কলকাতা, 17 জুনঃ কলকাতা প্রিমিয়ার লিগের সম্ভাব্য সূচি অনুযায়ী আর মাত্র 35 দিন বাকি বল গড়ানোর। বড় দুই দল মাঠে নামবে আরও সাতদিন পর। জুলাইয়ের শেষ সপ্তাহে বা অগাস্টের শুরুতে দুই বড় ক্লাব তাদের মরসুমের প্রথম ম্যাচ খেলবে।
এই অবস্থায় ইস্টবেঙ্গল ও মোহনবাগান কবে থেকে অনুশীলন শুরু করবে তার কোনও হদিশ দুই বড় ক্লাবে নেই। ইস্টবেঙ্গলের ফুটবল বিভাগ ময়দানের ক্লাব তাঁবু থেকে নয়, বিনিয়োগকারী সংস্থার অফিস থেকে নিয়ন্ত্রিত হয়। ফলে দল সংক্রান্ত যে কোনও প্রশ্নে বলা হয়, ইমেল মারফত জানিয়ে দেওয়া হবে। এদিকে বাগান কর্তারা বলছেন ক্লাবের ওয়েবসাইট দেখুন। দুই প্রধান জানাচ্ছে পেশাদার ফুটবল এভাবেই চলে।
একটা ফুটবল দলের গোটা মরসুমের পারফরম্যান্স নির্ভর করে সঠিক প্রিসিশন কন্ডিশনিংয়ের ওপর। ফুটবল বিশেষজ্ঞদের মতে ফুটবলারদের সঠিকভাবে গড়ে তুলতে তিন সপ্তাহের প্রিসিশন ট্রেনিং দরকার। তাই ইস্টবেঙ্গলের তিন সপ্তাহের প্রিসিশন ট্রেনিং কীভাবে হবে তা নিয়ে প্রশ্ন থাকছে। লাল-হলুদ কোচ আলেয়ান্দ্রো ইঙ্গিত দিয়েছিলেন প্রিসিশন ট্রেনিং তিনি আধুনিকভাবে করতে চান।
গত মরসুমে আই লিগের আগে কোচিংয়ের দায়িত্ব নেওয়ার পরে লাল হলুদের স্প্যানিশ কোচ পুরো দলকে নিয়ে বিদেশের মাটিতে প্রস্তুতি শিবির করেছিলেন। নতুন মরসুমে আলেয়ান্দ্রো কবে শহরে আসছেন তা নিয়ে ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী সংস্থাও অন্ধকারে । নতুন ফুটবলার দলে নেওয়ার খবর, নতুন সহকারী কোচ নেওয়ার খবর জানতে ইমেল করা হলেও কোনও উত্তর নেই।
এদিকে মোহনবাগান নতুন মরসুমে নতুনভাবে দল গোছাতে চাইছে । স্পেনের কিবু ভিকুনাকে কোচ করা হয়েছে। সহকারী কোচ নিয়োগও হয়ে গেছে । ফুটবলার নেওয়ার কথাও ক্লাবের ওয়েবসাইটের মাধ্যমে জানানো হচ্ছে। কিন্তু নতুন কোচের শহরে আসার খবর গঙ্গাপাড়ের ক্লাবে নেই। একইভাবে প্র্যাকটিস শুরুর খবর ঘিরেও অনিশ্চয়তা রয়েছে ।
এদিকে FSDLএর অদৃশ্য চাপের সামনে ফের নতজানু ফেডারেশন। আই লিগের ক্লাবগুলোর সুপার কাপে অংশগ্রহণ না করার ক্ষেত্রে জরিমানা বাড়াল AIFF । আগে 10 লক্ষ টাকা জরিমানা করা হলেও এখন তা বেড়ে 40 লক্ষ টাকা। কম বাজেটে টিম গড়ে আই লিগে অংশ নেওয়া ক্লাবগুলোর অস্তিত্ব সংকট দেখা দিয়েছে। মোহনবাগানে স্পনসর বা বিনিয়োগকারী সংস্থার পৃষ্ঠপোষকতা অনেকদিন ধরেই নেই। শোনা যাচ্ছে সমস্যা দ্রুত মিটে যাবে ।
বড় দুই প্রধান মাঠে না নামলেও মহমেডান, রেইনবো স্পোর্টিং, সাদার্ন সমিতি সহ প্রিমিয়ারের বাকি ক্লাবগুলো অনুশীলন শুরু করেছে।