ETV Bharat / sports

Euro 2020 : রোমে হ্যারি কেনের আগুনে পুড়ে ছাই ইউক্রেন, সেমিতে থ্রি লায়ন্সরা - england qualify for semifinal

ইউক্রেনকে 4-0 গোলে উড়িয়ে ইউরোর সেমিফাইনালে পা রাখল ইংল্যান্ড ৷

england beat ukraine
england beat ukraine
author img

By

Published : Jul 4, 2021, 7:47 AM IST

রোম, 4 জুলাই : এই ম্যাচের আগে পর্যন্ত ইউরোর মঞ্চে তাঁকে সাদামাটা দেখিয়েছে ৷ জার্মানির বিরুদ্ধে গোল পেয়েছিলেন ঠিকই ৷ কিন্তু সেই গোলের পিছনে কৃতিত্বের চেয়ে ভাগ্যকে ধন্যবাদ দিতে পারেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন ৷ শনিবার রাতে কোয়ার্টার ফাইনালে ইউক্রেনের বিরুদ্ধে জ্বলে উঠলেন কেন ৷ 27 বছরের এই ইংলিশ স্ট্রাইকার জোড়া গোল করলেন ৷ ইউরোপের রুটির ঝুড়ির দেশকে 4-0 গোলে উড়িয়ে সেমিফাইনালে পা রাখল ইংল্যান্ড ৷

শনিবার রাতে রোমের স্তাদিও অলিম্পিকো স্টেডিয়ামে হ্যারি কেন-এর গোল উৎসবে সঙ্গ দিয়েছেন হ্যারি ম্যাগুয়ের এবং জর্ডন হেন্ডারসন ৷ ম্যাচের বাকি দুটি গোল করেছেন ম্যাগুয়ের ও জর্ডন ৷

ম্যাচের স্কোরলাইন দেখেই বোঝা যায় প্রথম থেকেই প্রতিপক্ষকে চেপে ধরেছিল ইংরেজরা ৷ হাতেনাতে তার ফল আসে ৷ ম্যাচের বয়স যখন মাত্র চার মিনিট তখন রাহিম স্টার্লিংয়ের পাস থেকে ইউক্রেনের জালে বল জড়িয়ে দেন হ্যারি কেন ৷ অধিনায়কের গোলে গ্যারেথ সাউথগেটের দল প্রথমেই এগিয়ে যায় ৷ 29 মিনিটে গোল করার চেষ্টা করলেও বল টার্গেটে রাখতে পারেননি ৷ 1-0 গোল অবস্থায় বিরতিতে যায় দুটি দল ৷

বিরতি থেকে ফিরে আসার পরপরই ফের ইউক্রেনের জাল কাঁপায় ইংল্যান্ড ৷ এবার হ্যারি ম্যাগুয়ের ৷ লুক শ-এর ফ্রি কিকে মাথা ঠেকিয়ে গোল করেন হ্যারি ৷ 50 মিনিটের মাথায় নিজের দ্বিতীয় ও দলের হয়ে তৃতীয় গোলটি করে ফেলেন ইংরেজ অধিনায়ক ৷ লুক শ-এর পাস থেকে হেডারে গোল করেন কেন ৷ ইউক্রেন শিবির তখন ছন্নছাড়া ৷ 63 মিনিটে জর্ডন হেন্ডারসন ষোলকলা পূর্ণ করেন ৷ ডেকলান রাইসের পরিবর্তে মাঠে নামা হেন্ডারসন মাউন্টের পাস থেকে গোল করে ব্যবধান 4-0 করে ফেলেন ৷ যা ম্যাচের শেষ পর্যন্ত বজায় ছিল ৷

  • 🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿 1st time England have scored 4 goals in a knockout stage match of a major tournament since the final of the World Cup in 1966...#EURO2020 pic.twitter.com/GvKzvqG5pC

    — UEFA EURO 2020 (@EURO2020) July 3, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সেই 1966 সালে বিশ্বকাপ ফাইনালে চারটি গোল করেছিল ইংল্যান্ড ৷ বহু বছর পর ফের তারা কোনও মেজর টুর্নামেন্টের নকআউট পর্বে প্রতিপক্ষকে চার গোলের মালা পরাল ৷

ইউরোর সেমিফাইনালের লাইন আপ
ইউরোর সেমিফাইনালের লাইন আপ

আরও পড়ুন : Euro 2020 : ড্যানিশ ডিনামাইটে স্তব্ধ চেক, 29 বছর পর ইউরোর সেমিতে ডেনমার্ক

2018 বিশ্বকাপের পর মেজর টুর্নামেন্টের শেষ চারে পৌঁছাল ইংল্যান্ড ৷ সেমিতে তাদের প্রতিপক্ষ দুর্দান্ত ছন্দে থাকা ডেনমার্ক ৷ প্রথমবার ইউরো জিতে ইতিহাস গড়ার থেকে মাত্র দু ধাপ দূরে তারা ৷ ইটস কামিং হোম ৷ স্বপ্ন দেখতে শুরু করেছে ইংরেজরা ৷

