কলকাতা, 29 জুলাই : 29 জুলাই ৷ ময়দানে মোহনবাগান দিবস নামেই বেশি পরিচিত ৷ 1911 সালে এই 29 জুলাইয়ে পরাধীন ভারতের 11 জন দামাল ছেলে ব্রিটিশদেজর বিরুদ্ধে খালি পায়ে লড়াই করে দেখিয়েছিল ইংরেজদেরও হারানো সম্ভব ৷ ইস্ট ইয়র্ক দলকে হারিয়ে মোহনবাগানের জয় স্বাধীনতা লড়াই হিসেবেই দেখেছিল কোটি কোটি ভারতীয় ৷ সেই থেকেই 29 জুলাই মোহনবাগান দিবস হিসেবে পালিত হয় ৷ এবার সেই মোহনবাগান দিবসে শুভেচ্ছা জানাল বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা ৷
নিউইয়র্কের টাইম স্ক্যায়ারের বিলবোর্ডে মোহনবাগানের গর্বের ইতিহাস শোভা পেয়েছে ৷ আর তা নিয়েই টুইট করেছে ফিফা । বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থার টুইটে লিখেছে, ‘‘যখন গগনচুম্বী মর্যাদা ও ঝকঝকে সৌন্দর্যের এক বিলবোর্ড তৈরি করা হয়েছে নিউ ইয়র্কের টাইম স্ক্যায়ারে, তখন বলতেই হয়, মোহনবাগান কেবলমাত্র একটা ক্লাব নয়, ক্লাবের থেকেও বড় কিছু । শুভ মোহনবাগান দিবস 2020 ৷ বিশ্বের অন্যতম সমর্থক সমর্থিত ক্লাব ৷’’
-
🤩 When you make a billboard of skyscraping prestige & dazzling beauty at @TimesSquareNYC, you know you have become way more than just a club 👏
— FIFA.com (@FIFAcom) July 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
🇮🇳 Happy #MohunBaganDay2020 to one of the most passionately-supported clubs on the planet 🌏 pic.twitter.com/jXSwJFMCzo
">🤩 When you make a billboard of skyscraping prestige & dazzling beauty at @TimesSquareNYC, you know you have become way more than just a club 👏
— FIFA.com (@FIFAcom) July 29, 2020
🇮🇳 Happy #MohunBaganDay2020 to one of the most passionately-supported clubs on the planet 🌏 pic.twitter.com/jXSwJFMCzo🤩 When you make a billboard of skyscraping prestige & dazzling beauty at @TimesSquareNYC, you know you have become way more than just a club 👏
— FIFA.com (@FIFAcom) July 29, 2020
🇮🇳 Happy #MohunBaganDay2020 to one of the most passionately-supported clubs on the planet 🌏 pic.twitter.com/jXSwJFMCzo
কোরোনা পরিস্থিতিতে মোহনবাগান দিবসের অনুষ্ঠান করা সম্ভব হয়নি ৷ তাই ডিজিটাল মাধ্যমে পালন করা হল মোহনবাগান দিবস ৷ বুধবার সকালে মোহনবাগান সচিব সৃঞ্জয় বসু ও অর্থ সচিব দেবাশিস দত্ত ময়দানের গোষ্ঠ পালের মুর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান । মোহনবাগান অ্যাথলেটিক্স ক্লাবের প্রেসিডেন্ট স্বপনসাধন (টুটু) বসু বক্তব্য পেশ করেন । সেখানে তিনি আই লিগ জয়ের আনন্দ কঠিন সময়ে না করতে পারার আক্ষেপ রয়েছে, তেমনই নতুন বছরে আরও ভালো ফল করার প্রতিশ্রুতিও রয়েছে ।
মোহনবাগান রত্ন সম্মান বুধবার সকালে পলাশ নন্দীর হাতে তুলে দেওয়া হয় । আর এক মোহনবাগান রত্ন গুরুবক্স সিং এই মুহূর্তে শহরের বাইরে, গুরগাঁওয়ে ছেলের কাছে রয়েছেন । তাই উপস্থিত হতে পারেননি । জীবনকৃতী সম্মান প্রাক্তন ফুটবলার প্রণব গঙ্গোপাধ্যায়, বিশ্বকাপজয়ী ভারতীয় হকি দলের অধিনায়ক অশোককুমার, প্রাক্তন অ্যাথলিট মনোরঞ্জন পোড়েলকে দেওয়া হয় ।