কলকাতা, 4 জুন : নতুন মরসুমে দল গোছানোর কাজে বড় চমক দিল ইস্টবেঙ্গল । ব্যাঙ্গালুরু FC থেকে বইথাং হাওকিপকে সই করাল তারা । তিন বছরের জন্য তাঁকে সই করালেন লাল হলুদ রিক্রুটাররা । হাওকিপ ফ্রিকিক নেওয়ার ব্যাপারে স্পেশালিস্ট । ব্যাঙ্গালুরু FC-র গত দু'বছরের সাফল্যের অন্যতম কারিগর হাওকিপ শিলং লাজং অ্যাকাডেমির অন্যতম সেরা ফসল ।
ইস্টবেঙ্গলে সই করার পর হাওকিপ বলেন, তিনি প্রথম থেকেই লাল হলুদ জার্সি পড়ার স্বপ্ন দেখতেন । অবশেষে ইস্টবেঙ্গলে সই করতে পারায় স্বপ্নপূরণ হল । আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়ার অধীনে দলকে ট্রফি দেওয়াই তাঁর একমাত্র লক্ষ্য । হাওকিপকে সই করানোর দিনেই ইস্টবেঙ্গল ফিজ়িও কার্লোস নোদারের সঙ্গে চুক্তি নবীকরণ করেছে । ফুটবলারদের ফিট রাখার ব্যাপারে গত মরসুমে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন এই স্প্যানিশ ফিজ়িও । তাঁর সঙ্গে 2021 পর্যন্ত চুক্তি করল ইস্টবেঙ্গল ।
নতুন মরসুমে নতুন আঙ্গিকে দল সাজাতে চাইছেন আলেয়ান্দ্রো । তাঁর দেওয়া তালিকা অনুসারে ফুটবলার নেওয়া হচ্ছে । হাওকিপকে দলে নেওয়া সেই পরিকল্পনার ফসল । ক্লাবের তরফে জানানো হয়েছে, গত মরসুমের দলের যারা কোচের তালিকায় রয়েছেন তাদের সবাইকে ধরে রাখা হবে । তাছাড়াও অন্য দলের বেশ কয়েকজন প্রতিশ্রুতিমানকে দীর্ঘ মেয়াদি চুক্তিতে নেওয়ার পরিকল্পনা রয়েছে ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
নতুন মরসুমে কলকাতা লিগের খেলা শুরু হবে জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে । ফুটবলার নেওয়ার খবর দেওয়া হলেও কোচ আলেয়ান্দ্রো কবে বল নিয়ে নামবেন তা নিয়ে কোনও আভাস দেওয়া হয়নি । নতুন মরসুমে বিদেশি ফুটবলার নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত লাল হলুদ কোচই নেবেন ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="">