ভাস্কো, 7 ডিসেম্বর : স্কোরবোর্ডের ঘনঘন পরিবর্তন দেখে মনে হচ্ছিল টেনিস ম্যাচ। প্রথমার্ধে পাঁচ গোল, ম্যাচে গোল সাত-সাতটি। এসসি ইস্টবেঙ্গল বনাম এফসি গোয়ার ম্যাচ শেষ হল 4-3 গোলে। ফলাফল এফসি গোয়ার অনুকূলে (FC Goa beats SC East Bengal 4-3)। পঞ্চম ম্যাচে এসে তৃতীয় হার হজম করে লাল-হলুদ এগারো নম্বরে নেমে গেল (SC East Bengal digests third loss in ISL 2021-22)।
আইএসএলে এদিন ছিল দুই লাস্টবয়ের লড়াই। নব্বই মিনিটের পারফরম্যান্স গ্রাফ দেখিয়ে দিল কেন তারা সবার শেষে। রক্ষণ এবং মাঝমাঠের বোঝাপড়া নেই, হযবরল ফুটবলে ব্যক্তিগত মুন্সিয়ানায় তিন পয়েন্টের খোঁজ। গত কয়েক বছরের তুলনায় এই মরসুমে এফসি গোয়া সবচেয়ে দুর্বল। এডু বেদিয়া (Edu Bedia) ছাড়া সেভাবে বড় নাম নেই। কেন তারা জয়ের দেখা পায়নি মঙ্গলবার সন্ধ্যায় ফের প্রমাণিত। তা সত্ত্বেও তারা জয় পেল কারণ লাল-হলুদ আরও ছন্নছাড়া। কোচ মানোলো দিয়াজ পঞ্চম ম্যাচেও স্থায়ী একাদশ বেছে নিতে পারলেন না। চোট-আঘাত সমস্যা রয়েছে তবুও যারা আছেন তাদের মধ্যে থেকে সঠিক একাদশ বেছে নিতে ব্যর্থ তিনি। ম্যাচে তিনবার পিছিয়ে পড়েও ব্যক্তিগত মুন্সিয়ানায় মুখরক্ষা হয় ইস্টবেঙ্গলের ৷ তবে আশা জাগলেও শেষরক্ষা হয়নি।
14 মিনিটে নগুয়েরার (Alberto Noguera) দুরপাল্লার দুরন্ত শটে পিছিয়ে পড়ে লাল-হলুদ। পিছিয়ে পড়ার ধাক্কা সামলে 26মিনিটে সমতায় ফেরে তারা। এক্ষেত্রে পেরোসোভিচের (Antonio Perosevic) বক্সের বাইরে থেকে নেওয়া শট এফসি গোয়ার গোলরক্ষক ধীরজ সিংকে (Dheeraj Singh) হারিয়ে জালে আশ্রয় নেয়। মিনিট ছয়েকের মধ্যে ফের পেনাল্টি থেকে গোল করে এগিয়ে যায় গোয়া। গোলদাতা জর্জ ওর্টিজ। পাঁচ মিনিটের মধ্যে ফের সমতায় লাল-হলুদ। এবার ডের্বিসেভিচের অসাধারণ ফ্রি-কিকে গোল। বিরতির একমিনিট আগে পেরোসোভিচের আত্মঘাতী গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় এফসি গোয়া।
আরও পড়ুন : ATK Mohun Bagan in ISL : ডার্বি অতীত, জোড়া হারের ধাক্কায় লণ্ডভণ্ড বাগান
দ্বিতীয়ার্ধের শুরু থেকে সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে দিয়াজের ছেলেরা। 59মিনিটে পেরোসোভিচের একক কৃতিত্বের গোল এসসি ইস্টবেঙ্গলকে খেলায় ফিরিয়ে নিয়ে আসে। খেলার রাশও ছিল তাদের পায়ে। কিন্তু প্রতি-আক্রমণে এফসি গোয়া তাদের চার নম্বর গোলটি করে যায়। গোলদাতা ফের নগুয়েরা ৷ শেষ পর্যন্ত সেই ব্যবধান না ঘোচায় মাথা নীচু করে মাঠ ছাড়তে হয় লাল-হলুদকে ৷