ETV Bharat / sports

পিকে-র অবস্থা সঙ্কটজনক, হাসপাতালে গেলেন অরূপ বিশ্বাস - পিকে বন্দ্যোপাধ্যায়ের শারিরীক অবস্থার অবনতি

সোমবার বিকেল থেকে শারীরিক অবস্থা আশঙ্কাজনক প্রাক্তন ফুটবলার পিকে বন্দ্যোপাধ্যায়ের ৷

pk-bannerjee
পিকে
author img

By

Published : Mar 16, 2020, 11:53 PM IST

Updated : Mar 17, 2020, 1:44 AM IST

কলকাতা, 16 মার্চ: ফুটবল কিংবদন্তি পিকে বন্দ্যোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতি আরও সংকটজনক ৷ সোমবার বিকেল থেকে তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি ঘটে ৷ খবর পেয়ে হাসপাতালে ছুটে যান রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ৷

সোমবার রাতে প্রখ্যাত ফুটবলার প্রদীপকুমার বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থার আরও অবনতি হয় । শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা । গত 7 ফেব্রুয়ারি থেকে মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে । শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত 2 মার্চ থেকে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয় ।

ওই বেসরকারি হাসপাতালের তরফে সোমবার রাতে জানানো হয়, ভেন্টিলেশনের সাপোর্ট থাকা সত্ত্বেও রাতের দিকে প্রাক্তন ফুটবলারের শারীরিক অবস্থার অবনতি হয় । তাঁকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করছেন। তবে শেষ পাওয়া খবর পর্যন্ত পিকে বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থা অতি সঙ্কটজনক ৷

অন্যদিকে এই ফুটবলারের শারীরিক অবস্থার অবনতির খবর পেয়ে সোমবার রাতে হাসপাতালে যান মন্ত্রী অরূপ বিশ্বাস ও সুজিত বসু । হাসপাতালে ছিলেন ফুটবলারের ভাই সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় । মন্ত্রী অরূপ বিশ্বাস জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তাঁরা কিংবদন্তি ফুটবলারের পরিবারের পাশে রয়েছেন । তিনি আরও বলেন, "আমরা এখনও চেষ্টায় আছি । লড়াই চালিয়ে যাচ্ছি।"

হাসপাতালে অরূপ বিশ্বাস

সোমবার রাতে প্রাক্তন ফুটবলারের শারীরিক অবস্থার নিয়ে বেসরকারি হাসপাতালের চিকিৎসক কুণাল সরকার বলেন, "সোমবার সন্ধ্যার পর থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে । পরিস্থিতি এখনও আশঙ্কাজনক ।" তিনি বলেন, "আমরা এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছি । তবে পরিস্থিতি ভালো নয় । আমরা সবাই তাঁকে নিয়ে চিন্তিত ।" চিকিৎসক আরও জানান, "প্রবীণ ফুটবলারের ফুসফুসের সমস্যা ছিল । আগেই তিনি হৃদরোগেও আক্রান্ত হয়েছিলেন। পারকিনসন্সের সমস্যাও রয়েছে । এর আগে শ্বাসকষ্টের সমস্যা বেড়ে যাওয়ায় দু’সপ্তাহ আগে তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছিল।"

কলকাতা, 16 মার্চ: ফুটবল কিংবদন্তি পিকে বন্দ্যোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতি আরও সংকটজনক ৷ সোমবার বিকেল থেকে তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি ঘটে ৷ খবর পেয়ে হাসপাতালে ছুটে যান রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ৷

সোমবার রাতে প্রখ্যাত ফুটবলার প্রদীপকুমার বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থার আরও অবনতি হয় । শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা । গত 7 ফেব্রুয়ারি থেকে মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে । শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত 2 মার্চ থেকে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয় ।

ওই বেসরকারি হাসপাতালের তরফে সোমবার রাতে জানানো হয়, ভেন্টিলেশনের সাপোর্ট থাকা সত্ত্বেও রাতের দিকে প্রাক্তন ফুটবলারের শারীরিক অবস্থার অবনতি হয় । তাঁকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করছেন। তবে শেষ পাওয়া খবর পর্যন্ত পিকে বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থা অতি সঙ্কটজনক ৷

অন্যদিকে এই ফুটবলারের শারীরিক অবস্থার অবনতির খবর পেয়ে সোমবার রাতে হাসপাতালে যান মন্ত্রী অরূপ বিশ্বাস ও সুজিত বসু । হাসপাতালে ছিলেন ফুটবলারের ভাই সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় । মন্ত্রী অরূপ বিশ্বাস জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তাঁরা কিংবদন্তি ফুটবলারের পরিবারের পাশে রয়েছেন । তিনি আরও বলেন, "আমরা এখনও চেষ্টায় আছি । লড়াই চালিয়ে যাচ্ছি।"

হাসপাতালে অরূপ বিশ্বাস

সোমবার রাতে প্রাক্তন ফুটবলারের শারীরিক অবস্থার নিয়ে বেসরকারি হাসপাতালের চিকিৎসক কুণাল সরকার বলেন, "সোমবার সন্ধ্যার পর থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে । পরিস্থিতি এখনও আশঙ্কাজনক ।" তিনি বলেন, "আমরা এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছি । তবে পরিস্থিতি ভালো নয় । আমরা সবাই তাঁকে নিয়ে চিন্তিত ।" চিকিৎসক আরও জানান, "প্রবীণ ফুটবলারের ফুসফুসের সমস্যা ছিল । আগেই তিনি হৃদরোগেও আক্রান্ত হয়েছিলেন। পারকিনসন্সের সমস্যাও রয়েছে । এর আগে শ্বাসকষ্টের সমস্যা বেড়ে যাওয়ায় দু’সপ্তাহ আগে তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছিল।"

Last Updated : Mar 17, 2020, 1:44 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.