ETV Bharat / sports

ইউরো কাপে স্টেডিয়ামে দর্শক প্রবেশের লিমিট তুলে নিল ইউইএফএ - Euro Cup

ইউইএফএ তরফে বলা হয়েছে, অক্টোবরে জারি করা, স্টেডিয়ামে 30 শতাংশ দর্শকের নিয়ম আর প্রয়োজন নেই ৷ স্থানীয় কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ৷ একটি বিবৃতিতে ইউইএফএ জানিয়েছে, ‘‘ স্টেডিয়ামে কত দর্শক প্রবেশ করবে, সেটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করবে স্থানীয় কর্তৃপক্ষ ৷’’

ইউরো কাপ
ইউরো কাপ
author img

By

Published : Apr 1, 2021, 12:08 PM IST

জেনিভা, 1 এপ্রিল : স্টেডিয়ামে দর্শক প্রবেশের নির্দিষ্ট মাত্রা তুলে নিল ইউইএফএ ৷ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ম্যাচে স্টেডিয়ামে আরও দর্শক আনার লক্ষ্যে বুধবার এই সিদ্ধান্ত নিয়েছে ইউইএফএ ৷ কোরোনা প্যানডেমিকের সময় এই নিষেধাজ্ঞা জারি করেছিল ইউরোপের উিটবল ফেডারেশন ৷

ইউইএফএ তরফে বলা হয়েছে, অক্টোবরে জারি করা, স্টেডিয়ামে 30 শতাংশ দর্শকের নিয়ম আর প্রয়োজন নেই ৷ স্থানীয় কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ৷ একটি বিবৃতিতে ইউইএফএ জানিয়েছে, ‘‘ স্টেডিয়ামে কত দর্শক প্রবেশ করবে, সেটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করবে স্থানীয় কর্তৃপক্ষ ৷’’

ইস্তানবুলে, 29 মে চ্যাম্পিয়নস লিগের ফাইনালের আগে টিকিট বিক্রির উপরও নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হবে ৷ ইউইএফএ-র পরিচালিত চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগের ম্যাচে দর্শকদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি ছিল ৷ এছাড়া জাতীয় দলের খেলা যেমন ইউরো 2020-র যোগ্যতা নির্ণয় ও 2022 বিশ্বকাপের যোগ্যতা নির্ণয়ের ম্য়াচেও দর্শক প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা ছিল ৷

দীর্ঘ একবছর স্থগিত থাকার পর জুনের 11 তারিখ থেকে ইউরোপের 12টি শহরে শুরু হচ্ছে ইউরো কাপ ৷ এপ্রিল মাসের মধ্যেই সমস্ত আয়োজকদের সঙ্গে কথাবার্তা চৃড়ান্ত করতে চাইছে ইউইএফএ ৷ যে শহরগুলি ইউইএফএ-কে দর্শক প্রবেশের উপর নিশ্চিয়তা দিতে পারবে না তাঁদের, পরিকল্পনা থেকে বাদ দেবে ইউরোপ ফুটবল নিয়ামক সংস্থা ৷

আরও পড়ুন : আরও এক মরসুম এটিকে মোহনবাগানের দায়িত্বে হাবাস

তবে এখনও ডাবলিনকে পর্যন্ত সবথেকে রিস্কি বলে ধরা হচ্ছে ৷ এছাড়া বিলবাও, গ্লাসগো এবং মিউনিখ আগেই কিছু সময় চাওয়ার ইঙ্গিত দিয়েছে ৷ যেহেতু এই শহরগুলিতে কোভিডের প্রকোপ ফের বাড়ছে তাই সেফটি প্রটোকল মেনেই ম্যাচ আয়োজনের কথা ভাবছে এই শহরগুলির স্টেডিয়ামগুলি ৷

জেনিভা, 1 এপ্রিল : স্টেডিয়ামে দর্শক প্রবেশের নির্দিষ্ট মাত্রা তুলে নিল ইউইএফএ ৷ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ম্যাচে স্টেডিয়ামে আরও দর্শক আনার লক্ষ্যে বুধবার এই সিদ্ধান্ত নিয়েছে ইউইএফএ ৷ কোরোনা প্যানডেমিকের সময় এই নিষেধাজ্ঞা জারি করেছিল ইউরোপের উিটবল ফেডারেশন ৷

ইউইএফএ তরফে বলা হয়েছে, অক্টোবরে জারি করা, স্টেডিয়ামে 30 শতাংশ দর্শকের নিয়ম আর প্রয়োজন নেই ৷ স্থানীয় কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ৷ একটি বিবৃতিতে ইউইএফএ জানিয়েছে, ‘‘ স্টেডিয়ামে কত দর্শক প্রবেশ করবে, সেটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করবে স্থানীয় কর্তৃপক্ষ ৷’’

ইস্তানবুলে, 29 মে চ্যাম্পিয়নস লিগের ফাইনালের আগে টিকিট বিক্রির উপরও নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হবে ৷ ইউইএফএ-র পরিচালিত চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগের ম্যাচে দর্শকদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি ছিল ৷ এছাড়া জাতীয় দলের খেলা যেমন ইউরো 2020-র যোগ্যতা নির্ণয় ও 2022 বিশ্বকাপের যোগ্যতা নির্ণয়ের ম্য়াচেও দর্শক প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা ছিল ৷

দীর্ঘ একবছর স্থগিত থাকার পর জুনের 11 তারিখ থেকে ইউরোপের 12টি শহরে শুরু হচ্ছে ইউরো কাপ ৷ এপ্রিল মাসের মধ্যেই সমস্ত আয়োজকদের সঙ্গে কথাবার্তা চৃড়ান্ত করতে চাইছে ইউইএফএ ৷ যে শহরগুলি ইউইএফএ-কে দর্শক প্রবেশের উপর নিশ্চিয়তা দিতে পারবে না তাঁদের, পরিকল্পনা থেকে বাদ দেবে ইউরোপ ফুটবল নিয়ামক সংস্থা ৷

আরও পড়ুন : আরও এক মরসুম এটিকে মোহনবাগানের দায়িত্বে হাবাস

তবে এখনও ডাবলিনকে পর্যন্ত সবথেকে রিস্কি বলে ধরা হচ্ছে ৷ এছাড়া বিলবাও, গ্লাসগো এবং মিউনিখ আগেই কিছু সময় চাওয়ার ইঙ্গিত দিয়েছে ৷ যেহেতু এই শহরগুলিতে কোভিডের প্রকোপ ফের বাড়ছে তাই সেফটি প্রটোকল মেনেই ম্যাচ আয়োজনের কথা ভাবছে এই শহরগুলির স্টেডিয়ামগুলি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.