রোম, 4 জুলাই : এই ম্যাচের আগে পর্যন্ত ইউরোর মঞ্চে তাঁকে সাদামাটা দেখিয়েছে ৷ জার্মানির বিরুদ্ধে গোল পেয়েছিলেন ঠিকই ৷ কিন্তু সেই গোলের পিছনে কৃতিত্বের চেয়ে ভাগ্যকে ধন্যবাদ দিতে পারেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন ৷ শনিবার রাতে কোয়ার্টার ফাইনালে ইউক্রেনের বিরুদ্ধে জ্বলে উঠলেন কেন ৷ 27 বছরের এই ইংলিশ স্ট্রাইকার জোড়া গোল করলেন ৷ ইউরোপের রুটির ঝুড়ির দেশকে 4-0 গোলে উড়িয়ে সেমিফাইনালে পা রাখল ইংল্যান্ড ৷

শনিবার রাতে রোমের স্তাদিও অলিম্পিকো স্টেডিয়ামে হ্যারি কেন-এর গোল উৎসবে সঙ্গ দিয়েছেন হ্যারি ম্যাগুয়ের এবং জর্ডন হেন্ডারসন ৷ ম্যাচের বাকি দুটি গোল করেছেন ম্যাগুয়ের ও জর্ডন ৷

ম্যাচের স্কোরলাইন দেখেই বোঝা যায় প্রথম থেকেই প্রতিপক্ষকে চেপে ধরেছিল ইংরেজরা ৷ হাতেনাতে তার ফল আসে ৷ ম্যাচের বয়স যখন মাত্র চার মিনিট তখন রাহিম স্টার্লিংয়ের পাস থেকে ইউক্রেনের জালে বল জড়িয়ে দেন হ্যারি কেন ৷ অধিনায়কের গোলে গ্যারেথ সাউথগেটের দল প্রথমেই এগিয়ে যায় ৷ 29 মিনিটে গোল করার চেষ্টা করলেও বল টার্গেটে রাখতে পারেননি ৷ 1-0 গোল অবস্থায় বিরতিতে যায় দুটি দল ৷

বিরতি থেকে ফিরে আসার পরপরই ফের ইউক্রেনের জাল কাঁপায় ইংল্যান্ড ৷ এবার হ্যারি ম্যাগুয়ের ৷ লুক শ-এর ফ্রি কিকে মাথা ঠেকিয়ে গোল করেন হ্যারি ৷ 50 মিনিটের মাথায় নিজের দ্বিতীয় ও দলের হয়ে তৃতীয় গোলটি করে ফেলেন ইংরেজ অধিনায়ক ৷ লুক শ-এর পাস থেকে হেডারে গোল করেন কেন ৷ ইউক্রেন শিবির তখন ছন্নছাড়া ৷ 63 মিনিটে জর্ডন হেন্ডারসন ষোলকলা পূর্ণ করেন ৷ ডেকলান রাইসের পরিবর্তে মাঠে নামা হেন্ডারসন মাউন্টের পাস থেকে গোল করে ব্যবধান 4-0 করে ফেলেন ৷ যা ম্যাচের শেষ পর্যন্ত বজায় ছিল ৷

  • 🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿 1st time England have scored 4 goals in a knockout stage match of a major tournament since the final of the World Cup in 1966...#EURO2020 pic.twitter.com/GvKzvqG5pC

    — UEFA EURO 2020 (@EURO2020) July 3, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সেই 1966 সালে বিশ্বকাপ ফাইনালে চারটি গোল করেছিল ইংল্যান্ড ৷ বহু বছর পর ফের তারা কোনও মেজর টুর্নামেন্টের নকআউট পর্বে প্রতিপক্ষকে চার গোলের মালা পরাল ৷

ইউরোর সেমিফাইনালের লাইন আপ
ইউরোর সেমিফাইনালের লাইন আপ

আরও পড়ুন : Euro 2020 : ড্যানিশ ডিনামাইটে স্তব্ধ চেক, 29 বছর পর ইউরোর সেমিতে ডেনমার্ক

2018 বিশ্বকাপের পর মেজর টুর্নামেন্টের শেষ চারে পৌঁছাল ইংল্যান্ড ৷ সেমিতে তাদের প্রতিপক্ষ দুর্দান্ত ছন্দে থাকা ডেনমার্ক ৷ প্রথমবার ইউরো জিতে ইতিহাস গড়ার থেকে মাত্র দু ধাপ দূরে তারা ৷ ইটস কামিং হোম ৷ স্বপ্ন দেখতে শুরু করেছে ইংরেজরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.