ETV Bharat / sports

গোয়াকে থামানো নয়, তিন পয়েন্ট পাখির চোখ ইস্টবেঙ্গলের

author img

By

Published : Jan 5, 2021, 9:08 PM IST

তবে ওড়িশা এফসির বিরুদ্ধে জয় রবি ফাওলারকে অন্য সমস্যার সামনে দাঁড় করিয়ে দিয়েছে । এফসি গোয়ার বিরুদ্ধে পাঁচ বিদেশি কারা হবেন তা নিয়ে ইস্টবেঙ্গল থিঙ্কট্যাঙ্ক বিপাকে পড়েছে করে চলেছে। যদিও ফাওলার বলছেন,"হ্যাপি প্রবলেম ।" কারণ দলে একাধিক বিকল্প একাদশ গড়ার সুবিধা করে দেয় । তেমনই সঠিক একাদশ বাছতে বসে নিখুঁত হওয়ার ইঙ্গিত দেয় । ব্রাইট দলে আসায় অন্য একটি ফর্মেশনে আমরা খেলব,"বলেছেন লিভারপুলের প্রাক্তনী ।

robbi
robbi

গোয়া, 5 জানুয়ারি : বদলে যাওয়া ইস্টবেঙ্গল এখন ধারাবাহিক হতে চায় । কোচ রবি ফাওলার বলছেন প্রতিপক্ষ এফসি গোয়া শক্তিশালী দল এবং একাধিক ভালো ফুটবলার রয়েছে । ফলে হোম ম্যাচে তাঁর দল কঠিন লড়াই করতে নামছে । আটচল্লিশ ঘণ্টার ব্যবধানে ম্যাচ খেলার ঝক্কি অনেক । কিন্তু বদলে যাওয়া লাল হলুদে এখন নিজেদের মেলে ধরার বাড়তি তাগিদ । সেই তাগিদ ডিভিডেন্ড দিল কি না তা জানতে বুধবার বিকেল অবধি অপেক্ষা করতেই হবে ।

হোম ম্যাচে খেলতে নামার আগে দলের আত্মবিশ্বাসী চরিত্র দেখে রবি ফাওলার বলছেন,"আমরা শেষ ম্যাচের সাফল্য থেকে আত্মবিশ্বাসী । আমরা ভালো ফুটবল খেলেছি । আমাদের আরও ভালো খেলার ক্ষমতা রয়েছে । পুরোটাই ফুটবলারদের পরিকল্পনা বাস্তবায়নের উপর নির্ভর করবে।আমরা সাইড লাইন থেকে সব ধরনের সাহায্য করতে প্রস্তুত।"

পিলকিংটন, মাঘোমার পাশে অভিষেক ম্যাচে গোল করেছেন ব্রাইট এনোবাখারে । নাইজেরিয়ান স্ট্রাইকার তাঁর নৈপুণ্যের ঝলকে আশার আলো জ্বালিয়েছেন । আট ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে দশ নম্বরে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল ।

তবে ওড়িশা এফসির বিরুদ্ধে জয় রবি ফাওলারকে অন্য সমস্যার সামনে দাঁড় করিয়ে দিয়েছে । এফসি গোয়ার বিরুদ্ধে পাঁচ বিদেশি কারা হবেন তা নিয়ে ইস্টবেঙ্গল থিঙ্কট্যাঙ্ক বিপাকে পড়েছে করে চলেছে। যদিও ফাওলার বলছেন,"হ্যাপি প্রবলেম ।" কারণ দলে একাধিক বিকল্প একাদশ গড়ার সুবিধা করে দেয় । তেমনই সঠিক একাদশ বাছতে বসে নিখুঁত হওয়ার ইঙ্গিত দেয় । ব্রাইট দলে আসায় অন্য একটি ফর্মেশনে আমরা খেলব,"বলেছেন লিভারপুলের প্রাক্তনী ।

আক্রমণভাগের নতুন চিন্তায় বাজিমাতের কথা বললেও লাল হলুদ হেডস্যরের বড় চিন্তা রক্ষণের ছোট ভুলে বড় ধাক্কা । ম্যাচের শেষ দিকে গোল হজম করার বদ অভ্যাস দূর হচ্ছে না ।

EAST BENGAL
অনুশীলনে মগ্ন লাল-হলুদ শিবির

"গোল হজম করা মোটেই ভালো নয় । দল গোল করছে। তবে বড় কথা ম্যাচের ফলাফল । যদি গোল হজম করা সত্ত্বেও দিনের শেষে জয় পাওয়া যায় তাহলে আপত্তি নেই আমার,"বলেছেন লাল হলুদের হেডস্যর ।

