ETV Bharat / sports

Tokyo Olympics 2020 : অলিম্পিক্সে ফুটবল রোস্টারের পরিবর্তন নিশ্চিত করল ফিফা - টোকিও অলিম্পিক্স 2020

নতুন রোস্টার অনুযায়ী 22 জন ফুটবলারকেই ঘুরিয়ে ফিরিয়ে খেলাতে পারবেন কোচ ৷ করোনা ভাইরাস প্যানডেমিকের কথা মাথায় রেখে এই নতুন নিয়ম এনেছে ইন্টারন্যাশনাল অলিম্পিক্স কমিটি ৷

ফুটবল রোস্টারের পরিবর্তন নিশ্চিত করল ফিফা
ফুটবল রোস্টারের পরিবর্তন নিশ্চিত করল ফিফা
author img

By

Published : Jul 2, 2021, 4:33 PM IST

ওয়াশিংটন, 2 জুলাই : আঠারো নয় অলিম্পিক্সে 22 জন করে ফুটবলার রাখতে পারবে ফুটবল দলগুলি ৷ অলিম্পিক্সে ফুটবল রোস্টারে এই পরিবর্তনের কথা নিশ্চিত করল বিশ্ব ফুটবল নিয়ামক সংস্থা ফিফা ৷

প্রথামতো অলিম্পিক্স রোস্টারে 18জন ফুটবলার ও 4 জন পরিবর্ত হিসেবে ব্যবহার করা যেত ৷ এই পরিবর্ত ফুটবলার তখনই ব্যবহার করা যেত যদি কোনও ফুটবলার চোট পেতেন ৷ একবার পরিবর্তন করলে সেই ফুটবলার দ্বিতীয়বার ফিরতে পারবেন না ৷

বর্তমানে নতুন রোস্টার অনুযায়ী 22 জন ফুটবলারকেই ঘুরিয়ে ফিরিয়ে খেলাতে পারবেন কোচ ৷ করোনা ভাইরাস প্যানডেমিকের কথা মাথায় রেখে এই নতুন নিয়ম এনেছে ইন্টারন্যাশনাল অলিম্পিক্স কমিটি ৷

সংবাদ সংস্থা এপি-কে দেওয়া এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, ‘‘ টোকিও অলিম্পিক্স 2020-র ফুটবল টুর্নামেন্টে পরিবর্ত ফুটবলারদের অংশগ্রহণ নিয়ে আইওএ নমনীয় পদক্ষেপ করছে ৷ ফলে যোগদানকারী দলগুলি প্রতি ম্যাচে দলে পরিবর্তন করতে পারবে ৷ তবে শুরুর তালিকায় 18 জন ফুটবলাররেই নাম থাকবে ৷ কিন্তু দলগুলি মোট 22 জন ফুটবলার থেকে প্রতি ম্যাচের প্রথম এগারো তৈরি করতে পারবে ৷ তবে আইওএ জানিয়েছে এই নিয়মটি শুধু মাত্র এইবারের অলিম্পিক্সের জন্য ৷’’

আরও পড়ুন : কোহলি-জেমিসনের বিখ্যাত ডিউক বলের কাহিনী, সত্যি নাকি গালগল্প ?

নতুন রোস্টারে কোচদের দল নির্বাচনে আরও সুবিধা হবে ৷ কারণ এতদিন মোট 18 জনের মধ্য থেকে বাছতে হত ৷ কিন্তু নতুন রোস্টারে আরও চারজন ফুটবলার পাবেন তাঁরা ৷ কারণ দুটি ম্যাচের মধ্যে বিরতি খুব অল্প ৷ তাই ফুটবলারদের পরিবর্তন করে খেলাতে পারবেন কোচরা ৷

ওয়াশিংটন, 2 জুলাই : আঠারো নয় অলিম্পিক্সে 22 জন করে ফুটবলার রাখতে পারবে ফুটবল দলগুলি ৷ অলিম্পিক্সে ফুটবল রোস্টারে এই পরিবর্তনের কথা নিশ্চিত করল বিশ্ব ফুটবল নিয়ামক সংস্থা ফিফা ৷

প্রথামতো অলিম্পিক্স রোস্টারে 18জন ফুটবলার ও 4 জন পরিবর্ত হিসেবে ব্যবহার করা যেত ৷ এই পরিবর্ত ফুটবলার তখনই ব্যবহার করা যেত যদি কোনও ফুটবলার চোট পেতেন ৷ একবার পরিবর্তন করলে সেই ফুটবলার দ্বিতীয়বার ফিরতে পারবেন না ৷

বর্তমানে নতুন রোস্টার অনুযায়ী 22 জন ফুটবলারকেই ঘুরিয়ে ফিরিয়ে খেলাতে পারবেন কোচ ৷ করোনা ভাইরাস প্যানডেমিকের কথা মাথায় রেখে এই নতুন নিয়ম এনেছে ইন্টারন্যাশনাল অলিম্পিক্স কমিটি ৷

সংবাদ সংস্থা এপি-কে দেওয়া এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, ‘‘ টোকিও অলিম্পিক্স 2020-র ফুটবল টুর্নামেন্টে পরিবর্ত ফুটবলারদের অংশগ্রহণ নিয়ে আইওএ নমনীয় পদক্ষেপ করছে ৷ ফলে যোগদানকারী দলগুলি প্রতি ম্যাচে দলে পরিবর্তন করতে পারবে ৷ তবে শুরুর তালিকায় 18 জন ফুটবলাররেই নাম থাকবে ৷ কিন্তু দলগুলি মোট 22 জন ফুটবলার থেকে প্রতি ম্যাচের প্রথম এগারো তৈরি করতে পারবে ৷ তবে আইওএ জানিয়েছে এই নিয়মটি শুধু মাত্র এইবারের অলিম্পিক্সের জন্য ৷’’

আরও পড়ুন : কোহলি-জেমিসনের বিখ্যাত ডিউক বলের কাহিনী, সত্যি নাকি গালগল্প ?

নতুন রোস্টারে কোচদের দল নির্বাচনে আরও সুবিধা হবে ৷ কারণ এতদিন মোট 18 জনের মধ্য থেকে বাছতে হত ৷ কিন্তু নতুন রোস্টারে আরও চারজন ফুটবলার পাবেন তাঁরা ৷ কারণ দুটি ম্যাচের মধ্যে বিরতি খুব অল্প ৷ তাই ফুটবলারদের পরিবর্তন করে খেলাতে পারবেন কোচরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.