ETV Bharat / sports

জেতার চেষ্টা করব : মার্তি

প্রতিপক্ষ শিবিরের চার স্প্যানিশ ফুটবলারকে স্পেন থেকেই চিনতেন । কলকাতায় পা দেওয়ার পর থেকে ডার্বি নিয়ে অনেক কথা শুনেছেন । এবার সেই ডার্বির চ্যালেঞ্জ সামলাতে হবে । নবাগত জুয়ান মেরা গঞ্জালেস পাশে নিয়ে মার্তি ক্রিসপির গলায় প্রত্যয়ের সুর ।

ইস্টবেঙ্গল
author img

By

Published : Aug 31, 2019, 10:53 PM IST

কলকাতা, 31 অগাস্ট : মোহনবাগানের সালভো চামারো, জোসেবা বেইতাকে তিনি চেনেন । জানেন ওঁরা ভালো ফুটবলার । ভারতে খেলতে আসার পর মোহনবাগানের চার স্প্যানিশ ফুটবলারের সম্বন্ধে জেনেছেন এমনটা নয় । ইস্টবেঙ্গলের স্প্যানিশ ডিফেন্ডার ক্রিসপি মার্তি প্রতিপক্ষ শিবিরের চার স্প্যানিশ ফুটবলারকে স্পেন থেকেই চিনতেন । কলকাতায় পা দেওয়ার পর থেকে ডার্বি নিয়ে অনেক কথা শুনেছেন । এবার সেই ডার্বির চ্যালেঞ্জ সামলাতে হবে । নবাগত জুয়ান মেরা গঞ্জালেস পাশে নিয়ে মার্তি ক্রিসপির গলায় প্রত্যয়ের সুর । জানাচ্ছেন, জেতার জন্য চেষ্টা করবেন । মোহনবাগানের স্প্যানিশ ফুটবলাররা ভালো জানেন । কিন্তু মার্তি ক্রিসপির মতে তাঁদের দলেও আরও ভালো মানের ফুটবলার রয়েছেন । তাই ম্যাচটা জমবে ।

মার্তির ভবিষ্যৎবাণীর সঙ্গে অবশ্য ডার্বির বাস্তবের কোনও মিল নেই । সাইয়ের ঘেরাটোপে ইস্টবেঙ্গলের অনুশীলন । ফলে তাদের প্র্যাকটিসের কোনও ছবি পাওয়া সম্ভব নয় । সাইয়ের বন্ধ গেটের বাইরে হাতেগোনা সদস্য সমর্থকদের হাপিত্যেশ অপেক্ষা । যা কলকাতা ডার্বির চেনা ছবির সঙ্গে মেলে না । ইস্টবেঙ্গল কোচ আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া প্র্যাকটিস শেষে বেরোলেন । উপস্থিত গুটিকয়েক সমর্থকরা সেলফির আবদার করলে তা তিনি মেটালেন ।

ফুটবলাররা একইভাবে বাইরে এলেন ও ক্লাবের বাসে করে গন্তব্যে রওনা হলেন । কোচ বা ফুটবলাররা থেকে একটা বড়ম্যাচ নিয়ে একটাও শব্দ খরচ করলেন না ৷ নিয়ম মেনে এবং কোচের নির্দেশ মত সাংবাদিকদের সঙ্গে কথা বললেন কেবল বোরহা গোমেজ় । নবাগত জুয়ান মেরা গঞ্জালেসের দোভাষীর দায়িত্ব নিয়ে সংবাদমাধ্যমের সামনে এসেছিলেন মার্তি ক্রিসপি ।

আলেয়ান্দ্রোর কোচিংয়ে গত একবছরে ডার্বিতে অপরাজিত ইস্টবেঙ্গল । এবার হ্যাটট্রিকের সুযোগ । আগের দুটো ম্যাচে জয়ের অন্যতম কারিগর ছিলেন বোরহা গোমেজ । কলকাতা লিগের ডার্বিতে তিনি নেই । যদিও স্প্যানিশ ডিফেন্ডার নতুন নিয়মের কথা বলে ডার্বিতে খেলার সম্ভাবনার কথা বললেও তা সম্ভব নয় । কারণ ছয়জন বিদেশি নথিভুক্ত করানোর যে নিয়ম IFA এনেছে তা লাগু হবে ডার্বির পরে ৷