প্রতিপক্ষ এফসি গোয়া সম্বন্ধে সমীহের সুর লাল হলুদ কোচের মুখো ," চলতি আইএসএলে প্রতিটি দল শক্তিশালী । আমরা প্রতিপক্ষের শক্তি দুর্বলতা মেপে নিয়েছি । এবার ফুটলারদের সেই মত নিজেদের পারফরম্যান্স করার চেষ্টা করবে । ডিফেন্ডারদের আরও নিখুঁত হতে হবে । আমাদের শুধু গোয়াকে থামালে হবে না ওদের থেকে তিন পয়েন্ট পেতে হবে ।"

গোয়া, 5 জানুয়ারি : বদলে যাওয়া ইস্টবেঙ্গল এখন ধারাবাহিক হতে চায় । কোচ রবি ফাওলার বলছেন প্রতিপক্ষ এফসি গোয়া শক্তিশালী দল এবং একাধিক ভালো ফুটবলার রয়েছে । ফলে হোম ম্যাচে তাঁর দল কঠিন লড়াই করতে নামছে । আটচল্লিশ ঘণ্টার ব্যবধানে ম্যাচ খেলার ঝক্কি অনেক । কিন্তু বদলে যাওয়া লাল হলুদে এখন নিজেদের মেলে ধরার বাড়তি তাগিদ । সেই তাগিদ ডিভিডেন্ড দিল কি না তা জানতে বুধবার বিকেল অবধি অপেক্ষা করতেই হবে ।

হোম ম্যাচে খেলতে নামার আগে দলের আত্মবিশ্বাসী চরিত্র দেখে রবি ফাওলার বলছেন,"আমরা শেষ ম্যাচের সাফল্য থেকে আত্মবিশ্বাসী । আমরা ভালো ফুটবল খেলেছি । আমাদের আরও ভালো খেলার ক্ষমতা রয়েছে । পুরোটাই ফুটবলারদের পরিকল্পনা বাস্তবায়নের উপর নির্ভর করবে।আমরা সাইড লাইন থেকে সব ধরনের সাহায্য করতে প্রস্তুত।"

পিলকিংটন, মাঘোমার পাশে অভিষেক ম্যাচে গোল করেছেন ব্রাইট এনোবাখারে । নাইজেরিয়ান স্ট্রাইকার তাঁর নৈপুণ্যের ঝলকে আশার আলো জ্বালিয়েছেন । আট ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে দশ নম্বরে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল ।

তবে ওড়িশা এফসির বিরুদ্ধে জয় রবি ফাওলারকে অন্য সমস্যার সামনে দাঁড় করিয়ে দিয়েছে । এফসি গোয়ার বিরুদ্ধে পাঁচ বিদেশি কারা হবেন তা নিয়ে ইস্টবেঙ্গল থিঙ্কট্যাঙ্ক বিপাকে পড়েছে করে চলেছে। যদিও ফাওলার বলছেন,"হ্যাপি প্রবলেম ।" কারণ দলে একাধিক বিকল্প একাদশ গড়ার সুবিধা করে দেয় । তেমনই সঠিক একাদশ বাছতে বসে নিখুঁত হওয়ার ইঙ্গিত দেয় । ব্রাইট দলে আসায় অন্য একটি ফর্মেশনে আমরা খেলব,"বলেছেন লিভারপুলের প্রাক্তনী ।

আক্রমণভাগের নতুন চিন্তায় বাজিমাতের কথা বললেও লাল হলুদ হেডস্যরের বড় চিন্তা রক্ষণের ছোট ভুলে বড় ধাক্কা । ম্যাচের শেষ দিকে গোল হজম করার বদ অভ্যাস দূর হচ্ছে না ।

EAST BENGAL
অনুশীলনে মগ্ন লাল-হলুদ শিবির

"গোল হজম করা মোটেই ভালো নয় । দল গোল করছে। তবে বড় কথা ম্যাচের ফলাফল । যদি গোল হজম করা সত্ত্বেও দিনের শেষে জয় পাওয়া যায় তাহলে আপত্তি নেই আমার,"বলেছেন লাল হলুদের হেডস্যর ।

প্রতিপক্ষ এফসি গোয়া সম্বন্ধে সমীহের সুর লাল হলুদ কোচের মুখো ," চলতি আইএসএলে প্রতিটি দল শক্তিশালী । আমরা প্রতিপক্ষের শক্তি দুর্বলতা মেপে নিয়েছি । এবার ফুটলারদের সেই মত নিজেদের পারফরম্যান্স করার চেষ্টা করবে । ডিফেন্ডারদের আরও নিখুঁত হতে হবে । আমাদের শুধু গোয়াকে থামালে হবে না ওদের থেকে তিন পয়েন্ট পেতে হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.