ETV Bharat / sports

শ্রী সিমেন্টের সঙ্গে গাঁটছড়া, ISL-এ ইস্টবেঙ্গল

author img

By

Published : Sep 2, 2020, 4:09 PM IST

Updated : Sep 2, 2020, 5:27 PM IST

এবারের ISL খেলবে ইস্টবেঙ্গল, ঘোষণা মুখ্যমন্ত্রীর
এবারের ISL খেলবে ইস্টবেঙ্গল, ঘোষণা মুখ্যমন্ত্রীর

16:07 September 02

ISL খেলবে ইস্টবেঙ্গল

কলকাতা, 2 সেপ্টেম্বর : জল্পনার অবসান ৷ ISL -এর জার্সি পরে মাঠে নামবে লাল-হলুদ ফুটবলাররা ৷ আজ নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বাংলার সংস্থা শ্রী সিমেন্টের সঙ্গে চুক্তি হয়েছে ইস্টবেঙ্গলের ৷  

ATK-মোহনবাগান চুক্তিবদ্ধ হওয়ার পর ISL-এ ইস্টবেঙ্গলের ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়েছিল ৷ বেশি কিছু পক্ষ ইস্টবেঙ্গলের পক্ষে সওয়াল করলেও চূড়ান্ত কিছু জানা যাচ্ছিল না ৷ অবশেষে আজ মমতার ঘোষণায় জল্পনার অবসান হল ৷ আজ ঘোষণার পর মমতা বলেন, "ক্রীড়াক্ষেত্রে দেশকে পথ দেখাবে বাংলা ৷ ATK, শ্রী সিমেন্টের মতো সংস্থা ইতিমধ্যেই এগিয়ে এসেছে ৷ আগামী দিনে আরও সংস্থা বাংলার ফুটবলকে তথা বাংলার ক্রীড়াক্ষেত্রকে সাহায্য করতে এগিয়ে আসবে ৷" তিনি আরও বলেন, "কলকাতা হল গেটওয়ে অফ ফুটবল ৷ আগামীদিনে শহরে তিন প্রধানের নামে তিনটি গেট হবে ৷" এছাড়া ইস্টবেঙ্গলের ফুটবল মিউজ়িয়ামের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ৷ তবে দিনক্ষণ এখনও ঠিক হয়নি ৷ পাশাপাশি রাজ্য সরকার ও কলকাতার তিন প্রধানের উদ্যোগে শুরু হবে জেলা ফুটবল ৷ এই উদ্যোগে জেলা থেকে উঠে আসবে ফুটবল প্রতিভা ৷   

ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার জানান, "প্রাথমিক কাজ সম্পন্ন হয়েছে ৷ এরপর নিয়মমাফিক ISL-এ খেলার জন্য আবেদন করবে ইস্টবেঙ্গল ৷" 

16:07 September 02

ISL খেলবে ইস্টবেঙ্গল

কলকাতা, 2 সেপ্টেম্বর : জল্পনার অবসান ৷ ISL -এর জার্সি পরে মাঠে নামবে লাল-হলুদ ফুটবলাররা ৷ আজ নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বাংলার সংস্থা শ্রী সিমেন্টের সঙ্গে চুক্তি হয়েছে ইস্টবেঙ্গলের ৷  

ATK-মোহনবাগান চুক্তিবদ্ধ হওয়ার পর ISL-এ ইস্টবেঙ্গলের ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়েছিল ৷ বেশি কিছু পক্ষ ইস্টবেঙ্গলের পক্ষে সওয়াল করলেও চূড়ান্ত কিছু জানা যাচ্ছিল না ৷ অবশেষে আজ মমতার ঘোষণায় জল্পনার অবসান হল ৷ আজ ঘোষণার পর মমতা বলেন, "ক্রীড়াক্ষেত্রে দেশকে পথ দেখাবে বাংলা ৷ ATK, শ্রী সিমেন্টের মতো সংস্থা ইতিমধ্যেই এগিয়ে এসেছে ৷ আগামী দিনে আরও সংস্থা বাংলার ফুটবলকে তথা বাংলার ক্রীড়াক্ষেত্রকে সাহায্য করতে এগিয়ে আসবে ৷" তিনি আরও বলেন, "কলকাতা হল গেটওয়ে অফ ফুটবল ৷ আগামীদিনে শহরে তিন প্রধানের নামে তিনটি গেট হবে ৷" এছাড়া ইস্টবেঙ্গলের ফুটবল মিউজ়িয়ামের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ৷ তবে দিনক্ষণ এখনও ঠিক হয়নি ৷ পাশাপাশি রাজ্য সরকার ও কলকাতার তিন প্রধানের উদ্যোগে শুরু হবে জেলা ফুটবল ৷ এই উদ্যোগে জেলা থেকে উঠে আসবে ফুটবল প্রতিভা ৷   

ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার জানান, "প্রাথমিক কাজ সম্পন্ন হয়েছে ৷ এরপর নিয়মমাফিক ISL-এ খেলার জন্য আবেদন করবে ইস্টবেঙ্গল ৷" 

Last Updated : Sep 2, 2020, 5:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.