যালঘু সম্প্রদায়ের বাইরের কোনও ব্যক্তির সচিব হওয়ার নিয়ম আছে কি না তা দেখতে হবে । কর্তারা ইতিমধ্যে বিষয়টি নিয়ে আলোচনা করছেন । প্রাক্তন ফুটবল সচিব ইস্তেয়াক রাজু আহমেদ বলেছেন, "এটা খেলার মাঠ । স্পোর্টস ফিল্ডে কোনও গোষ্ঠী বিন্যাস চলে না । আর আমাদের ক্লাবের গঠনতন্ত্রে সংখ্যালঘু সম্প্রদায়ের বাইরের মানুষ সচিব হতে পারবেন না এমন কথা নেই । আমাদের ক্রিকেট সচিব সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত নন । অতীতে ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হয়েছেন সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় । অমর সিং আমাদের সঙ্গে ছিলেন । এটা মাদ্রাসা কিংবা অন্য প্রতিষ্ঠান নয় । খেলার মাঠে খেলাই ধর্ম । অন্য কিছু নয় । দীপেন্দুর নাম প্রস্তাব দেওয়া হয়েছে । তবে চূড়ান্ত হয়নি । লকডাউন শেষ হলে বৈঠক হবে । সেখানেই ঠিক হবে ।"

যাকে নিয়ে নিয়মের এত কচকচানি সেই দীপেন্দু বিশ্বাস তাঁর বিধানসভা এলাকা দক্ষিণ বসিরহাটে ত্রাণের কাজে ব্যস্ত । কোরোনা ভাইরাসের প্রকোপ এবং আমফানের ধাক্কা সামলাতে সকাল থেকে দৌড়ে বেড়াচ্ছেন । গত নব্বই দিন ধরে সুন্দরবন লাগোয়া বাউনিয়া দ্বীপ, সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ, ধামাখালি, হাসনাবাদ অঞ্চলে ত্রাণ ও ভেঙে পড়া বাড়িঘর মেরামতির কাজে ব্যস্ত দীপেন্দু ।

কলকাতা, 22 জুন: সংস্কার ভেঙে নতুন দিনের খোঁজে মহমেডান স্পোর্টিং । 129 বছরের পুরানো ক্লাব হয়ত পেতে চলেছে সংখ্যালঘু সম্প্রদায়ের বাইরের কোনও সচিব। মহমেডান ক্লাবের নতুন সচিব হতে পারেন প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস ।

বর্তমানে মহমেডানের সচিব পদে রয়েছেন কামারুদ্দিন । ক্লাব প্রশাসনে দীর্ঘদিন ধরে যুক্ত তিনি। প্রয়াত সচিব সুলতান আহমেদের পর ধীরে ধীরে সচিবের পদে উঠে এসেছিলেন কামারুদ্দিন । ক্লাবের অচলাবস্থায় অর্থ এবং শ্রম দিয়ে পাশে দাঁড়িয়েছেন । ক্লাবের ম্যাচ থাকলে মাঠের ধারে বসে দলের খেলা দেখতেন । শতাব্দী প্রাচীন ক্লাবকে নতুনভাবে তুলে ধরতে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন । তার মাঝেই মহমেডান তার পুরানো সংস্কার থেকে একটু একটু করে বেরিয়ে আসছিল । প্রশাসনিক স্তরে প্রাক্তন ফুটবলার এবং বসিরহাট দক্ষিণের বিধায়ক দীপেন্দু বিশ্বাসকে জায়গা দেওয়া সেই বেরিয়ে আসারই ইঙ্গিত ছিল । দীপেন্দু শুধু ভাইস প্রেসিডেন্ট হয়ে পদ অলংকৃত করেননি, ফুটবল দলের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে মাঠে নেমে হাতে কলমে কাজ করেছেন । এমনকী দলের ছোটো বড় সমস্যায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ।

অন্যদিকে মহমেডান ক্লাবের প্রশাসনে এখন নতুনদের উপস্থিতি । প্রয়াত হয়েছেন সুলতান আহমেদ, ইকবাল আহমেদ অসুস্থ, ইস্তেয়াক আহমেদ এখন নিজের কাজে ব্যস্ত । ফলে সুলতান আহমেদের দুই পুত্র তাহা আহমেদ এবং শারিক আহমেদের হাতে ক্লাবের প্রশাসনিক ব্যাটন রয়েছে । সহ সচিব তাহা এবং ফুটবল সচিব শারিক ব্যক্তিগতভাবে দীপেন্দুকে পছন্দ করেন । তাঁদের পারস্পরিক বন্ধুত্বের সম্পর্ক ক্লাবের অভ্যন্তরীণ পরিবেশে একটা খোলা বাতাস নিয়ে এসেছে । লকডাউনের মধ্যে একান্ত বৈঠকে বর্তমান সচিব কামারুদ্দিনের উপস্থিতিতে দীপেন্দুকে সচিব করার প্রস্তাব দেওয়া হয় । তবে ক্লাবের গঠনতন্ত্রে সংখ্যালঘু সম্প্রদায়ের বাইরের কোনও ব্যক্তির সচিব হওয়ার নিয়ম আছে কি না তা দেখতে হবে । কর্তারা ইতিমধ্যে বিষয়টি নিয়ে আলোচনা করছেন । প্রাক্তন ফুটবল সচিব ইস্তেয়াক রাজু আহমেদ বলেছেন, "এটা খেলার মাঠ । স্পোর্টস ফিল্ডে কোনও গোষ্ঠী বিন্যাস চলে না । আর আমাদের ক্লাবের গঠনতন্ত্রে সংখ্যালঘু সম্প্রদায়ের বাইরের মানুষ সচিব হতে পারবেন না এমন কথা নেই । আমাদের ক্রিকেট সচিব সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত নন । অতীতে ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হয়েছেন সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় । অমর সিং আমাদের সঙ্গে ছিলেন । এটা মাদ্রাসা কিংবা অন্য প্রতিষ্ঠান নয় । খেলার মাঠে খেলাই ধর্ম । অন্য কিছু নয় । দীপেন্দুর নাম প্রস্তাব দেওয়া হয়েছে । তবে চূড়ান্ত হয়নি । লকডাউন শেষ হলে বৈঠক হবে । সেখানেই ঠিক হবে ।"

যাকে নিয়ে নিয়মের এত কচকচানি সেই দীপেন্দু বিশ্বাস তাঁর বিধানসভা এলাকা দক্ষিণ বসিরহাটে ত্রাণের কাজে ব্যস্ত । কোরোনা ভাইরাসের প্রকোপ এবং আমফানের ধাক্কা সামলাতে সকাল থেকে দৌড়ে বেড়াচ্ছেন । গত নব্বই দিন ধরে সুন্দরবন লাগোয়া বাউনিয়া দ্বীপ, সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ, ধামাখালি, হাসনাবাদ অঞ্চলে ত্রাণ ও ভেঙে পড়া বাড়িঘর মেরামতির কাজে ব্যস্ত দীপেন্দু ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.