ETV Bharat / sports

ক্লাব জোটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আলোচনায় বসবে লিগ কমিটি - ileague committee

সুপার কাপে অংশ না নেওয়া আইলিগের ক্লাবগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে ফেডারেশনের আইলিগ কমিটি।

i league committee
author img

By

Published : Mar 31, 2019, 8:37 AM IST

কলকাতা, 31 মার্চ : সুপার কাপে অংশ না নেওয়া আইলিগের ক্লাবগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে। বৈঠকে বসতে চলেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের আইলিগ কমিটি। 12 এপ্রিল এই বৈঠক হওয়ার কথা।

লিগ কমিটির সদস্যরা জোটবদ্ধ হয়ে আইলিগের অধিকাংশ ক্লাবের সুপার কাপ বয়কটের বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে চায়। একইসঙ্গে পরিস্থিতি বিচারের ভাবনাও রয়েছে। দেশজুড়ে ইয়ুথ লিগের আরও বিস্তার কীভাবে করা যায় তা নিয়েও আলোচনা হওয়ার কথা। তবে আইলিগের জোটের সুপার কাপে না খেলার বিষয়ে লিগ কমিটি কী পদক্ষেপ নেয় তা আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবে।

ইন্ডিয়ান অ্যারোজ় এবং রিয়াল কাশ্মীর ছাড়া আইলিগের কোনও দল সুপার কাপে অংশ নেয়নি। মোহনবাগান ছাড়া বাকি দলগুলো নাম নথিভুক্ত করেও খেলতে যায়নি। যোগ্যতা নির্ণায়ক পর্ব ফের শুরু করার দাবিতে অনড় ছিল আইলিগের ক্লাবগুলো। প্রতিযোগিতার সূচি পরিবর্তন সম্ভব নয় বলে ফেডারেশন জানিয়ে দিয়েছিল। তারপর সুপার কাপ থেকে সরে আসে আইলিগের ক্লাবগুলো। ফলে লিগ কমিটির সদস্যরা আইলিগের ক্লাবগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পক্ষে।

ফলে বিতর্ক শেষ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েও হয়নি। লিগ কমিটি তাদের ক্লাবগুলোর অবস্থানে বিরক্ত। সূত্রের খবর, ফেডারেশন প্রেসিডেন্ট প্রফুল প্যাটেল ঘনিষ্ঠ মহলে অসন্তোষ প্রকাশ করেছেন। কারণ, আইলিগের জোট ফেডারেশন প্রেসিডেন্টের সঙ্গে দেখা করার দাবি তুলেছিল। যা মঞ্জুর করে প্রফুল প্যাটেল 10 থেকে 15 এপ্রিলের মধ্যে বৈঠকে বসার কথা বলেছেন। প্রেসিডেন্টের আশ্বাসের পরও নাম নথিভুক্ত করেও খেলতে না যাওয়ায় ক্লাবগুলো শাস্তি দিতে চায় লিগ কমিটি। সেক্ষেত্রে আর্থিক জরিমানা হওয়ার সম্ভাবনা বেশি। মোহনবাগান যেহেতু নাম নথিভুক্ত করেনি তাই তাদের দোষের মাত্রা তুলনায় কম। তবে শাস্তি দিতে গেলে ফেডারেশনের সমস্যাটা বাড়বে বই কমবে না। কারণ, সুপার কাপের নিয়ম অনুযায়ী কোনও দল আগেই তাদের অবস্থান জানিয়ে দিলে নিয়ম ভাঙার দায়ে পড়বে না। জোটে থাকা দলগুলো আগেই তাদের অবস্থান পরিষ্কার করেছে। ফলে নিয়মের ফাঁকে জোটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহজ হবে না।

পাশাপাশি, মোহনবাগান নাম না পাঠানোয় রবিবার বেঙ্গালুরু FC-কে ভুবনেশ্বর যেতে হবে না। তারা সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে। অন্যদিকে, ফেডারেশন চিঠি দিয়ে ইস্টবেঙ্গল ক্লাবকে জানিয়ে দিয়েছে প্রেসিডেন্ট একাদশকে সুপার কাপে খেলার অনুমতি দেওয়া সম্ভব নয়।

