ETV Bharat / sports

সংকটজনক অবস্থায় হাসপাতালে প্রাক্তন গোলরক্ষক প্রশান্ত ডোরা

ভুগছেন হেমোফাগোসিটিক লিম্ফোহিস্টিওসাইটোসিস বা এইচএলএইচ রোগে ৷ জাতীয় দলের প্রাক্তন গোলরক্ষক প্রশান্ত ডোরার O+ রক্তের প্রয়োজন ৷

author img

By

Published : Jan 10, 2021, 4:18 PM IST

সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে প্রাক্তন গোলরক্ষক প্রশান্ত ডোরা
সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে প্রাক্তন গোলরক্ষক প্রশান্ত ডোরা

কলকাতা, 10 জানুয়ারি : তাঁর দু'হাত বহু ম্যাচে নিজের টিমকে এনে দিয়েছে জয় । এই দুটি হাতের উপর ভরসা রেখে অনেক কঠিন ম্যাচ উতরে গেছে সহজেই । কিন্তু বাস্তব জীবনে সেই মানুষই করছেন সবচেয়ে কঠিন লড়াই । সংকটজনক অবস্থায় হাসপাতালে ভরতি ভারতীয় দলের প্রাক্তন গোলরক্ষক ও তিন প্রধানে খেলা প্রশান্ত ডোরা । ভুগছেন হেমোফাগোসিটিক লিম্ফোহিস্টিওসাইটোসিস বা এইচএলএইচ রোগে ৷ ভরতি রয়েছেন টাটা মেডিকেল রিসার্চ সেন্টারে ৷

গত আড়াই মাস ধরে জ্বরে ভুগছিলেন 44 বছরের প্রশান্ত ডোরা । প্রশান্ত'র দাদা হেমন্ত ডোরা জানান, জ্বর না কমায় তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভরতি করা হয় । প্রাথমিক অবস্থায় তাঁর রোগ নির্ণয় করা সম্ভব হয়নি । প্রশান্ত কোরোনায় আক্রান্ত কি না সেই সন্দেহ হয়েছিল ৷ এরপর তাঁকে স্থানান্তরিত করা হয় একটি বেসরকারি হাসপাতালে । পরে দেখা যায় তিনি‌ এইচএলএইচ রোগে আক্রান্ত । হেমন্ত বলেছেন, "ভাইয়ের প্লেটলেট ক্রমশ কমছে । এখন ওর রক্তের প্রয়োজন ।" স্ত্রী সৌমি ডোরা মুহ্যমান হয়ে পড়লেও উদ্যম হারাননি । স্বামীর জীবনরক্ষায় O+ রক্তের আবেদন জানিয়েছেন । রক্তের প্রয়োজন শুনে নির্দিষ্ট গ্রুপের রক্তের ব্যবস্থা করছেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র । এই মুহূর্তে প্রশান্ত টাটা মেডিকেল রিসার্চ সেন্টারে ভরতি রয়েছেন । গত তিনদিন তাঁর জ্বর নিয়ন্ত্রণে থাকলেও শুক্রবার সকাল থেকে ফের জ্বর বাড়তে শুরু করেছে ।

প্রশান্তের জীবনরক্ষায় O+ রক্তের আবেদন জানিয়েছেন স্ত্রী সৌমি ডোরা
প্রশান্তের জীবনরক্ষায় O+ রক্তের আবেদন জানিয়েছেন স্ত্রী সৌমি ডোরা

আরও পড়ুন : বেঙ্গালুরুকে হারিয়ে লিগ টেবিলে এক ধাপ উঠল ইস্টবেঙ্গল

খ্যাতনামা গোলরক্ষক হেমন্ত ডোরার ভাই প্রশান্ত ডোরা মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহমেডানে সুনামের সঙ্গে খেলেছেন । খেলেছেন বাংলার সন্তোষ ট্রফি । এছাড়া 1999 সালে প্রথম ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন প্রশান্ত। পরবর্তীকালে সাফ কাপ, সাফ গেমসের হয়েও প্রতিনিধিত্ব করেছেন । খেলার সূত্রেই রিজ়ার্ভ ব্যাঙ্কে চাকরি পেয়েছেন । খেলা ছেড়ে দেওয়ার পরও ছোটোদের নিয়ে কাজ করছিলেন প্রশান্ত । দাদার পথ অনুসরণ করে খেলার মাঠে গোলরক্ষকের ভূমিকায় নেমেছিলেন প্রশান্ত । ক্রীড়াপ্রেমীদের মুখে হাসি ফোটানো মানুষটি আজ নিজেই জীবন রক্ষায় লড়ছেন ৷

