কলকাতা, 26 ফেব্রুয়ারি : জয় দিয়ে আইএসএল অভিযান শেষ করতে চায় এসসি ইস্টবেঙ্গল । শাস্তির খাড়া সরিয়ে লাল হলুদ ডাগ আউটে ফিরছেন কোচ রবি ফাওলার । গত চার ম্যাচে ডাগ আউটে না থাকলেও প্রতিপক্ষের বিরুদ্ধে নীল নকশা সাজানোর কাজটা তিনিই করেছিলেন ।
ওড়িশা এফসির বিরুদ্ধে জয়ে ফেরা এখন পাখির চোখ লাল হলুদ ব্রিগেডের । রবি ফাওলার ইতিমধ্যে বলেছেন,"আমরা পেশাদার ফুটবলার । এটা আমাদের শেষ ম্যাচ । কিন্তু আমাদের খেলার অনেক বাকি রয়েছে । এই ম্যাচে ইতিবাচক মানসিকতা নিয়ে মাঠে নামবে দল ।" চলতি মরশুমে এক ম্যাচ বাকি থাকতে লিগ টেবিলে 9 নম্বর স্থানে লাল হলুদ বাহিনী । 19 ম্যাচ খেলে মাত্র 3 ম্যাচে জয়ের মুখ দেখেছে ফাওলারের ছেলেরা । 8 টি ম্যাচে ড্র করার সঙ্গে সঙ্গে 8 টি ম্যাচে হার হজম করতে হয়েছে তাঁদের । ছোটো ভুলে একাধিক ম্যাচে জয় হাতছাড়া হয়েছে ইস্টবেঙ্গলের । একাধিক ভুল নিয়ে বারবার অনুশীলনে কাটাছেঁড়া করলেও শুধরে নেওয়া সম্ভব হয়নি । অন্তত শেষ ম্যাচে সেই ভুলগুলি শুধরে জয়ের সরনিতে ফেরার কথা বলেছেন লাল হলুদ হেডস্যার ।
ফাওলার বলেন, "ফুটবলারদের কাছে আমাদের পরিষ্কার বার্তা, ভুল কম করে জয় তুলে আনা ।" ভুলের জন্য মূল্য চোকাতে হয়েছে একথা মেনে নিয়ে তিনি সাফ জানান, "ছেলেরাও নিশ্চয়ই মাথা নিচু করে দৌড় শেষ করতে চাইবে না ।" তাদের খেলাটা উপভোগ করার পরামর্শ দেন লিভারপুলের প্রাক্তনী ।
আরও পড়ুন : মোহনবাগান ক্লাবে ঘুরে গেলেন সস্ত্রীক কিবু ভিকুনা
শেষ ম্যাচে ওড়িশা এফসির বিরুদ্ধে বড় জয় আনতে পারলে টেবিলে আট নম্বর স্থানে উঠে আসবে লাল হলুদ শিবির । প্রথম পর্বে ওড়িশার বিরুদ্ধে জয় পেয়েছিল ইস্টবেঙ্গল । শনিবার কার্ড সমস্যার জন্য স্কট নেভিল এবং লাল কার্ড দেখায় রাজু গাইকোয়াড়কে পাবে না ইস্টবেঙ্গল । আবার অন্যদিকে, কার্ড সমস্যা কাটিয়ে ফিরছেন ড্যানি ফক্স, জ্যাক মাঘোমারা । রবি ফাওলারের ডাগ আউটে ফেরার দিনে ইস্টবেঙ্গল জয়ের সরনিতে ফিরতে পারে কি না সেদিকেই তাকিয়ে সমর্থকরা ।