ETV Bharat / sports

সারদা মামলায় ইস্টবেঙ্গল কর্তাকে নোটিস ইডির - সারদায় কাণ্ডে ইস্টবঙ্গল কর্তাকে ইডির নোটিস

প্রতিবেশী ক্লাব যখন মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে তখনই ঘোর অন্ধকার ইস্টবেঙ্গল শিবিরে ৷

debabrata-sarkar
debabrata-sarkar
author img

By

Published : Mar 9, 2021, 6:59 PM IST

Updated : Mar 9, 2021, 7:53 PM IST

কলকাতা, 9 মার্চ : সারদা মামলায় ফের ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকারকে নোটিস পাঠাল ইডি । আগামী বুধবার তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে । সেখানেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানা গিয়েছে ৷

আজই আইএসএলের ফাইনালে ওঠার লক্ষ্যে মাঠে নামছে এটিকে মোহনবাগান ৷ সেমিফাইনালের দ্বিতীয় লেগে তাঁদের প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড ৷ প্রতিবেশী ক্লাব যখন মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে তখনই ঘোর অন্ধকার ইস্টবেঙ্গল শিবিরে ৷ সারদা মামলায় ফের একবার দেবব্রত সরকারকে নোটিস পাঠাল ইডি ৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ, সেবির সঙ্গে তাঁর ভালো সম্পর্কের কথা শুনিয়ে সারদা কর্তা সুদীপ্ত সেনের ঘনিষ্ঠ হয়েছিলেন ৷ সারদার চার থেকে পাঁচ কোটি টাকা একাধিকবার তাঁর কাছে এসেছিল । ফলে, সারদার টাকায় একাধিকবার লাভবান হয়েছেন তিনি ।

আরও পড়ুন : সারদা থেকে উপার্জিত টাকা ফেরত দিতে চান কুণাল ঘোষ

এর আগেও সারদা চিটফান্ড কাণ্ডে ইডি নোটিস পাঠিয়েছিল তাঁকে ৷ জিজ্ঞাসাবাদ এবং চার্জশিটের পরে দেবব্রত সরকারকে গ্রেফতার করে সিবিআই । প্রায় পাঁচ মাস জেলে থাকতে হয়েছিল । পরে জেল থেকে বেরিয়ে এলেও ফের দেবব্রত সরকারকে সমন পাঠাল ইডি । এই ঘটনায় ইস্টবেঙ্গল ক্লাবের সম্মান নিয়ে এখন সদস্য সমর্থকরা আশঙ্কিত । এমনিতেই বিনিয়োগ সংস্থা এবং ক্লাবের মতের অমিলে চুক্তি চূড়ান্ত হয়নি । ফুটবলারদের গত মরসুমের বকেয়া নিয়ে ফিফার চিঠি এসেছে ক্লাবে । এই অবস্থায় শীর্ষকর্তা দেবব্রত সরকারকে ইডির চিঠিতে অস্বস্তি আরও বাড়ল ।

কলকাতা, 9 মার্চ : সারদা মামলায় ফের ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকারকে নোটিস পাঠাল ইডি । আগামী বুধবার তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে । সেখানেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানা গিয়েছে ৷

আজই আইএসএলের ফাইনালে ওঠার লক্ষ্যে মাঠে নামছে এটিকে মোহনবাগান ৷ সেমিফাইনালের দ্বিতীয় লেগে তাঁদের প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড ৷ প্রতিবেশী ক্লাব যখন মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে তখনই ঘোর অন্ধকার ইস্টবেঙ্গল শিবিরে ৷ সারদা মামলায় ফের একবার দেবব্রত সরকারকে নোটিস পাঠাল ইডি ৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ, সেবির সঙ্গে তাঁর ভালো সম্পর্কের কথা শুনিয়ে সারদা কর্তা সুদীপ্ত সেনের ঘনিষ্ঠ হয়েছিলেন ৷ সারদার চার থেকে পাঁচ কোটি টাকা একাধিকবার তাঁর কাছে এসেছিল । ফলে, সারদার টাকায় একাধিকবার লাভবান হয়েছেন তিনি ।

আরও পড়ুন : সারদা থেকে উপার্জিত টাকা ফেরত দিতে চান কুণাল ঘোষ

এর আগেও সারদা চিটফান্ড কাণ্ডে ইডি নোটিস পাঠিয়েছিল তাঁকে ৷ জিজ্ঞাসাবাদ এবং চার্জশিটের পরে দেবব্রত সরকারকে গ্রেফতার করে সিবিআই । প্রায় পাঁচ মাস জেলে থাকতে হয়েছিল । পরে জেল থেকে বেরিয়ে এলেও ফের দেবব্রত সরকারকে সমন পাঠাল ইডি । এই ঘটনায় ইস্টবেঙ্গল ক্লাবের সম্মান নিয়ে এখন সদস্য সমর্থকরা আশঙ্কিত । এমনিতেই বিনিয়োগ সংস্থা এবং ক্লাবের মতের অমিলে চুক্তি চূড়ান্ত হয়নি । ফুটবলারদের গত মরসুমের বকেয়া নিয়ে ফিফার চিঠি এসেছে ক্লাবে । এই অবস্থায় শীর্ষকর্তা দেবব্রত সরকারকে ইডির চিঠিতে অস্বস্তি আরও বাড়ল ।

Last Updated : Mar 9, 2021, 7:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.