ETV Bharat / sports

Euro 2020: ফেভারিট ফ্রান্স, ইউরো কাঁপাতে তৈরি ইংল্যান্ড-পর্তুগাল - কোভিড-19 প্যানডেমিক

গত বছরই ইউরো 2020 (Euro 2020) অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কোভিড-19 প্যানডেমিকের জন্য তা স্থগিত হয়ে যায় ৷ তবে চলতি বছরের 11 জুন থেকে ফের এই টুর্নামেন্ট শুরু হতে চলেছে ৷ চলবে 11 জুলাই পর্যন্ত ৷

ফেভারহিট ফ্রান্স
ফেভারহিট ফ্রান্স
author img

By

Published : Jun 10, 2021, 7:16 PM IST

Updated : Jun 10, 2021, 8:10 PM IST

নয়াদিল্লি, 10 জুন : শুরু হতে চলেছে ইউরো 2020 ৷ ইউরোপ সেরা হওয়ার লড়াইয়ে নামবে 24টি দেশ ৷ তাই এক কথায় এই মেগা টুর্নামেন্টকে ইউরোপের ফুটবল বিশ্বকাপও (FIFA World Cup) বলা চলে ৷

গত বছরই ইউরো 2020 অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কোভিড-19 প্যানডেমিকের জন্য তা স্থগিত হয়ে যায় ৷ তবে চলতি বছরের 11 জুন থেকে ফের এই টুর্নামেন্ট শুরু হতে চলেছে ৷ চলবে 11 জুলাই পর্যন্ত ৷

প্রথমবার এই টুর্নামেন্টে আসতে চলেছে ভার (VAR) বা ভিডিয়ো অ্যাসিস্ট্যান্ট রেফারি প্রযুক্তি ৷ মোট 11টি ইউইএফএ (UEFA) দেশের 11টি শহরে খেলা হবে ৷

24টি দলকে মোট 6টি গ্রুপে ভাগ করা হয়েছে ৷ তার মধ্যে গ্রুপ এফে আছে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স, জার্মানি, ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল ও হাঙ্গেরি ৷ স্বভাবতই এই গ্রুপকে ‘গ্রুপ অফ ডেথ’ বলা হচ্ছে ৷ টুর্নামেন্টের প্রথম ম্যাচ হবে তুরস্ক ও ইতালির মধ্যে ৷

2018 সালের বিশ্ব জয়ী ফ্রান্সকে টুর্নামেন্টের সবথেকে সেরা দলের আখ্যা দেওয়া হয়েছে ৷ দলে আছেন অ্যান্তেনিও গ্রিজম্যান, অলিভার জিরুড, পল পোগবা এবং করিম বেঞ্জেমার মতো তারকা ফুটবলাররা ৷ কয়েক বছর দলের বাইরে থাকলেও এই টুর্নামেন্টে দলে ফিরেছেন বেঞ্জেমা ৷ তবে এটা দেখার বিষয় কীভাবে ম্যানেজার দ্রিদিয়ের দেঁশ তাঁকে ব্যবহার করেন ৷

2016 সালের ইউরো রানার্স ছিল ফ্রান্স ৷ ফাইনালে তাঁরা পর্তুগালের কাছে 1-0 গোলে হেরে যায় ৷ এইবার গ্রুপ পর্যায়েই মুখোমুখি হবে দুই দল ৷ ফ্রান্সের মতোই এবারের ইউরো জেতার অন্যতম ফেভারিট ইংল্যান্ডও ৷ দলে আছেন একাধিক তরুণ তুর্কি ৷ অধিনায়ক হ্যারি কেন সহ আছেন মার্কাস রাশফোর্ড, জর্ডন হেন্ডারসন, রেস জেমসের মতো ফুটবলার ৷

যদি ইংল্যান্ড ফাইনালে পৌঁছাতে পারে, তাহলে ঘরের মাঠে চলতি আসন্ন ইউরোতে সর্বাধিক ম্যাচ খেলবে তাঁরা ৷ এছাড়া যদি ফাইনালে পৌঁছাতে পারেন হ্যারি কেনরা, তাহলে ঘরের মাঠ ওয়েম্বলিতে ফাইনাল খেলার সুযোগ থাকছে তাঁদের কাছে ৷

টুর্নামেন্টে লম্বা রেসের ঘোড়া হতে পারে পর্তুগালও ৷ তবে তাঁদের মধ্যে এখনও অতিরিক্ত রোনাল্ডো নির্ভারতা আছে ৷ যা দ্রুত কাটিয়ে উঠতে হবে ৷ তাছাড়া মিডফিল্ডে ফর্মে আছেন ব্রুনো ফার্নানডেজ ৷

আরও পড়ুন : WTC final : একসঙ্গে অনুশীলন শুরু করলেন বিরাট-রোহিতরা

2018 বিশ্বকাপে বেলজিয়াম শেষ করেছিল তৃতীয় হিসেবে ৷ ফের একবার ফুটবল মাঠ কাঁপাতে তৈরি ইডেন হ্যার্জাডের দল ৷ তবে কেভিন ডি ব্রুনের চোট চিন্তায় রাখছে তাঁদের ৷

