ETV Bharat / sports

সুযোগ নষ্টে কাজটা কঠিন করে ফেলেছিলাম : আলেয়ান্দ্রো - কষ্টার্জিত জয় মানলেন ইস্টবেঙ্গল কোচ

সুযোগ নষ্টের জন্য ম্যাচ জেতা কঠিন হয়ে গেছিল ৷ স্বীকার করে নিলেন ইস্টবেঙ্গল কোচ আলেয়ান্দ্রো ৷ তবে 11 দিনে চার ম্যাচ খেলার জন্য দল ক্লান্ত বলেও মানলেন তিনি ৷

image
ইস্টবেঙ্গল কোচ
author img

By

Published : Dec 15, 2019, 12:06 AM IST

কল্যাণী, 14 ডিসেম্বর : শেষ মুহুর্তে মার্টি ক্রেসপি জটলার মধ্যে থেকে বল জালে পাঠাতেই জেগে উঠল কল্যাণী স্টেডিয়াম । ডাগ আউটে যেভাবে লাল-হলুদ ফুটবলার ও কোচিং স্টাফরা সেলিব্রেশনে মাতলেন তাতে চাপ মুক্তির আনন্দ পরিষ্কার । তবে জয় পেলেও স্ট্রাইকারদের সুযোগ নষ্টের বহর চিন্তা বাড়াচ্ছে, মেনে নিলেন লাল-হলুদ কোচ আলেয়ান্দ্রো ৷

17 মিনিটে প্রথম গোল পরের গোলটি পেতে 88 মিনিট পর্যন্ত অপেক্ষা । এক কথায় কষ্টার্জিত জয় । আলেয়ান্দ্রো মেনেনদেজ় গার্সিয়া বলছেন, ‘‘প্রথমার্ধে আমরা একাধিক সুযোগ নষ্ট করেছিলাম । সেজন্যই আমাদের ভুগতে হয়েছে ।’’

ইস্টবেঙ্গল কোচের সাংবাদিক বৈঠক

একই সঙ্গে তিনি যোগ করেছেন, তাঁর দল গত এগারো দিনে চারটে ম্যাচ খেলেছে । দল ক্লান্ত, তাও এই জয় ৷ তাই যোগ্য দল হিসেবেই তাঁরা জয়ী । শেষ চারটি ম্যাচ থেকে অনেক ইতিবাচক দিক পেয়েছেন তাঁরা । তাঁদের বিরুদ্ধে মাত্র চারটে গোল হয়েছে ৷

কল্যাণী, 14 ডিসেম্বর : শেষ মুহুর্তে মার্টি ক্রেসপি জটলার মধ্যে থেকে বল জালে পাঠাতেই জেগে উঠল কল্যাণী স্টেডিয়াম । ডাগ আউটে যেভাবে লাল-হলুদ ফুটবলার ও কোচিং স্টাফরা সেলিব্রেশনে মাতলেন তাতে চাপ মুক্তির আনন্দ পরিষ্কার । তবে জয় পেলেও স্ট্রাইকারদের সুযোগ নষ্টের বহর চিন্তা বাড়াচ্ছে, মেনে নিলেন লাল-হলুদ কোচ আলেয়ান্দ্রো ৷

17 মিনিটে প্রথম গোল পরের গোলটি পেতে 88 মিনিট পর্যন্ত অপেক্ষা । এক কথায় কষ্টার্জিত জয় । আলেয়ান্দ্রো মেনেনদেজ় গার্সিয়া বলছেন, ‘‘প্রথমার্ধে আমরা একাধিক সুযোগ নষ্ট করেছিলাম । সেজন্যই আমাদের ভুগতে হয়েছে ।’’

ইস্টবেঙ্গল কোচের সাংবাদিক বৈঠক

একই সঙ্গে তিনি যোগ করেছেন, তাঁর দল গত এগারো দিনে চারটে ম্যাচ খেলেছে । দল ক্লান্ত, তাও এই জয় ৷ তাই যোগ্য দল হিসেবেই তাঁরা জয়ী । শেষ চারটি ম্যাচ থেকে অনেক ইতিবাচক দিক পেয়েছেন তাঁরা । তাঁদের বিরুদ্ধে মাত্র চারটে গোল হয়েছে ৷

