ETV Bharat / sports

হাওকিপকে সই করিয়ে চমক ইস্টবেঙ্গলের, চুক্তি বাড়ল নোদারের - carlos nodar

ব্যাঙ্গালুরু FC থেকে হাওকিপকে সই করাল কোয়েস ইস্টবেঙ্গল । 2021 পর্যন্ত চুক্তি বাড়ল নোদারের।

হাওকিপ
author img

By

Published : Jun 4, 2019, 9:32 PM IST

Updated : Jun 4, 2019, 10:05 PM IST

কলকাতা, 4 জুন : নতুন মরসুমে দল গোছানোর কাজে বড় চমক দিল ইস্টবেঙ্গল । ব্যাঙ্গালুরু FC থেকে বইথাং হাওকিপকে সই করাল তারা । তিন বছরের জন্য তাঁকে সই করালেন লাল হলুদ রিক্রুটাররা । হাওকিপ ফ্রিকিক নেওয়ার ব্যাপারে স্পেশালিস্ট । ব্যাঙ্গালুরু FC-র গত দু'বছরের সাফল্যের অন্যতম কারিগর হাওকিপ শিলং লাজং অ্যাকাডেমির অন্যতম সেরা ফসল ।

nodar
কার্লোস নোদার

ইস্টবেঙ্গলে সই করার পর হাওকিপ বলেন, তিনি প্রথম থেকেই লাল হলুদ জার্সি পড়ার স্বপ্ন দেখতেন । অবশেষে ইস্টবেঙ্গলে সই করতে পারায় স্বপ্নপূরণ হল । আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়ার অধীনে দলকে ট্রফি দেওয়াই তাঁর একমাত্র লক্ষ্য । হাওকিপকে সই করানোর দিনেই ইস্টবেঙ্গল ফিজ়িও কার্লোস নোদারের সঙ্গে চুক্তি নবীকরণ করেছে । ফুটবলারদের ফিট রাখার ব্যাপারে গত মরসুমে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন এই স্প্যানিশ ফিজ়িও । তাঁর সঙ্গে 2021 পর্যন্ত চুক্তি করল ইস্টবেঙ্গল ।

নতুন মরসুমে নতুন আঙ্গিকে দল সাজাতে চাইছেন আলেয়ান্দ্রো । তাঁর দেওয়া তালিকা অনুসারে ফুটবলার নেওয়া হচ্ছে । হাওকিপকে দলে নেওয়া সেই পরিকল্পনার ফসল । ক্লাবের তরফে জানানো হয়েছে, গত মরসুমের দলের যারা কোচের তালিকায় রয়েছেন তাদের সবাইকে ধরে রাখা হবে । তাছাড়াও অন্য দলের বেশ কয়েকজন প্রতিশ্রুতিমানকে দীর্ঘ মেয়াদি চুক্তিতে নেওয়ার পরিকল্পনা রয়েছে ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

নতুন মরসুমে কলকাতা লিগের খেলা শুরু হবে জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে । ফুটবলার নেওয়ার খবর দেওয়া হলেও কোচ আলেয়ান্দ্রো কবে বল নিয়ে নামবেন তা নিয়ে কোনও আভাস দেওয়া হয়নি । নতুন মরসুমে বিদেশি ফুটবলার নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত লাল হলুদ কোচই নেবেন ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

কলকাতা, 4 জুন : নতুন মরসুমে দল গোছানোর কাজে বড় চমক দিল ইস্টবেঙ্গল । ব্যাঙ্গালুরু FC থেকে বইথাং হাওকিপকে সই করাল তারা । তিন বছরের জন্য তাঁকে সই করালেন লাল হলুদ রিক্রুটাররা । হাওকিপ ফ্রিকিক নেওয়ার ব্যাপারে স্পেশালিস্ট । ব্যাঙ্গালুরু FC-র গত দু'বছরের সাফল্যের অন্যতম কারিগর হাওকিপ শিলং লাজং অ্যাকাডেমির অন্যতম সেরা ফসল ।

nodar
কার্লোস নোদার

ইস্টবেঙ্গলে সই করার পর হাওকিপ বলেন, তিনি প্রথম থেকেই লাল হলুদ জার্সি পড়ার স্বপ্ন দেখতেন । অবশেষে ইস্টবেঙ্গলে সই করতে পারায় স্বপ্নপূরণ হল । আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়ার অধীনে দলকে ট্রফি দেওয়াই তাঁর একমাত্র লক্ষ্য । হাওকিপকে সই করানোর দিনেই ইস্টবেঙ্গল ফিজ়িও কার্লোস নোদারের সঙ্গে চুক্তি নবীকরণ করেছে । ফুটবলারদের ফিট রাখার ব্যাপারে গত মরসুমে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন এই স্প্যানিশ ফিজ়িও । তাঁর সঙ্গে 2021 পর্যন্ত চুক্তি করল ইস্টবেঙ্গল ।