কলকাতা, 31 অগাস্ট : মোহনবাগানের সালভো চামারো, জোসেবা বেইতাকে তিনি চেনেন । জানেন ওঁরা ভালো ফুটবলার । ভারতে খেলতে আসার পর মোহনবাগানের চার স্প্যানিশ ফুটবলারের সম্বন্ধে জেনেছেন এমনটা নয় । ইস্টবেঙ্গলের স্প্যানিশ ডিফেন্ডার ক্রিসপি মার্তি প্রতিপক্ষ শিবিরের চার স্প্যানিশ ফুটবলারকে স্পেন থেকেই চিনতেন । কলকাতায় পা দেওয়ার পর থেকে ডার্বি নিয়ে অনেক কথা শুনেছেন । এবার সেই ডার্বির চ্যালেঞ্জ সামলাতে হবে । নবাগত জুয়ান মেরা গঞ্জালেস পাশে নিয়ে মার্তি ক্রিসপির গলায় প্রত্যয়ের সুর । জানাচ্ছেন, জেতার জন্য চেষ্টা করবেন । মোহনবাগানের স্প্যানিশ ফুটবলাররা ভালো জানেন । কিন্তু মার্তি ক্রিসপির মতে তাঁদের দলেও আরও ভালো মানের ফুটবলার রয়েছেন । তাই ম্যাচটা জমবে ।

মার্তির ভবিষ্যৎবাণীর সঙ্গে অবশ্য ডার্বির বাস্তবের কোনও মিল নেই । সাইয়ের ঘেরাটোপে ইস্টবেঙ্গলের অনুশীলন । ফলে তাদের প্র্যাকটিসের কোনও ছবি পাওয়া সম্ভব নয় । সাইয়ের বন্ধ গেটের বাইরে হাতেগোনা সদস্য সমর্থকদের হাপিত্যেশ অপেক্ষা । যা কলকাতা ডার্বির চেনা ছবির সঙ্গে মেলে না । ইস্টবেঙ্গল কোচ আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া প্র্যাকটিস শেষে বেরোলেন । উপস্থিত গুটিকয়েক সমর্থকরা সেলফির আবদার করলে তা তিনি মেটালেন ।

ফুটবলাররা একইভাবে বাইরে এলেন ও ক্লাবের বাসে করে গন্তব্যে রওনা হলেন । কোচ বা ফুটবলাররা থেকে একটা বড়ম্যাচ নিয়ে একটাও শব্দ খরচ করলেন না ৷ নিয়ম মেনে এবং কোচের নির্দেশ মত সাংবাদিকদের সঙ্গে কথা বললেন কেবল বোরহা গোমেজ় । নবাগত জুয়ান মেরা গঞ্জালেসের দোভাষীর দায়িত্ব নিয়ে সংবাদমাধ্যমের সামনে এসেছিলেন মার্তি ক্রিসপি ।

আলেয়ান্দ্রোর কোচিংয়ে গত একবছরে ডার্বিতে অপরাজিত ইস্টবেঙ্গল । এবার হ্যাটট্রিকের সুযোগ । আগের দুটো ম্যাচে জয়ের অন্যতম কারিগর ছিলেন বোরহা গোমেজ । কলকাতা লিগের ডার্বিতে তিনি নেই । যদিও স্প্যানিশ ডিফেন্ডার নতুন নিয়মের কথা বলে ডার্বিতে খেলার সম্ভাবনার কথা বললেও তা সম্ভব নয় । কারণ ছয়জন বিদেশি নথিভুক্ত করানোর যে নিয়ম IFA এনেছে তা লাগু হবে ডার্বির পরে ৷

