কলকাতা, 5 মে : ভারতীয় ফুটবল দলের কোচ নির্বাচনের দৌড়ে চতুর্মুখী লড়াইয়ের সম্ভবনা । ফেডারেশনের টেকনিকাল কমিটি যে তালিকা চূড়ান্ত করেছে তাতে দক্ষিণ কোরিয়ার দু'বারের বিশ্বকাপার লি মিন সাং যেমন রয়েছেন তেমনই আছেন বেঙ্গালুরু FC-র প্রাক্তন কোচ অ্যালবার্তো রোকা । এছাড়াও ক্রোয়েশিয়ার জাতীয় দলের প্রাক্তন কোচ ইগর স্টিমাক ও সুইডেনের প্রাক্তন কোচ হাকান এরিকসন ।
ফেডারেশনের টেকনিকাল কমিটির প্রধান শ্যাম থাপা জানিয়েছেন চলতি মাসের আট বা নয় মে তারা চারজন কোচের ইন্টারভিউ নেবেন । তারপর সিদ্ধান্ত ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটির কাছে পাঠিয়ে দেওয়া হবে শিলমোহর দেওয়ার জন্য ।
কিংস কাপে ভারতীয় দল পাঁচ ও আট জুন ম্যাচ খেলবে । তার আগে চলতি মাসের তৃতীয় সপ্তাহে সুনীল ছেত্রীদের প্রস্তুতি শিবির হবে । ফেডারেশন নতুন কোচের অধীনে প্রস্তুতি শিবির করাতে চায় । কিংস কাপেও ভারতীয় দলের ডাগ আউটে নতুন কোচকে দেখতে চান । স্টিফেন কনস্ট্যানটাইনের কোচিংয়ে ভারতীয় দল AFC কাপে ভালো পারফরম্যান্স করা ছাড়াও 13 টি ম্যাচ অপরাজিত ছিল । ভারতীয় দলের কোচ হওয়ার জন্য 250 জন কোচ আবেদন করেছিলেন । আবেদন প্রার্থীর সেই তালিকায় ফ্রান্সের বিশ্বকাপ জয়ী রেমন্ড দোমেনিক ছিলেন । ছিলেন ইংল্যান্ডের প্রাক্তন কোচ স্বেন গোরান এরিকসন । কিন্তু তাঁদের আর্থিক চাহিদা আকাশচুম্বি হওয়ায় বাদ দেওয়া হয়েছিল ।
শেষ পর্যন্ত চূড়ান্ত যে তালিকা হয় তাতে আলবার্তো রোকা ভারতীয় ক্লাব ফুটবলে সাফল্যের সঙ্গে কাজ করেছেন । শুধু তাই নয় বার্সেলোনায় ফ্রাঙ্ক রাইকার্ডের সহকারি হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে রোকার ।
সূত্রের খবর, ১৯৯৮ ও ২০০২ সালে বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার ডিফেন্ডার হিসেবে খেলা লি মিন সাঙকে ভারতীয় দলের কোচ করার ব্যাপারে আগ্রহী টেকনিকাল কমিটি । তবে শেষ বেলায় কে বাজি মারেন সেটাই দেখার ।