ETV Bharat / sports

EURO 2020: নর্থ ম্যাসেডোনিয়ার বিরুদ্ধে ডাচদের দাপুটে জয় , ইউক্রেনকে হারাল অস্ট্রিয়া

নর্থ ম্যাসেডোনিয়াকে হারাল নেদারল্যান্ডস ৷ ম্যাচের ফল 3-0 ৷ গ্রুপের অন্য ম্যাচে ইউক্রেনকে 1-0 গোলে হারিয়ে প্রথম বার ইউরোর নক আউট পর্বে উঠল অস্ট্রিয়া ৷ রবিবার নেদারল্যান্ডস রাউন্ড অফ 16 -এর ম্যাচ খেলতে নামবে বুখারেস্টের পুসকাস এরিনাতে ৷ তাঁদের প্রতিপক্ষ ডি ,ই অথবা এফ এর তৃতীয় স্থানাধিকারী দল ৷

EURO 2020
EURO 2020
author img

By

Published : Jun 22, 2021, 4:17 AM IST

Updated : Jun 22, 2021, 6:20 AM IST

আমস্টারডাম , 22 জুন : প্রত্যাশা মতোই নর্থ ম্যাসেডোনিয়াকে হারাল নেদারল্যান্ডস ৷ ম্যাচের ফল 3-0 ৷ জোড়া গোল করেছেন জর্জিনিয়ো উইজনালডাম (Georginio Wijnaldum) , অন্য গোলটি করেছেন মেমফিস ডিপে (Memphis Depay) ৷ 9 পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন কমলা শিবির ৷ এদিকে পয়েন্টের খাতা না খুলেই শেষ হল নর্থ ম্য়াসেডোনিয়ার প্রথম মেজর টুর্নামেন্ট ৷ ইউরোর গ্রুব সি-র ম্যাচে ইয়োহান ক্রুয়েফ স্টেডিয়ামে নর্থ ম্যাসেডোনিয়ার বিরুদ্ধে নেমেছিল নেদারল্যান্ডস ৷

ঘরের মাঠে শুরু থেকেই ম্যাচের রাশ নিজের দখলে নিয়েছিল ফ্র্যাঙ্ক ডি বোয়ের (Frank de Boer) ছেলেরা ৷ 24 মিনিটে মেমফিস ডিপের গোলে এগিয়ে যায় কমলা শিবির ৷ নিজেদের অর্ধ থেকে সেন্টার সার্কেলের সামনে থাকা ডিপের দিকে বল বাড়িয়ে দেন মালেন (Donyell Malen) ৷ ফাঁকায় বল পেয়ে একার দক্ষতাতেই নর্থ ম্যাসেডোনিয়ার জালে বল জড়িয়ে দেন ডিপে ৷ 1 গোলে এগিয়ে প্রথমার্ধ শেষ করে নেদারল্যান্ডস ৷

দ্বিতীয়ার্ধে নিজের নামে করে নেন ম্যাচের নায়ক ডাচ অধিনায়ক জর্রজিনিয়ো উইজনালডাম (Georginio Wijnaldum) ৷ 51 মিনিটে ডিপের পাস থেকে নেদারল্যান্ডসকে এগিয়ে দেন তিনি ৷ 7 মিনিটের মধ্যে আবার গোল করেন উইজনালডাম ৷ এবার তাঁকে বল বাড়ান মালেন ৷ 3-0 গোলে এগিয়ে গিয়ে খেলার গতি কিছুটা মন্থর করে দেয় ফ্র্যাঙ্ক ডি বোয়ের ছেলেরা ৷ এদিকে জমাট ডাচ রক্ষণ ভেঙে ম্যাচে ফিরতে পারেনি নর্থ ম্যাসেডোনিয়া ৷

নর্থ ম্যাসেডোনিয়ার কাছে এই ম্যাচটা বিশেষ গুরুত্বপূর্ণ ছিল ৷ এটাই শেষ ম্যাচ ছিল তাঁদের অধিনায়ক গোরান পানডেভের (Goran Pandev) ৷ দেশের হয়ে 122 ম্যাচ খেলেছেন পানডেভ ৷ তাঁর সৌজন্যেই নর্থ ম্যাসেডোনিয়ায় সুবাস ছড়াচ্ছে ফুটবল ৷ বিদায় বেলায় তাঁকে 122 নম্বর জার্সি দিয়ে সম্মান জানায় নেদারল্যান্ডস ৷

আরও পড়ুন : EURO 2020 : লন্ডনের বদলে রোমে ইউরো কাপের ফাইনাল আয়োজনের সওয়াল ইতালির প্রধানমন্ত্রীর

গ্রুপের অন্য ম্যাচে ইউক্রেনকে 1-0 গোলে হারিয়ে প্রথম বার ইউরোর নক আউট পর্বে উঠল অস্ট্রিয়া ৷ বুখারেস্ট স্টেডিয়ামে 21 মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেছেন ক্রিশ্টোফ বমগার্টনার (Christoph Baumgartner) ৷ তবে এখনই ইউক্রেনের শেষ ষোলোর আশা শেষ হচ্ছে না ৷ একটি ম্যাচ জেতায় সেরা চারটি তৃতীয় স্থানাধিকারী দলের মধ্যে থাকার সম্ভাবনা থাকছে শেভচেঙ্কোর ছেলেদের ৷ এদিকে রবিরার রাউন্ড অফ 16 -র ম্যাচে অস্ট্রিয়ার প্রতিপক্ষ ইতালি ৷ ভারতীয় সময় রাত সাড়ে 12 টায় হবে ওই ম্যাচ ৷ একই দিনে নেদারল্যান্ডস খেলতে নামবে বুখারেস্টের পুসকাস এরিনাতে ৷ তাঁদের প্রতিপক্ষ ডি ,ই অথবা এফ এর তৃতীয় স্থানাধিকারী দল ৷

