জ়ুরিখ, ১৯ মার্চ : বিশ্বজুড়ে কোরোনা আতঙ্ক । আর তার জেরেই ফুটবল ক্লাব বিশ্বকাপ আপাতত স্থগিত রাখল FIFA । সপ্তাহের শুরুর দিকেই ইউরো কাপ ও কোপা অ্যামেরিকা সামনের বছর পর্যন্ত স্থগিত করে রাখার সিদ্ধান্ত নেওয়া হয় ।
স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্স করে UEFA । তাপরই এই সিদ্ধান্ত নেওয়া হয় । FIFA -র তরফে একটি বিবৃতি দেওয়া হয় । সেই বিবৃতিতে বলা হয় FIFA শীঘ্রই কোপা অ্যামেরিকা ও UEFA ইউরো কাপের দিনক্ষণ ঘোষণা করা হবে । তারপরই তারাই ঠিক করবে ২০২১ সালের কবে ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ।
কোরোনা ভাইরাস ফুটবল সূচির উপরও প্রভাব ফেলেছে। ইউরো ও কোপা অ্যামেরিকা সামনের বছর পর্যন্ত স্থগিত করে দিতে হয়েছে আয়োজকদের । এছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ লিগ, যেমন লা-লিগা, প্রিমিয়ার লিগ, সিরি-A ও বুন্দেশলিগা সাময়িকভাবে স্থগিত করে রাখা হয়েছে ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু ইতিমধ্যে ইউরোপকে কোরোনা ভাইরাসের নতুন কেন্দ্র, বলে ঘোষণা করেছে ।