ETV Bharat / sports

ভারতীয় দলের কোচের দৌড়ে রয়েছেন বিশ্বকাপারও - indian football team

শ্যাম থাপা জানিয়েছেন চলতি মাসের আট বা নয় মে তারা চারজন কোচের ইন্টারভিউ নেবেন । তারপর সিদ্ধান্ত ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটির কাছে পাঠিয়ে দেওয়া হবে শিলমোহর দেওয়ার জন্য ।

aiff
author img

By

Published : May 5, 2019, 2:51 PM IST

কলকাতা, 5 মে : ভারতীয় ফুটবল দলের কোচ নির্বাচনের দৌড়ে চতুর্মুখী লড়াইয়ের সম্ভবনা । ফেডারেশনের টেকনিকাল কমিটি যে তালিকা চূড়ান্ত করেছে তাতে দক্ষিণ কোরিয়ার দু'বারের বিশ্বকাপার লি মিন সাং যেমন রয়েছেন তেমনই আছেন বেঙ্গালুরু FC-র প্রাক্তন কোচ অ্যালবার্তো রোকা । এছাড়াও ক্রোয়েশিয়ার জাতীয় দলের প্রাক্তন কোচ ইগর স্টিমাক ও সুইডেনের প্রাক্তন কোচ হাকান এরিকসন ।

ফেডারেশনের টেকনিকাল কমিটির প্রধান শ্যাম থাপা জানিয়েছেন চলতি মাসের আট বা নয় মে তারা চারজন কোচের ইন্টারভিউ নেবেন । তারপর সিদ্ধান্ত ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটির কাছে পাঠিয়ে দেওয়া হবে শিলমোহর দেওয়ার জন্য ।

কিংস কাপে ভারতীয় দল পাঁচ ও আট জুন ম্যাচ খেলবে । তার আগে চলতি মাসের তৃতীয় সপ্তাহে সুনীল ছেত্রীদের প্রস্তুতি শিবির হবে । ফেডারেশন নতুন কোচের অধীনে প্রস্তুতি শিবির করাতে চায় । কিংস কাপেও ভারতীয় দলের ডাগ আউটে নতুন কোচকে দেখতে চান । স্টিফেন কনস্ট্যানটাইনের কোচিংয়ে ভারতীয় দল AFC কাপে ভালো পারফরম্যান্স করা ছাড়াও 13 টি ম্যাচ অপরাজিত ছিল । ভারতীয় দলের কোচ হওয়ার জন্য 250 জন কোচ আবেদন করেছিলেন । আবেদন প্রার্থীর সেই তালিকায় ফ্রান্সের বিশ্বকাপ জয়ী রেমন্ড দোমেনিক ছিলেন । ছিলেন ইংল্যান্ডের প্রাক্তন কোচ স্বেন গোরান এরিকসন । কিন্তু তাঁদের আর্থিক চাহিদা আকাশচুম্বি হওয়ায় বাদ দেওয়া হয়েছিল ।

শেষ পর্যন্ত চূড়ান্ত যে তালিকা হয় তাতে আলবার্তো রোকা ভারতীয় ক্লাব ফুটবলে সাফল্যের সঙ্গে কাজ করেছেন । শুধু তাই নয় বার্সেলোনায় ফ্রাঙ্ক রাইকার্ডের সহকারি হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে রোকার ।

সূত্রের খবর, ১৯৯৮ ও ২০০২ সালে বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার ডিফেন্ডার হিসেবে খেলা লি মিন সাঙকে ভারতীয় দলের কোচ করার ব্যাপারে আগ্রহী টেকনিকাল কমিটি । তবে শেষ বেলায় কে বাজি মারেন সেটাই দেখার ।

কলকাতা, 5 মে : ভারতীয় ফুটবল দলের কোচ নির্বাচনের দৌড়ে চতুর্মুখী লড়াইয়ের সম্ভবনা । ফেডারেশনের টেকনিকাল কমিটি যে তালিকা চূড়ান্ত করেছে তাতে দক্ষিণ কোরিয়ার দু'বারের বিশ্বকাপার লি মিন সাং যেমন রয়েছেন তেমনই আছেন বেঙ্গালুরু FC-র প্রাক্তন কোচ অ্যালবার্তো রোকা । এছাড়াও ক্রোয়েশিয়ার জাতীয় দলের প্রাক্তন কোচ ইগর স্টিমাক ও সুইডেনের প্রাক্তন কোচ হাকান এরিকসন ।

ফেডারেশনের টেকনিকাল কমিটির প্রধান শ্যাম থাপা জানিয়েছেন চলতি মাসের আট বা নয় মে তারা চারজন কোচের ইন্টারভিউ নেবেন । তারপর সিদ্ধান্ত ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটির কাছে পাঠিয়ে দেওয়া হবে শিলমোহর দেওয়ার জন্য ।