আমস্টারডাম , 22 জুন : প্রত্যাশা মতোই নর্থ ম্যাসেডোনিয়াকে হারাল নেদারল্যান্ডস ৷ ম্যাচের ফল 3-0 ৷ জোড়া গোল করেছেন জর্জিনিয়ো উইজনালডাম (Georginio Wijnaldum) , অন্য গোলটি করেছেন মেমফিস ডিপে (Memphis Depay) ৷ 9 পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন কমলা শিবির ৷ এদিকে পয়েন্টের খাতা না খুলেই শেষ হল নর্থ ম্য়াসেডোনিয়ার প্রথম মেজর টুর্নামেন্ট ৷ ইউরোর গ্রুব সি-র ম্যাচে ইয়োহান ক্রুয়েফ স্টেডিয়ামে নর্থ ম্যাসেডোনিয়ার বিরুদ্ধে নেমেছিল নেদারল্যান্ডস ৷

ঘরের মাঠে শুরু থেকেই ম্যাচের রাশ নিজের দখলে নিয়েছিল ফ্র্যাঙ্ক ডি বোয়ের (Frank de Boer) ছেলেরা ৷ 24 মিনিটে মেমফিস ডিপের গোলে এগিয়ে যায় কমলা শিবির ৷ নিজেদের অর্ধ থেকে সেন্টার সার্কেলের সামনে থাকা ডিপের দিকে বল বাড়িয়ে দেন মালেন (Donyell Malen) ৷ ফাঁকায় বল পেয়ে একার দক্ষতাতেই নর্থ ম্যাসেডোনিয়ার জালে বল জড়িয়ে দেন ডিপে ৷ 1 গোলে এগিয়ে প্রথমার্ধ শেষ করে নেদারল্যান্ডস ৷

দ্বিতীয়ার্ধে নিজের নামে করে নেন ম্যাচের নায়ক ডাচ অধিনায়ক জর্রজিনিয়ো উইজনালডাম (Georginio Wijnaldum) ৷ 51 মিনিটে ডিপের পাস থেকে নেদারল্যান্ডসকে এগিয়ে দেন তিনি ৷ 7 মিনিটের মধ্যে আবার গোল করেন উইজনালডাম ৷ এবার তাঁকে বল বাড়ান মালেন ৷ 3-0 গোলে এগিয়ে গিয়ে খেলার গতি কিছুটা মন্থর করে দেয় ফ্র্যাঙ্ক ডি বোয়ের ছেলেরা ৷ এদিকে জমাট ডাচ রক্ষণ ভেঙে ম্যাচে ফিরতে পারেনি নর্থ ম্যাসেডোনিয়া ৷

নর্থ ম্যাসেডোনিয়ার কাছে এই ম্যাচটা বিশেষ গুরুত্বপূর্ণ ছিল ৷ এটাই শেষ ম্যাচ ছিল তাঁদের অধিনায়ক গোরান পানডেভের (Goran Pandev) ৷ দেশের হয়ে 122 ম্যাচ খেলেছেন পানডেভ ৷ তাঁর সৌজন্যেই নর্থ ম্যাসেডোনিয়ায় সুবাস ছড়াচ্ছে ফুটবল ৷ বিদায় বেলায় তাঁকে 122 নম্বর জার্সি দিয়ে সম্মান জানায় নেদারল্যান্ডস ৷

আরও পড়ুন : EURO 2020 : লন্ডনের বদলে রোমে ইউরো কাপের ফাইনাল আয়োজনের সওয়াল ইতালির প্রধানমন্ত্রীর

গ্রুপের অন্য ম্যাচে ইউক্রেনকে 1-0 গোলে হারিয়ে প্রথম বার ইউরোর নক আউট পর্বে উঠল অস্ট্রিয়া ৷ বুখারেস্ট স্টেডিয়ামে 21 মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেছেন ক্রিশ্টোফ বমগার্টনার (Christoph Baumgartner) ৷ তবে এখনই ইউক্রেনের শেষ ষোলোর আশা শেষ হচ্ছে না ৷ একটি ম্যাচ জেতায় সেরা চারটি তৃতীয় স্থানাধিকারী দলের মধ্যে থাকার সম্ভাবনা থাকছে শেভচেঙ্কোর ছেলেদের ৷ এদিকে রবিরার রাউন্ড অফ 16 -র ম্যাচে অস্ট্রিয়ার প্রতিপক্ষ ইতালি ৷ ভারতীয় সময় রাত সাড়ে 12 টায় হবে ওই ম্যাচ ৷ একই দিনে নেদারল্যান্ডস খেলতে নামবে বুখারেস্টের পুসকাস এরিনাতে ৷ তাঁদের প্রতিপক্ষ ডি ,ই অথবা এফ এর তৃতীয় স্থানাধিকারী দল ৷

Last Updated : Jun 22, 2021, 6:20 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.