ETV Bharat / sports

বাতিল 2021 অনূর্ধ্ব 17 মহিলা ফুটবল বিশ্বকাপ - বিশ্বকাপ

2021 সালের অনূর্ধ্ব 17 মহিলা ফুটবল বিশ্বকাপের আসর বসার কথা ছিল ভারতে ৷ কিন্তু সেই বিশ্বকাপ বাতিল হওয়ায় ভারত 2022 সালের বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেল ৷ কোরোনা প্রকোপ এখনও রয়েছে ৷ সেকথা মাথায় রেখেই বিউরো অফ FIFA কাউন্সিল এই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে ৷

2021 অনূর্ধ্ব 17 মহিলা ফুটবল বিশ্বকাপ
2021 অনূর্ধ্ব 17 মহিলা ফুটবল বিশ্বকাপ
author img

By

Published : Nov 18, 2020, 1:24 PM IST

দিল্লি, 18 নভেম্বর : বাতিল করা হল অনূর্ধ্ব 17 মহিলা ফুটবল বিশ্বকাপ 2021 ৷ কোরোনা সংক্রমণের ফলে প্রথমে স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ৷ মঙ্গলবার FIFA 2021-র অনূর্ধ্ব 17 ফুটবল বিশ্বকাপ বাতিলের কথা ঘোষণা করে ৷

2021 সালের অনূর্ধ্ব 17 মহিলা ফুটবল বিশ্বকাপের আসর বসার কথা ছিল ভারতে ৷ কিন্তু সেই বিশ্বকাপ বাতিল হওয়ায় ভারত 2022 সালের বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেল ৷ কোরোনা প্রকোপ এখনও রয়েছে ৷ সেকথা মাথায় রেখেই বিউরো অফ FIFA কাউন্সিল এই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে ৷

একটি বিবৃতি দিয়ে FIFA-র তরফে জানানো হয়, ‘‘ এরপর এই টুর্নামেন্টগুলি আর স্থগিত রাখা সম্ভব নয় ৷ FIFA কনফেডারেশনের কোভিড-19 এর দলের তরফে 2020 সালের মহিলাদের দুটি যুব টুর্নামেন্ট বাতিল করার পরামর্শ দেয় ৷ এছাড়া 2022 সালে এই টুর্নামেন্টগুলির আয়োজনের দায়িত্ব 2020 সালের আয়োজকদের দেওয়ার সুপারিশ করে ৷’’

2022 সালের টুর্নামেন্ট আয়োজক সদস্যদের সঙ্গে আলোচনায় বসে FIFA ৷ তারপরই 2022 সালের অনূর্ধ্ব 20 মহিলা বিশ্বকাপ কোস্টারিকা ও অনূর্ধ্ব 17 মহিলা বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দেওয়া হয় ভারতকে ৷

চলতি বছরের নভেম্বরে আয়োজনের কথা ছিল ৷ কিন্তু কোরোনা সংক্রমণের কারণে আগামী বছরের ফেব্রুয়ারি ও মার্চ পর্যন্ত সেগুলি স্থগিত রাখা হয় ৷ কিন্তু মঙ্গলবার পরিস্থিতি বিচার করে টুর্নামেন্টটি বাতিল করার সিদ্ধান্ত নেয় FIFA ৷

দিল্লি, 18 নভেম্বর : বাতিল করা হল অনূর্ধ্ব 17 মহিলা ফুটবল বিশ্বকাপ 2021 ৷ কোরোনা সংক্রমণের ফলে প্রথমে স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ৷ মঙ্গলবার FIFA 2021-র অনূর্ধ্ব 17 ফুটবল বিশ্বকাপ বাতিলের কথা ঘোষণা করে ৷

2021 সালের অনূর্ধ্ব 17 মহিলা ফুটবল বিশ্বকাপের আসর বসার কথা ছিল ভারতে ৷ কিন্তু সেই বিশ্বকাপ বাতিল হওয়ায় ভারত 2022 সালের বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেল ৷ কোরোনা প্রকোপ এখনও রয়েছে ৷ সেকথা মাথায় রেখেই বিউরো অফ FIFA কাউন্সিল এই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে ৷

একটি বিবৃতি দিয়ে FIFA-র তরফে জানানো হয়, ‘‘ এরপর এই টুর্নামেন্টগুলি আর স্থগিত রাখা সম্ভব নয় ৷ FIFA কনফেডারেশনের কোভিড-19 এর দলের তরফে 2020 সালের মহিলাদের দুটি যুব টুর্নামেন্ট বাতিল করার পরামর্শ দেয় ৷ এছাড়া 2022 সালে এই টুর্নামেন্টগুলির আয়োজনের দায়িত্ব 2020 সালের আয়োজকদের দেওয়ার সুপারিশ করে ৷’’

2022 সালের টুর্নামেন্ট আয়োজক সদস্যদের সঙ্গে আলোচনায় বসে FIFA ৷ তারপরই 2022 সালের অনূর্ধ্ব 20 মহিলা বিশ্বকাপ কোস্টারিকা ও অনূর্ধ্ব 17 মহিলা বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দেওয়া হয় ভারতকে ৷

চলতি বছরের নভেম্বরে আয়োজনের কথা ছিল ৷ কিন্তু কোরোনা সংক্রমণের কারণে আগামী বছরের ফেব্রুয়ারি ও মার্চ পর্যন্ত সেগুলি স্থগিত রাখা হয় ৷ কিন্তু মঙ্গলবার পরিস্থিতি বিচার করে টুর্নামেন্টটি বাতিল করার সিদ্ধান্ত নেয় FIFA ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.