ETV Bharat / sports

Euro 2020 : গোলরক্ষকের চোখে লেজারের রশ্মি ! সমর্থকদের কুকীর্তিতে শাস্তির মুখে ইংল্যান্ড - euro 2020

ইংল্যান্ড বনাম ডেনমার্ক ইউরোর সেমিফাইনাল ম্যাচটি একাধিক বিতর্ক খাড়া করেছে ৷ কাঠগড়ায় ইংল্যান্ডের সমর্থকরা ৷

over laser pointer contro
over laser pointer contro
author img

By

Published : Jul 9, 2021, 6:20 PM IST

লন্ডন, 9 জুলাই : পেনাল্টি শটের সময় গ্যালারি থেকে আচমকা সবুজ রশ্মি এসে পড়ল ডেনমার্কের গোলকিপার কাসপার স্কিমিচেলের মুখের উপর ৷ গলায়, ঘাড়, গালে, চোখ সব জায়গায় এসে পড়তে লাগল তীক্ষ্ণ সবুজ রশ্মি ৷ তা সত্ত্বেও হ্যারি কেনের শট রুখে দিলেন কাসপার ৷ কিন্তু ফিরতি শটটা আর রুখতে পারেননি ৷ ইউরোর শেষ চারে ড্যানিশ রূপকথার শেষ সেখানেই ৷ তারপরই ওই সবুজ রশ্মি নিয়ে হইচই পড়ে গিয়েছে ৷

অসভ্যতামির চূড়ান্ত ! ইংল্যান্ডের ফুটবল সমর্থকদের নোংরামিতে হইচই ইউরোর মঞ্চে ৷ এমনিতে উগ্র সমর্থনের দিক থেকে বদনাম রয়েছে ইংল্যান্ডের ৷ ডেনমার্ককে 2-1 গোলে হারিয়ে ইউরোর ফাইনালে পা রেখেছে থ্রি লায়ন্সরা ৷ ম্যাচটি ঘিরে প্রচুর বিতর্ক রয়েছে ৷ কিন্তু সব কিছুকে ছাপিয়ে গিয়েছে ইংল্যান্ড সমর্থকদের ব্যবহার ৷ ডেনমার্কের জাতীয় সঙ্গীতের সময় গ্যালারি থেকে ভেসে এসেছে টিটকিরি ৷ এমনকি ম্যাচের পর আতসবাজিও পুড়িয়েছে সমর্থকরা ৷

আরও পড়ুন : বাগানে ফুল ফোটাতে এবার সোনার বল জয়ী বুমোস

সব বিতর্ককে ছাড়িয়ে গিয়েছে বিপক্ষের গোলরক্ষককে বিভ্রান্ত করতে মুখে লেজার রশ্মি ফেলার ঘটনা ৷ স্কিমিচেলের মুখে সবুজ আলো ফেলার ভিডিয়ো, ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ৷ এই নিয়ে বিতর্ক শুরু হতেই নড়েচড়ে বসেছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ামক সংস্থা উয়েফা ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে তদন্ত শুর করার নির্দেশ দিয়েছে তারা ৷ পাশাপাশি একটি বিবৃতিও জারি করেছে উয়েফা ৷ দোষ প্রমাণিত হলে শাস্তির মুখে পড়তে পারে ইংল্যান্ড ৷

লন্ডন, 9 জুলাই : পেনাল্টি শটের সময় গ্যালারি থেকে আচমকা সবুজ রশ্মি এসে পড়ল ডেনমার্কের গোলকিপার কাসপার স্কিমিচেলের মুখের উপর ৷ গলায়, ঘাড়, গালে, চোখ সব জায়গায় এসে পড়তে লাগল তীক্ষ্ণ সবুজ রশ্মি ৷ তা সত্ত্বেও হ্যারি কেনের শট রুখে দিলেন কাসপার ৷ কিন্তু ফিরতি শটটা আর রুখতে পারেননি ৷ ইউরোর শেষ চারে ড্যানিশ রূপকথার শেষ সেখানেই ৷ তারপরই ওই সবুজ রশ্মি নিয়ে হইচই পড়ে গিয়েছে ৷

অসভ্যতামির চূড়ান্ত ! ইংল্যান্ডের ফুটবল সমর্থকদের নোংরামিতে হইচই ইউরোর মঞ্চে ৷ এমনিতে উগ্র সমর্থনের দিক থেকে বদনাম রয়েছে ইংল্যান্ডের ৷ ডেনমার্ককে 2-1 গোলে হারিয়ে ইউরোর ফাইনালে পা রেখেছে থ্রি লায়ন্সরা ৷ ম্যাচটি ঘিরে প্রচুর বিতর্ক রয়েছে ৷ কিন্তু সব কিছুকে ছাপিয়ে গিয়েছে ইংল্যান্ড সমর্থকদের ব্যবহার ৷ ডেনমার্কের জাতীয় সঙ্গীতের সময় গ্যালারি থেকে ভেসে এসেছে টিটকিরি ৷ এমনকি ম্যাচের পর আতসবাজিও পুড়িয়েছে সমর্থকরা ৷

আরও পড়ুন : বাগানে ফুল ফোটাতে এবার সোনার বল জয়ী বুমোস

সব বিতর্ককে ছাড়িয়ে গিয়েছে বিপক্ষের গোলরক্ষককে বিভ্রান্ত করতে মুখে লেজার রশ্মি ফেলার ঘটনা ৷ স্কিমিচেলের মুখে সবুজ আলো ফেলার ভিডিয়ো, ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ৷ এই নিয়ে বিতর্ক শুরু হতেই নড়েচড়ে বসেছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ামক সংস্থা উয়েফা ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে তদন্ত শুর করার নির্দেশ দিয়েছে তারা ৷ পাশাপাশি একটি বিবৃতিও জারি করেছে উয়েফা ৷ দোষ প্রমাণিত হলে শাস্তির মুখে পড়তে পারে ইংল্যান্ড ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.