কলকাতা, 31 মার্চ : সুপার কাপে অংশ না নেওয়া আইলিগের ক্লাবগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে। বৈঠকে বসতে চলেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের আইলিগ কমিটি। 12 এপ্রিল এই বৈঠক হওয়ার কথা।

লিগ কমিটির সদস্যরা জোটবদ্ধ হয়ে আইলিগের অধিকাংশ ক্লাবের সুপার কাপ বয়কটের বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে চায়। একইসঙ্গে পরিস্থিতি বিচারের ভাবনাও রয়েছে। দেশজুড়ে ইয়ুথ লিগের আরও বিস্তার কীভাবে করা যায় তা নিয়েও আলোচনা হওয়ার কথা। তবে আইলিগের জোটের সুপার কাপে না খেলার বিষয়ে লিগ কমিটি কী পদক্ষেপ নেয় তা আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবে।

ইন্ডিয়ান অ্যারোজ় এবং রিয়াল কাশ্মীর ছাড়া আইলিগের কোনও দল সুপার কাপে অংশ নেয়নি। মোহনবাগান ছাড়া বাকি দলগুলো নাম নথিভুক্ত করেও খেলতে যায়নি। যোগ্যতা নির্ণায়ক পর্ব ফের শুরু করার দাবিতে অনড় ছিল আইলিগের ক্লাবগুলো। প্রতিযোগিতার সূচি পরিবর্তন সম্ভব নয় বলে ফেডারেশন জানিয়ে দিয়েছিল। তারপর সুপার কাপ থেকে সরে আসে আইলিগের ক্লাবগুলো। ফলে লিগ কমিটির সদস্যরা আইলিগের ক্লাবগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পক্ষে।

ফলে বিতর্ক শেষ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েও হয়নি। লিগ কমিটি তাদের ক্লাবগুলোর অবস্থানে বিরক্ত। সূত্রের খবর, ফেডারেশন প্রেসিডেন্ট প্রফুল প্যাটেল ঘনিষ্ঠ মহলে অসন্তোষ প্রকাশ করেছেন। কারণ, আইলিগের জোট ফেডারেশন প্রেসিডেন্টের সঙ্গে দেখা করার দাবি তুলেছিল। যা মঞ্জুর করে প্রফুল প্যাটেল 10 থেকে 15 এপ্রিলের মধ্যে বৈঠকে বসার কথা বলেছেন। প্রেসিডেন্টের আশ্বাসের পরও নাম নথিভুক্ত করেও খেলতে না যাওয়ায় ক্লাবগুলো শাস্তি দিতে চায় লিগ কমিটি। সেক্ষেত্রে আর্থিক জরিমানা হওয়ার সম্ভাবনা বেশি। মোহনবাগান যেহেতু নাম নথিভুক্ত করেনি তাই তাদের দোষের মাত্রা তুলনায় কম। তবে শাস্তি দিতে গেলে ফেডারেশনের সমস্যাটা বাড়বে বই কমবে না। কারণ, সুপার কাপের নিয়ম অনুযায়ী কোনও দল আগেই তাদের অবস্থান জানিয়ে দিলে নিয়ম ভাঙার দায়ে পড়বে না। জোটে থাকা দলগুলো আগেই তাদের অবস্থান পরিষ্কার করেছে। ফলে নিয়মের ফাঁকে জোটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহজ হবে না।

পাশাপাশি, মোহনবাগান নাম না পাঠানোয় রবিবার বেঙ্গালুরু FC-কে ভুবনেশ্বর যেতে হবে না। তারা সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে। অন্যদিকে, ফেডারেশন চিঠি দিয়ে ইস্টবেঙ্গল ক্লাবকে জানিয়ে দিয়েছে প্রেসিডেন্ট একাদশকে সুপার কাপে খেলার অনুমতি দেওয়া সম্ভব নয়।

Intro:মাধ্যমিক পরীক্ষার পরে আমার আপনার ঘরের ছেলেমেয়েরা যখন বিশ্রামে তখন এই দুই কিশোর আইপিএলের আসরে। নাইট বা হায়দরাবাদের সংসারে ওদের জায়গা হয়নি। আকাশ বিশ্বাস ও সৌরভ ঢালি ইডেন গার্ডেন্সের বাইরে খোলা ময়দানে রং তুলি ফেট্টি নিয়ে দাঁড়িয়ে। মাধ্যমিক পরীক্ষা পরে বিশ্রাম শিকেয় তুলে এই দুই কিশোর দর্শকদের রাঙিয়ে দিচ্ছেন। তা থেকে অর্জিত উপার্জন তুলে দিচ্ছেন বাবা মায়ের হাতে।উদ্দেশ্য সংসারের অনটন মোচনে সাহায্য করা।