Intro:শেষ মুহুর্তে মার্তি ক্রিসপি জটলার মধ্যে থেকে বল জালে পাঠাতেই জেগে উঠল কল্যানী স্টেডিয়াম। ডাগ আউটে যেভাবে লাল হলুদ ফুটবলার ও কোচিং স্টাফরা সেলিব্রেশন করলেন তাতে চাপ মুক্তি র আনন্দ। সাড়ে নয় হাজারের বেশি দর্শক শনিবারের কল্যানী স্টেডিয়ামে উপস্থিত ছিলেন।স্প্যানিশ ডিফেন্ডার এর গোল তাদের আনন্দ ড্রামে কাড়া নাকাড়ার বোল তুলতে দিল।
আঠারো মিনিটে প্রথম গোল এর পরে দ্বিতীয় টি পেতে অষ্টাশি মিনিট পর্যন্ত অপেক্ষা।এক কথায় কষ্টার্জিত জয়।আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া বলছেন সুযোগ নষ্ট তাদের কাজটি কঠিন করে দিয়েছিল।"প্রথমার্ধে আমরা একাধিক সুযোগ নষ্ট করেছিলাম।সেজন্যই আমাদের ভুগতে হয়েছে।গতকালই আমি বলেছিলাম ট্রাও এফসি কঠিন প্রতিপক্ষ।অনেকেই বলেছিল দলটি লিগের দূর্বলতম।আমি বলছি দলটির মধ্যে জয়ের রসদ রয়েছে।আর সেটাই আমাদের কাজটি কঠিন করে দিয়েছিল,"মন্তব্য ইস্টবেঙ্গল কোচের।একই সঙ্গে তিনি যোগ করেছেন তার দল গত এগারো দিনে চারটে ম্যাচ খেলেছে।সেজন্য তারা পরিশ্রম করেছেন।তাই যোগ্য দল হিসেবে তারা জয়ী। এখনও পর্যন্ত লাল হলুদ আটটি গোল করেছে।সেকথা মনে করিয়ে দিয়ে মার্কোস,পিন্টু মাহাতা দের হেড স্যার বলছেন,"আমরা আট গোল করেছি।রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে আমাদের জয় পাওয়া উচিত ছিল।গত চারটি ম্যাচ থেকে অনেক ইতিবাচক দিক পেয়েছি আমরা।আমাদের বিরুদ্ধে চারটে গোল হয়েছে মাত্র।"
ট্রাও এফসির বিরুদ্ধে খেলার পরেই 22ডিসেম্বর ডার্বিতে খেলবে ইস্টবেঙ্গল।স্বাভাবিক ভাবে প্রত্যাশার চাপ বাড়ছে। লাল হলুদ চাণক্য বলছেন আপাতত বিশ্রাম।কারন সেটা প্রয়োজন।চোট আঘাতের সুশ্রুষা জরুরি।"আমরা আবেগের ম্যাচের জন্যে তৈরি।গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে আমাদের সকলের ফিট হয়ে ওঠা জরুরি,"তৃপ্ত এবং প্রত্যয়ী শোনায় আলেয়ান্দ্রোর গলা।ট্রাও এফসির বিরুদ্ধে কষ্টার্জিত জয় ইস্টবেঙ্গল কে শীর্ষে পৌছে দিল।লাল হলুদ কোচ বলছেন জয় পেতে কষ্ট হলেও তারাই খেলা নিয়ন্ত্রন করেছেন।তবে দল যে উন্নতি করছে সেব্যাপারে তিনি নিশ্চিত। জয় পেলেও স্ট্রাইকারদের সুযোগ নষ্টের বহর চিন্তা বাড়াচ্ছে। আলেয়ান্দ্রো বলছেন সুযোগ তৈরি না হলে চিন্তিত হতেন।


Body:ইস্টবেঙ্গল


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.