ETV Bharat / sports

রেফারিং পোস্টিংয়ের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ইস্টবেঙ্গলের - east bengal

চেন্নাই সিটি FC-কে সুবিধা পাইয়ে দিতেই রেফারি সন্তোষ কুমারকে শেষ তিনটে ম্যাচে পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন দেবব্রত বিশ্বাস।

author img

By

Published : Mar 14, 2019, 1:45 PM IST

কলকাতা, ১৪ মার্চ : আইলিগের শেষভাগে রেফারি পোস্টিংয়ের স্বচ্ছতা নিয়ে ফেডারেশনকে কাঠগড়ায় দাঁড় করালেন ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার। আইলিগ চ্যাম্পিয়ন চেন্নাই সিটি FC-কে সুবিধা পাইয়ে দিতেই রেফারি সন্তোষ কুমারকে শেষ তিনটে ম্যাচে পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন তিনি। ফেডারেশনের এই সন্দেহজনক আচরণের জোরালো সমালোচনা করেছেন লাল হলুদ শীর্ষকর্তা।

আইলিগের শেষ ম্যাচে মিনার্ভা পঞ্জাবকে ৩-১ গোলে হারায় চেন্নাই সিটি FC। কিন্তু ম্যাচ চলাকালীন মিনার্ভার মনোভাব দায়সারা ছিল বলে রিপোর্টে উল্লেখ করেছেন ম্যাচ কমিশনার বালা সুব্রামনিয়াম। সঠিক স্পিরিটে খেলা হয়নি বলেও রিপোর্টে লিখেছেন তিনি।

চেন্নাইয়ের পেড্রো মানজির পেনাল্টি মারার সময় দিক নির্দেশ করা। মিনার্ভা বিদেশিদের তুলে নেওয়ার সিদ্ধান্ত সন্দেহের উর্দ্ধে নয় বলে রিপোর্টে লেখা হয়েছে। যদিও AIFF পুরো বিষয়টিতে সন্দেহজনক কিছু দেখতে পাচ্ছে না বলে জানিয়েছে। ইনট্রিগ্রিটি অফিসার জাভেদ সিরাজ মাঠে উপস্থিত থাকলেও কোনও কিছু সন্দেহজনক বলে তাঁর মনে হয়নি। রেফারির কাজের মান তদারকির দায়িত্বে থাকা ব্যক্তি ও ম্যাচ কমিশনারের রিপোর্টে সন্দেহের বাতাবরন তৈরি হলেও তা অন্যভাবে ম্যানেজ করতে চাইছে ফেডারেশন।

গতকাল ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা প্রশ্ন তোলায় সমস্যাটা ফের জটিল হল।

কলকাতা, ১৪ মার্চ : আইলিগের শেষভাগে রেফারি পোস্টিংয়ের স্বচ্ছতা নিয়ে ফেডারেশনকে কাঠগড়ায় দাঁড় করালেন ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার। আইলিগ চ্যাম্পিয়ন চেন্নাই সিটি FC-কে সুবিধা পাইয়ে দিতেই রেফারি সন্তোষ কুমারকে শেষ তিনটে ম্যাচে পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন তিনি। ফেডারেশনের এই সন্দেহজনক আচরণের জোরালো সমালোচনা করেছেন লাল হলুদ শীর্ষকর্তা।

আইলিগের শেষ ম্যাচে মিনার্ভা পঞ্জাবকে ৩-১ গোলে হারায় চেন্নাই সিটি FC। কিন্তু ম্যাচ চলাকালীন মিনার্ভার মনোভাব দায়সারা ছিল বলে রিপোর্টে উল্লেখ করেছেন ম্যাচ কমিশনার বালা সুব্রামনিয়াম। সঠিক স্পিরিটে খেলা হয়নি বলেও রিপোর্টে লিখেছেন তিনি।

চেন্নাইয়ের পেড্রো মানজির পেনাল্টি মারার সময় দিক নির্দেশ করা। মিনার্ভা বিদেশিদের তুলে নেওয়ার সিদ্ধান্ত সন্দেহের উর্দ্ধে নয় বলে রিপোর্টে লেখা হয়েছে। যদিও AIFF পুরো বিষয়টিতে সন্দেহজনক কিছু দেখতে পাচ্ছে না বলে জানিয়েছে। ইনট্রিগ্রিটি অফিসার জাভেদ সিরাজ মাঠে উপস্থিত থাকলেও কোনও কিছু সন্দেহজনক বলে তাঁর মনে হয়নি। রেফারির কাজের মান তদারকির দায়িত্বে থাকা ব্যক্তি ও ম্যাচ কমিশনারের রিপোর্টে সন্দেহের বাতাবরন তৈরি হলেও তা অন্যভাবে ম্যানেজ করতে চাইছে ফেডারেশন।

গতকাল ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা প্রশ্ন তোলায় সমস্যাটা ফের জটিল হল।

sample description

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.