Intro:মোহনবাগানের সালভো চামারো, জোসভা বেইটাকে তিনি চেনেন। জানেন ওরা ভালো ফুটবলার। ভারতে খেলতে আসার পর মোহনবাগানের চার স্প্যানিশ ফুটবলারের নৈপুণ্য সম্বন্ধে জেনেছেন তা নয়। ইস্টবেঙ্গলের স্প্যানিশ ডিফেন্ডার ক্রিসপি মার্তি প্রতিপক্ষ শিবিরের চার স্প্যানিশ ফুটবলার কে স্পেন থেকেই চিনতেন।কলকাতায় পা দেওয়ার পর থেকে ডার্বি নিয়ে প্রচুর কথা শুনেছেন। এবার সেই ডার্বির চ্যালেঞ্জ সামলাতে হবে। নবাগত জুয়ান মেরা গঞ্জালেস কে পাশে নিয়ে মার্তি ক্রিসপি বলছেন তিনি তৈরি। জেতার জন্য চেষ্টা করবেন। মোহনবাগানের স্প্যানিশ ফুটবলার রা ভালো জানেন। কিন্তু মার্তি ক্রিসপি বলছেন তাদের দলেও আরও ভালো মানের ফুটবলার রয়েছেন।তাই ম্যাচ টা জমবে।
মার্তির ভবিষ্যত বানীর সঙ্গে ডার্বির বহিরঙ্গের কোনও মিল নেই।।সাইয়ের ঘেরাটোপে ইস্টবেঙ্গলের অনুশীলন।ফলে তাদের প্র্যাকটিসের ধরন ধারন নিয়ে কোনও ছবি পাওয়া সম্ভব নয়। সাইয়ের বন্ধ গেটের বাইরে হাতেগোনা সদস্য সমর্থকদের হাপিত্যেশ অপেক্ষা।যা কলকাতা ডার্বির চেনা ছবির সঙ্গে মেলে না। ইস্টবেঙ্গল কোচ আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া প্র্যাকটিস শেষে বেরোলেন। উপস্থিত গুটিকয়েক সমর্থকরা সেলফির আবদার করলে তা তিনি মেটালেন। ফুটবলার রা একইভাবে বাইরে এলেন ও ক্লাবের বাসে করে গন্তব্যে রওনা হলেন। কোচ বা ফুটবলার দের মুখ থেকে একটা বড়ম্যাচ সংক্রান্ত শব্দ নেই।নিয়ম মেনে এবং কোচের নির্দেশ মত সাংবাদিকদের সঙ্গে কথা বললেন কেবল বোরহা ফার্নান্দেজ। নবাগত জুয়ান মেরা গঞ্জালেসের দোভাষী র দায়িত্ব নিয়ে সংবাদ মাধ্যমের সামনে এসছিলেন মার্তি ক্রিসপি। ডার্বি ঘিরে ময়দানে উত্তেজনা নেই।
আলেয়ান্দ্রো র কোচিং এ গত একবছরে ডার্বিতে অপরাজিত ইস্টবেঙ্গল। এবার হ্যাটট্রিকের সুযোগ। আগের দুটো ম্যাচে জয়ের অন্যতম কারিগর ছিলেন বোরখা গোমেজ।কলকাতা লিগের ডার্বিতে তিনি নেই। যদিও স্প্যানিশ ডিফেন্ডার নতুন নিয়মের কথা বলে ডার্বিতে খেলার সম্ভাবনার কথা বললেও তা সম্ভব নয়। কারন ছয়জন বিদেশি নথিভুক্ত করনের যে নিয়ম আইএফএ করেছে তা ডার্বির পরে চালু হবে। বোরখা গোমেজ বলছেন দল তৈরি। মার্তি র সুরে তিনিও দাবি করছেন ভালো ফুটবলারের সংখ্যা ইস্টবেঙ্গলে বেশি।তাই গুরুত্বপূর্ণ ম্যাচে জেতার ব্যাপারে বোরখা আত্মবিশ্বাসী।




Body:ইস্টবেঙ্গল


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.