নতুন মরসুমে নতুন আঙ্গিকে দল সাজাতে চাইছেন আলেয়ান্দ্রো । তাঁর দেওয়া তালিকা অনুসারে ফুটবলার নেওয়া হচ্ছে । হাওকিপকে দলে নেওয়া সেই পরিকল্পনার ফসল । ক্লাবের তরফে জানানো হয়েছে, গত মরসুমের দলের যারা কোচের তালিকায় রয়েছেন তাদের সবাইকে ধরে রাখা হবে । তাছাড়াও অন্য দলের বেশ কয়েকজন প্রতিশ্রুতিমানকে দীর্ঘ মেয়াদি চুক্তিতে নেওয়ার পরিকল্পনা রয়েছে ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

নতুন মরসুমে কলকাতা লিগের খেলা শুরু হবে জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে । ফুটবলার নেওয়ার খবর দেওয়া হলেও কোচ আলেয়ান্দ্রো কবে বল নিয়ে নামবেন তা নিয়ে কোনও আভাস দেওয়া হয়নি । নতুন মরসুমে বিদেশি ফুটবলার নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত লাল হলুদ কোচই নেবেন ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">
Intro:হাওকিপকে নিয়ে চমক ইস্টবেঙ্গলের,চুক্তি নবীকরণ কার্লোসের

কলকাতা,৪জুনঃ নতুন মরসুমে দল গোছানোর কাজে বড় চমক দিল ইস্টবেঙ্গল। মঙ্গলবার তারা বেঙ্গালেরুএফসি থেকে বোয়েটাং হাওকিপকে ছিনিয়ে নিয়ে এল। তিন বছরের জন্য তাঁকে সই করালেন লাল হলুদ রিক্রুটাররা। ২৮ বছর বয়সি হাওকিপ আইএসএল চ্যাম্পিয়ন বেঙ্গালেরু এফসির গুরুত্বপূর্ন ফুটবলার। ইউলিটি ফুটবলার পরিচিত হাওকিপ ফ্রিকিক নেওয়ার ব্যাপারে স্পেশালিস্ট। বেঙ্গালেরু এফসির গত দুবছরের সাফল্যের অন্যতম কারিগর হাওকিপ শিলং লাজং অ্যাকাডেমির অন্যতম সেরা ফসল। কলকাতার ক্লাবের পক্ষে সই করার পরে হাওকিপ বলেছেন তিনি প্রথম থেকেই লাল হলুদ জার্সি পড়ার স্বপ্ন দেখতেন। অবশেষে ইস্টবেঙ্গলে সই করতে পারায় স্বপ্নপূরণ হল। আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়ার অধীনে দলকে ট্রফি দেওয়াই তাঁর একমাত্র লক্ষ্য। হাওকিপকে সই করানোর দিনেই ইস্টবেঙ্গল ফিজিও কার্লোস নোদারের সঙ্গে চুক্তি নবীকরন করেছে। ফুটবলারদের চুড়ান্ত রাখার ব্যাপারে গত মরসুমে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন এই স্প্যানিশ ফিজিও।
নতুন মরসুমে নতুন আঙ্গিকে দল সাজাতে চাইছেন আলেয়ান্দ্রো। তাঁর দেওয়া তালিকা অনুসারে ফুটবলার নেওয়া হচ্ছে। হাওকিপকে দলে নেওয়া সেই পরিকল্পনা ফসল। ইস্টবেঙ্গল ক্লাবের বিনিয়োগ সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে শক্তিশালী দল গড়ার ব্যাপারে বদ্ধপরিকর। গত মরসুমের দলের যারা কোচের তালিকায় রয়েছেন তাদের সবাইকে ধরে রাখা হবে। তাছাড়াও অন্য দলের বেশ কয়েকজন প্রতিশ্রুতিমানকে দীর্ঘ মেয়াদী চুক্তিতে নেওয়ার পরিকল্পনা রয়েছে। নতুন মরসুমে কলকাতা লিগের খেলা শুরু হবে জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে। ফুটবলার নেওয়ার খবর দেওয়া হলেও কোচ আলেয়ান্দ্রো কবে বল নিয়ে নামবেন তা নিয়ে কোনও আভাস দেওয়া হয়নি। নতুন মরসুমে বিদেশি ফুটবলার নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত লাল হলুদ কোচই নেবেন।Body:EastbengalConclusion:
Last Updated : Jun 4, 2019, 10:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.