কিংস কাপে ভারতীয় দল পাঁচ ও আট জুন ম্যাচ খেলবে । তার আগে চলতি মাসের তৃতীয় সপ্তাহে সুনীল ছেত্রীদের প্রস্তুতি শিবির হবে । ফেডারেশন নতুন কোচের অধীনে প্রস্তুতি শিবির করাতে চায় । কিংস কাপেও ভারতীয় দলের ডাগ আউটে নতুন কোচকে দেখতে চান । স্টিফেন কনস্ট্যানটাইনের কোচিংয়ে ভারতীয় দল AFC কাপে ভালো পারফরম্যান্স করা ছাড়াও 13 টি ম্যাচ অপরাজিত ছিল । ভারতীয় দলের কোচ হওয়ার জন্য 250 জন কোচ আবেদন করেছিলেন । আবেদন প্রার্থীর সেই তালিকায় ফ্রান্সের বিশ্বকাপ জয়ী রেমন্ড দোমেনিক ছিলেন । ছিলেন ইংল্যান্ডের প্রাক্তন কোচ স্বেন গোরান এরিকসন । কিন্তু তাঁদের আর্থিক চাহিদা আকাশচুম্বি হওয়ায় বাদ দেওয়া হয়েছিল ।

শেষ পর্যন্ত চূড়ান্ত যে তালিকা হয় তাতে আলবার্তো রোকা ভারতীয় ক্লাব ফুটবলে সাফল্যের সঙ্গে কাজ করেছেন । শুধু তাই নয় বার্সেলোনায় ফ্রাঙ্ক রাইকার্ডের সহকারি হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে রোকার ।

সূত্রের খবর, ১৯৯৮ ও ২০০২ সালে বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার ডিফেন্ডার হিসেবে খেলা লি মিন সাঙকে ভারতীয় দলের কোচ করার ব্যাপারে আগ্রহী টেকনিকাল কমিটি । তবে শেষ বেলায় কে বাজি মারেন সেটাই দেখার ।

রাজু বিশ্বাস,বারাসত:-অর্জুন সিংয়ের "অপারেশন" প্রশাসন‌ই দেখবে। নির্বাচনে বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের নতুন নতুন "অপারেশন" তত্ত্বের জবাব এভাবেই দিলেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদী।আজ বারাসতে জেলাশাসকের দপ্তরে নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে পুলিশ অবজারভার বিবেক দুবের ডাকা বৈঠকে হাজির হন তিনি। সেই বৈঠকে হাজির হ‌ওয়ার জন্য জেলাশাসকের দপ্তরে আসেন দীনেশের প্রতিদ্বন্দী বিজেপি প্রার্থী অর্জুন সিংও।ঢোকার আগেই তিনি সাংবাদিকদের বলেন, প্রতিটি নির্বাচনে আমি নতুন নতুন অপারেশন করি।এর পরিপ্রেক্ষিতে দীনেশ ত্রিবেদী পাল্টা বলেন,ওর(অর্জুন সিং) অপারেশন দেখবে প্রশাসন‌ই।ওরা আছে।ও(অর্জুন সিং) কি বলছে,আমি কেন বলব! নির্বাচনে প্রশাসন ভালোই কাজ করবে। অর্জুন সিংয়কে "নজরবন্দি" করার দাবি কি আপনারা বিবেক দুবেকে জানিয়েছেন?এই প্রশ্নের উত্তরে তৃনমূল প্রার্থী দীনেশ ত্রিবেদী বলেন,আমরা একটাই দাবি করেছি যে,ভোটের দিন মানুষ যাতে সুষ্ঠুভাবে, শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে। আমাদের পুরো ভরসা আছে প্রশাসনের ওপর। বাংলার মানুষ শান্তিপূর্ণ। তাই শান্তিপূর্ণভাবে ভাবেই ভোট হবে বলে আমাদের বিশ্বাস। তাঁর কথায়,যে সমস্ত সমাজবিরোধীরা ভোটে গন্ডগোল পাকাতে পারে, প্রশাসন অবশ্যই তাদের রাউন্ড আপ করবে।লোকেরা যাতে ভয় না পান, আত্মবিশ্বাসের সঙ্গে ভোট দিতে পারে,তার দাবি‌ও আমরা বিবেক দুবের কাছে রেখেছি। দীনেশ ত্রিবেদী আরও বলেন,আজকে যাকে বলা হয় পুরো দেশে "কাতল কি রাত"।ব‌ইটির নাম সুষ্ঠুভাবে হয়।অন‍্যদিকে, বিবেক দুবের ডাকা বৈঠকে যোগ দেওয়ার পর সাংবাদিকদের সামনে বনগাঁর তৃণমূল প্রার্থী মমতা ঠাকুর বলেন, বনগাঁ শান্তি প্রিয় এলাকা। এখানে যাতে সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে ভোট হয়,তার দাবি আমরা জানিয়েছি। বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের ওপর হামলার ঘটনার অভিযোগ‌ও মিথ্যা বলে দাবি করেছেন তিনি। এবিষয়ে মমতা ঠাকুর বলেন, তদন্ত করলেই সব সামনে আসবে। তৃনমূলের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করা হচ্ছে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.