ETV Bharat / sports

কেরিয়ার নষ্টের চেষ্টা কোচের, ক্রোমার অভিযোগে অস্বস্তিতে ইস্টবেঙ্গল

author img

By

Published : Feb 26, 2020, 4:04 PM IST

সবে আই লিগে ঘুরে দাঁড়াতে শুরু করেছে ইস্টবেঙ্গল ৷ তার মধ্যেই কোচের বিরুদ্ধে অভিযোগ আনলেন ক্রোমা ।

eastbengal coach footballer contro
মারিও বনাম ক্রোমা

কলকাতা, 26 ফেব্রুয়ারি: বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না ইস্টবেঙ্গলকে ৷ এবার কোচ মারিও রিবেরা তাঁর কেরিয়ার নষ্টের চেষ্টা করেছেন বলে অভিযোগ স্ট্রাইকার আনসুমানা ক্রোমার ৷

পরপর দু'টি জয়ে সবে আই লিগে ঘুরে দাঁড়াতে শুরু করেছে দলটি ৷ খেতাব জয়ের আশা না থাকলেও দল জয়ে ফেরায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ইস্টবেঙ্গল সমর্থকরা ৷ তার মধ্যেই অশান্তির কালো মেঘ ঘনিয়ে এসেছে লাল-হলুদের অন্দরে ৷ কোচ মারিও রিবেরার প্রতি ক্ষোভ উগরে দিলেন স্ট্রাইকার আনসুমানা ক্রোমা ৷ কলকাতা ময়দানে অনেকদিন ধরে খেলছেন এই লাইবেরিয়ান স্ট্রাইকার ৷ তাঁর বক্তব্য, কেরিয়ারে অনেক কোচের অধীনে খেলার সুযোগ হয়েছে তাঁর ৷ তবে মারিওর মতো খারাপ কোচ আর দুটো দেখেননি বলে তাঁর মত৷ ট্রাও FC-র বিরুদ্ধে ক্রোমাকে তুলে নিয়ে ভিক্টর আলেন্সোকে নামিয়ে ছিলেন কোচ । এই সিদ্ধান্তে ইস্টবেঙ্গল খেলায় ফিরেছিল । কিন্তু ক্রোমার মতে তাঁর ফুটবল কেরিয়ার শেষ করতেই মারিও রিবেরা এই সিদ্ধান্ত নিয়েছিলেন‌। ভবিষ্যতেও নেবেন ।

মারিও রিবেরার প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন ক্রোমা

ঘরের মাঠে ইস্টবেঙ্গলের পরবর্তী প্রতিপক্ষ চার্চিল ব্রাদার্স । দলকে তৈরি করতে ফুটবলারদের অক্লান্ত পরিশ্রম করাচ্ছেন লাল হলুদের কোচিং ব্রিগেড । শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে চার্চিলের বিরুদ্ধে নামবে মারিও রিবেরার দল ৷ দলকে তৈরি করতে ব্যস্ত তিনি । তার আগে বুধবারের অনুশীলনে ক্রোমাকে কার্যত ছকের বাইরে রেখে অনুশীলন করান মারিও রিবেরা । কার্ড সমস্যার জেরে দলে নেই কাশিম আইদারা । এই অবস্থায় চার্চিলকে থামাতে কাশিম আইদারার বিকল্প খুঁজে বের করাই আসল লক্ষ্য রিবেরার । কিন্তু ক্রোমার এই অভিযোগ দলকে অস্বস্তিতে ফেলেছে ।

এদিকে সাংবাদিক বৈঠকেই যাবতীয় প্রশ্নের উত্তর দেবেন বলে জানিয়েছেন মারিও । বলেন, ক্লাব কর্তাদের সঙ্গে কথা বলার পর এই বিষয়ে মুখ খুলবেন ।

কলকাতা, 26 ফেব্রুয়ারি: বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না ইস্টবেঙ্গলকে ৷ এবার কোচ মারিও রিবেরা তাঁর কেরিয়ার নষ্টের চেষ্টা করেছেন বলে অভিযোগ স্ট্রাইকার আনসুমানা ক্রোমার ৷

পরপর দু'টি জয়ে সবে আই লিগে ঘুরে দাঁড়াতে শুরু করেছে দলটি ৷ খেতাব জয়ের আশা না থাকলেও দল জয়ে ফেরায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ইস্টবেঙ্গল সমর্থকরা ৷ তার মধ্যেই অশান্তির কালো মেঘ ঘনিয়ে এসেছে লাল-হলুদের অন্দরে ৷ কোচ মারিও রিবেরার প্রতি ক্ষোভ উগরে দিলেন স্ট্রাইকার আনসুমানা ক্রোমা ৷ কলকাতা ময়দানে অনেকদিন ধরে খেলছেন এই লাইবেরিয়ান স্ট্রাইকার ৷ তাঁর বক্তব্য, কেরিয়ারে অনেক কোচের অধীনে খেলার সুযোগ হয়েছে তাঁর ৷ তবে মারিওর মতো খারাপ কোচ আর দুটো দেখেননি বলে তাঁর মত৷ ট্রাও FC-র বিরুদ্ধে ক্রোমাকে তুলে নিয়ে ভিক্টর আলেন্সোকে নামিয়ে ছিলেন কোচ । এই সিদ্ধান্তে ইস্টবেঙ্গল খেলায় ফিরেছিল । কিন্তু ক্রোমার মতে তাঁর ফুটবল কেরিয়ার শেষ করতেই মারিও রিবেরা এই সিদ্ধান্ত নিয়েছিলেন‌। ভবিষ্যতেও নেবেন ।

মারিও রিবেরার প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন ক্রোমা

ঘরের মাঠে ইস্টবেঙ্গলের পরবর্তী প্রতিপক্ষ চার্চিল ব্রাদার্স । দলকে তৈরি করতে ফুটবলারদের অক্লান্ত পরিশ্রম করাচ্ছেন লাল হলুদের কোচিং ব্রিগেড । শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে চার্চিলের বিরুদ্ধে নামবে মারিও রিবেরার দল ৷ দলকে তৈরি করতে ব্যস্ত তিনি । তার আগে বুধবারের অনুশীলনে ক্রোমাকে কার্যত ছকের বাইরে রেখে অনুশীলন করান মারিও রিবেরা । কার্ড সমস্যার জেরে দলে নেই কাশিম আইদারা । এই অবস্থায় চার্চিলকে থামাতে কাশিম আইদারার বিকল্প খুঁজে বের করাই আসল লক্ষ্য রিবেরার । কিন্তু ক্রোমার এই অভিযোগ দলকে অস্বস্তিতে ফেলেছে ।

এদিকে সাংবাদিক বৈঠকেই যাবতীয় প্রশ্নের উত্তর দেবেন বলে জানিয়েছেন মারিও । বলেন, ক্লাব কর্তাদের সঙ্গে কথা বলার পর এই বিষয়ে মুখ খুলবেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.