Body:ক্ষুধার রাজ্যে আইপিএল গদ্য ময়।ক্রিকেট ও বিনোদনের মিশেলে তৈরি হওয়া স্বপ্নালু পরিবেশ বর্তমান সমাজের নিত্য সংকটের মাঝে একটা রিলিফ। তাই ক্রিকেট ক্যালেন্ডারে আইপিএল মাস ও আইপিএল তিথি উপস্থিত হলেই স্তব্ধ হয়ে যায় জনজীবন। নেশন ডিভাইডেড বাই টিম,ইউনাইটেড বাই ক্রিকেট। কিন্তু আকাশ বিশ্বাস ও সৌরভ ঢালির পারিপার্শ্বিক আবহাওয়া একটু আলাদা। আকাশের বাবা রং মিস্ত্রী। সংসারে অস্বচ্ছলতা রয়েছে কিন্তু প্রকাশ করতে চায় না। বরং স্বচ্ছলতার মুখোশ পরে হাতখরচ তোলার গল্প শোনায় কোদালিয়ার মাধ্যমিক পরীক্ষা দিয়ে রেজাল্টের অপেক্ষা য় থাকা কিশোরটি। গত তিনবছর ধরে আইপিএলের আলো জ্বললেই ময়দানে চলে আসে। গলায় রংয়ের পসরা,হাতে নাইট রাইডার্স ও সানরাইজার্স এর ফেট্টি। ইডেন মুখী দর্শক যে রং এ নিজেদের রাঙাতে চায়,ওর কিশোর হাত নিপুন দক্ষতায় তা ফুটিয়ে তোলে। দিনের শেষে হাজার দুয়েক টাকার কাছাকাছি উপার্জন করে আকাশ বাড়ি ফেরে। উপার্জিত টাকা নিজের হাতখরচের জন্য কিছুটা রেখে বাবার হাতে তুলে দেয়। বাড়তি উপার্জন আকাশের পড়াশোনা র খরচে কাজে লাগে। এভাবেই আকাশ ও তার দুই দাদা পড়া ও উপার্জন করে। হুটার বাজিয়ে শাহরুখ খানের গাড়ি যখন ইডেনে ঢোকে মনটা উচাটন হয়।কিন্তু মনকে সান্ত্বনা দিয়ে ফের রং করে চলে আকাশ। আইপিএলে র দামি টিকিট কেনার সামর্থ ওর নেই। তাই অপেক্ষায় থাকে। খেলা শুরু হওয়ার পরে কম দামে টিকিট পাওয়া যায়। পসরা গুটিয়ে আকাশ তখন আইপিএলের স্বপ্নের আবহে প্রবেশ করে।
আকাশের জীবনের মিল সৌরভ ঢালির রোজনামচায়। আইপিএল শুরু হলে ইডেনের পাশের র ময়দান চত্ত্বরে চলে আসে নিউ ব্যারাকপুরের সৌরভ। মাধ্যমিক দেওয়ার পরে রেজাল্টের প্রত্যাশায় সে। মা লোকের বাড়ি কাজ করে। বাড়িতে সবাই আছে নেই শুধু আর্থিক স্বচ্ছলতা। তাই আইপিএল পক্ষ শুরু হলে ময়দানে চলে আসে। শাহরুখ খানকে একবার দেখেছে।টিকিটের দাম কমলে আকাশের মত সৌরভ ইডেনে ঢোকে। প্রিয় দলের জয় পরাজয় নিয়ে চিন্তা ওদের নেই। ওরা চায় ইডেনে দর্শট আসুক ঝেপে।


Conclusion:রং তুলি নিয়ে কাজ করার ফাকে পুলিশের ঝামেলা পোহাতে হয়।তাই কাজের বাইরে বাড়তি শব্দ খরচ করতে ওরা দুজনেই রাজি নয়।আইপিএল দুনিয়া সত্যি ক্ষুধার রাজ্যে কঠোর বাস্তব।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.