কলকাতা, 10 জানুয়ারি : তাঁর দু'হাত বহু ম্যাচে নিজের টিমকে এনে দিয়েছে জয় । এই দুটি হাতের উপর ভরসা রেখে অনেক কঠিন ম্যাচ উতরে গেছে সহজেই । কিন্তু বাস্তব জীবনে সেই মানুষই করছেন সবচেয়ে কঠিন লড়াই । সংকটজনক অবস্থায় হাসপাতালে ভরতি ভারতীয় দলের প্রাক্তন গোলরক্ষক ও তিন প্রধানে খেলা প্রশান্ত ডোরা । ভুগছেন হেমোফাগোসিটিক লিম্ফোহিস্টিওসাইটোসিস বা এইচএলএইচ রোগে ৷ ভরতি রয়েছেন টাটা মেডিকেল রিসার্চ সেন্টারে ৷

গত আড়াই মাস ধরে জ্বরে ভুগছিলেন 44 বছরের প্রশান্ত ডোরা । প্রশান্ত'র দাদা হেমন্ত ডোরা জানান, জ্বর না কমায় তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভরতি করা হয় । প্রাথমিক অবস্থায় তাঁর রোগ নির্ণয় করা সম্ভব হয়নি । প্রশান্ত কোরোনায় আক্রান্ত কি না সেই সন্দেহ হয়েছিল ৷ এরপর তাঁকে স্থানান্তরিত করা হয় একটি বেসরকারি হাসপাতালে । পরে দেখা যায় তিনি‌ এইচএলএইচ রোগে আক্রান্ত । হেমন্ত বলেছেন, "ভাইয়ের প্লেটলেট ক্রমশ কমছে । এখন ওর রক্তের প্রয়োজন ।" স্ত্রী সৌমি ডোরা মুহ্যমান হয়ে পড়লেও উদ্যম হারাননি । স্বামীর জীবনরক্ষায় O+ রক্তের আবেদন জানিয়েছেন । রক্তের প্রয়োজন শুনে নির্দিষ্ট গ্রুপের রক্তের ব্যবস্থা করছেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র । এই মুহূর্তে প্রশান্ত টাটা মেডিকেল রিসার্চ সেন্টারে ভরতি রয়েছেন । গত তিনদিন তাঁর জ্বর নিয়ন্ত্রণে থাকলেও শুক্রবার সকাল থেকে ফের জ্বর বাড়তে শুরু করেছে ।

প্রশান্তের জীবনরক্ষায় O+ রক্তের আবেদন জানিয়েছেন স্ত্রী সৌমি ডোরা
প্রশান্তের জীবনরক্ষায় O+ রক্তের আবেদন জানিয়েছেন স্ত্রী সৌমি ডোরা

আরও পড়ুন : বেঙ্গালুরুকে হারিয়ে লিগ টেবিলে এক ধাপ উঠল ইস্টবেঙ্গল

খ্যাতনামা গোলরক্ষক হেমন্ত ডোরার ভাই প্রশান্ত ডোরা মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহমেডানে সুনামের সঙ্গে খেলেছেন । খেলেছেন বাংলার সন্তোষ ট্রফি । এছাড়া 1999 সালে প্রথম ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন প্রশান্ত। পরবর্তীকালে সাফ কাপ, সাফ গেমসের হয়েও প্রতিনিধিত্ব করেছেন । খেলার সূত্রেই রিজ়ার্ভ ব্যাঙ্কে চাকরি পেয়েছেন । খেলা ছেড়ে দেওয়ার পরও ছোটোদের নিয়ে কাজ করছিলেন প্রশান্ত । দাদার পথ অনুসরণ করে খেলার মাঠে গোলরক্ষকের ভূমিকায় নেমেছিলেন প্রশান্ত । ক্রীড়াপ্রেমীদের মুখে হাসি ফোটানো মানুষটি আজ নিজেই জীবন রক্ষায় লড়ছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.