একসময় কার্যত বিশ্ব ফুটবল শাসন করেছে স্পেন ৷ একসঙ্গে বিশ্বকাপ ও ইউরো জেতার নজিরও আছে স্প্যানিশ আর্মাডার ৷ তাই এবারের টুর্নামেন্টেও তাঁদের গুরুত্ব না দিলে ভুগতে হতে পারে বাকি দলগুলিকে ৷ দলে নেই সার্জিও রামোস ৷ পরিবর্তে জরি অ্যালবা ও এরিক গার্সিয়ারা কীভাবে ডিফেন্স সামলান সেটাই এখন দেখার ৷

নয়াদিল্লি, 10 জুন : শুরু হতে চলেছে ইউরো 2020 ৷ ইউরোপ সেরা হওয়ার লড়াইয়ে নামবে 24টি দেশ ৷ তাই এক কথায় এই মেগা টুর্নামেন্টকে ইউরোপের ফুটবল বিশ্বকাপও (FIFA World Cup) বলা চলে ৷

গত বছরই ইউরো 2020 অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কোভিড-19 প্যানডেমিকের জন্য তা স্থগিত হয়ে যায় ৷ তবে চলতি বছরের 11 জুন থেকে ফের এই টুর্নামেন্ট শুরু হতে চলেছে ৷ চলবে 11 জুলাই পর্যন্ত ৷

প্রথমবার এই টুর্নামেন্টে আসতে চলেছে ভার (VAR) বা ভিডিয়ো অ্যাসিস্ট্যান্ট রেফারি প্রযুক্তি ৷ মোট 11টি ইউইএফএ (UEFA) দেশের 11টি শহরে খেলা হবে ৷

24টি দলকে মোট 6টি গ্রুপে ভাগ করা হয়েছে ৷ তার মধ্যে গ্রুপ এফে আছে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স, জার্মানি, ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল ও হাঙ্গেরি ৷ স্বভাবতই এই গ্রুপকে ‘গ্রুপ অফ ডেথ’ বলা হচ্ছে ৷ টুর্নামেন্টের প্রথম ম্যাচ হবে তুরস্ক ও ইতালির মধ্যে ৷

2018 সালের বিশ্ব জয়ী ফ্রান্সকে টুর্নামেন্টের সবথেকে সেরা দলের আখ্যা দেওয়া হয়েছে ৷ দলে আছেন অ্যান্তেনিও গ্রিজম্যান, অলিভার জিরুড, পল পোগবা এবং করিম বেঞ্জেমার মতো তারকা ফুটবলাররা ৷ কয়েক বছর দলের বাইরে থাকলেও এই টুর্নামেন্টে দলে ফিরেছেন বেঞ্জেমা ৷ তবে এটা দেখার বিষয় কীভাবে ম্যানেজার দ্রিদিয়ের দেঁশ তাঁকে ব্যবহার করেন ৷

2016 সালের ইউরো রানার্স ছিল ফ্রান্স ৷ ফাইনালে তাঁরা পর্তুগালের কাছে 1-0 গোলে হেরে যায় ৷ এইবার গ্রুপ পর্যায়েই মুখোমুখি হবে দুই দল ৷ ফ্রান্সের মতোই এবারের ইউরো জেতার অন্যতম ফেভারিট ইংল্যান্ডও ৷ দলে আছেন একাধিক তরুণ তুর্কি ৷ অধিনায়ক হ্যারি কেন সহ আছেন মার্কাস রাশফোর্ড, জর্ডন হেন্ডারসন, রেস জেমসের মতো ফুটবলার ৷

যদি ইংল্যান্ড ফাইনালে পৌঁছাতে পারে, তাহলে ঘরের মাঠে চলতি আসন্ন ইউরোতে সর্বাধিক ম্যাচ খেলবে তাঁরা ৷ এছাড়া যদি ফাইনালে পৌঁছাতে পারেন হ্যারি কেনরা, তাহলে ঘরের মাঠ ওয়েম্বলিতে ফাইনাল খেলার সুযোগ থাকছে তাঁদের কাছে ৷

টুর্নামেন্টে লম্বা রেসের ঘোড়া হতে পারে পর্তুগালও ৷ তবে তাঁদের মধ্যে এখনও অতিরিক্ত রোনাল্ডো নির্ভারতা আছে ৷ যা দ্রুত কাটিয়ে উঠতে হবে ৷ তাছাড়া মিডফিল্ডে ফর্মে আছেন ব্রুনো ফার্নানডেজ ৷

আরও পড়ুন : WTC final : একসঙ্গে অনুশীলন শুরু করলেন বিরাট-রোহিতরা

2018 বিশ্বকাপে বেলজিয়াম শেষ করেছিল তৃতীয় হিসেবে ৷ ফের একবার ফুটবল মাঠ কাঁপাতে তৈরি ইডেন হ্যার্জাডের দল ৷ তবে কেভিন ডি ব্রুনের চোট চিন্তায় রাখছে তাঁদের ৷

একসময় কার্যত বিশ্ব ফুটবল শাসন করেছে স্পেন ৷ একসঙ্গে বিশ্বকাপ ও ইউরো জেতার নজিরও আছে স্প্যানিশ আর্মাডার ৷ তাই এবারের টুর্নামেন্টেও তাঁদের গুরুত্ব না দিলে ভুগতে হতে পারে বাকি দলগুলিকে ৷ দলে নেই সার্জিও রামোস ৷ পরিবর্তে জরি অ্যালবা ও এরিক গার্সিয়ারা কীভাবে ডিফেন্স সামলান সেটাই এখন দেখার ৷

Last Updated : Jun 10, 2021, 8:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.