কলকাতা, 4 সেপ্টেম্বর : যুক্তরাষ্ট্র ওপেনে রজার ফেডেরারের অকাল বিদায়ে রাফায়েল নাদালকে ঘিরে গ্র্যান্ডস্লাম জয়ের স্বপ্ন স্প্যানিশদের । সেই স্বপ্নের রেশ ইস্টবেঙ্গলের সাজঘরে । লাল-হলুদ ব্রিগেডে এখন বিদেশি ফুটবলারের সংখ্যা ছয় । তাঁদের মধ্যে পাঁচজন স্প্যানিশ । কোচিং বিভাগের তিনজনকে ধরলে ইস্টবেঙ্গলের সংসারে স্প্যানিশ প্রতিনিধি আটজন । যারা ইস্টবেঙ্গলের খেলায় স্প্যানিশ ফুটবলের ছোঁয়া নিয়ে আসতে চাইছেন ।
আগামীকাল কলকাতা লিগের ম্যাচে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ সার্দান সমিতি । ধারেভারে প্রতিপক্ষের চেয়ে এগিয়ে থাকলেও আত্মতুষ্টির রেশ লাল-হলুদ শিবিরে নেই । বরং ডার্বিতে থমকে যাওয়া জয়ের অভ্যাসকে পিছনে ফেলে নতুনভাবে শুরু করতে চাইছে । আর সেই প্রত্যাবর্তনে অনুঘটক রাফায়েল নাদালের লড়াই । স্প্যানিশ টেনিস তারকার সাম্প্রতিক জীবন চড়াই- উতরাইয়ে ভরা । সেই লড়াই স্পেনের প্রতিটি মানুষকে উদ্বুদ্ধ করে বলে জানিয়েছেন জুয়ান গঞ্জ়ালেস । বাঁ পায়ের অ্যাটাকিং মিডফিল্ডার দিনপাঁচেক আগে দলের অনুশীলনে যোগ দিয়েছেন । IFAঅফিসে ইস্টবেঙ্গলের ছয় নম্বর বিদেশি হিসেবে নথিভুক্ত হলেন ।
সাদার্ন সমিতির বিরুদ্ধে জুয়ান গঞ্জ়ালেসের অভিষেক হবে কিনা তার উত্তর জানেন একমাত্র আলেয়ান্দ্রো মেনেনদেজ় গার্সিয়া । জুয়ান গঞ্জ়ালেস, জানিয়েছেন তিনি আক্রমণাত্মক ভূমিকায় খেলতে পছন্দ করেন । তবে ম্যাচের 24 ঘণ্টা আগে প্র্যাকটিসে সাদার্ন ম্যাচের একাদশ নিয়ে ইঙ্গিত নেই । তবে কোলাডো এবং বোরখাকে রেখে দলকে খেলালেন লাল-হলুদ চাণক্য ।
ডার্বিতে ড্রয়ের পরে দুই বড় দলের কলকাতা লিগ জয়ের সম্ভাবনা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন । আলেয়ান্দ্রো বলছেন, তিনি খেতাব নয় বরং প্রতিটি ম্যাচে অঙ্ক কষে এগোতে চান । সাত ম্যাচে 21 পয়েন্টের লড়াই । প্রথম ধাপ অবশ্যই সাদার্ন ম্যাচ । আলেয়ান্দ্রোর ডেপুটি কোকো বলছেন, দল তৈরি । মেহতাব হোসেনের প্রশিক্ষণে সাদার্ন সমিতি এবার যথেষ্ট ভালো দল । আল আমনার মত লাল-হলুদ প্রাক্তনী রয়েছেন । ফলে লড়াই কঠিন হবে বলে মেনে নিয়ে কোকো জানিয়েছেন, তাঁরা বেশ কয়েকটি ম্যাচের ভিডিয়ো দেখেছেন ।
সাদার্নের কোচ মেহতাব হোসেন এক দশকও ইস্টবেঙ্গলের জার্সি গায়ে খেলেছেন । লাল-হলুদ সাজঘরের মেজাজটা ভালোভাবেই জানেন । তবে প্রতিপক্ষ ডাগ আউটে বসে ইস্টবেঙ্গলের প্রতি নরম মনোভাব দেখাতে নারাজ তিনি । তাই তিন পয়েন্টই পাখির চোখ । দলে আল আমনা এবং কালু ওগবার মতো বিদেশিও রয়েছেন । তাঁদের দক্ষতায় ম্যাচের রং বদল অসম্ভব নয় । কিন্তু, সে আল আমনাকে নিয়ে যাবতীয় আলোচনা সেই সিরিয়ান মিডফিল্ডার বলছেন, ইস্টবেঙ্গল এখনও তাঁর হৃদয়ে রয়েছে । আর লড়াইটা তাঁর সঙ্গে ইস্টবেঙ্গলের নয় । 11 বনাম 11-র লড়াই ঘিরে তাই ময়দানে অন্য ফুটবল যুদ্ধ ।