ETV Bharat / sports

East Bengal : মধ্যস্থতাকারীদের ফোনে চুক্তিজটের বৈঠক স্থগিত রাখল ইস্টবেঙ্গল

author img

By

Published : Aug 20, 2021, 9:03 AM IST

চুক্তিজটের বৈঠক স্থগিত রাখল লাল হলুদ ক্লাব ৷ আজ মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকের পর ফের সন্ধ্যায় আলোচনায় বসবেন ক্লাব কর্তারা ৷

East Bengal
East Bengal

কলকাতা, 20 অগস্ট : ইস্টবেঙ্গলের চুক্তি জটে নয়া মোড় । বৃহস্পতিবার ক্লাবের কার্যকরী কমিটির জরুরি বৈঠক চলাকালীন মধ্যস্থতাকারীদের তরফে বৈঠক করার আমন্ত্রণ আসে । তারই প্রেক্ষিতে কার্যকরী কমিটির বৈঠক স্থগিত রাখার সিদ্ধান্ত নেন লাল হলুদ কর্তারা ।

শুক্রবার মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকের পর সন্ধ্যা সাতটায় ফের আলোচনায় বসবেন লাল হলুদ কর্তারা । সেখানেই চুক্তি জটে ইতি টানতে সিদ্ধান্ত নেওয়া হতে পারে । ফুটবল সচিব সৈকত গঙ্গোপাধ্যায় এবং সহ-সচিব রূপক সাহা সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে জানান, মধ্যস্থতাকারীদের তরফে ইতিবাচক ইঙ্গিত মিলতেই তাঁরা বৈঠকে রাজি হয়েছেন । যদিও শুক্রবারের বৈঠকের সময় এবং বৈঠক টেবিলে কুশীলব কারা থাকবেন সে ব্যাপারে এখনও কোনও ইঙ্গিত দেওয়া হয়নি ।

সৈকত গঙ্গোপাধ্যায় এবং রূপক সাহা দুজনেই জানান, তাঁরা মুখ্যমন্ত্রীর কাছ থেকে কোনও নির্দেশ পাননি । লগ্নিকারী এবং ক্লাব যৌথভাবে দ্রুত একটা ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে । লগ্নিকারীর তরফে বলা হয়েছে এখন পুরো বিষয়টি ক্লাবের হাতে । সেক্ষেত্রে তাঁরা যদি চুক্তি স্বাক্ষরের ব্যাপারে সম্মত হতে দেরি করে তাহলে তাদের পক্ষে দলগঠন করা কঠিন হয়ে দাঁড়াবে । সেক্ষেত্রে পুরো বিষয়টি এইরকম অবরুদ্ধ হয়ে পড়ে থাকবে ।

চুক্তিজট নিয়ে ফুটবল সচিব সৈকত গঙ্গোপাধ্যায় ও সহ-সচিব রূপক সাহা যা বললেন

বৃহস্পতিবার প্রায় সারাদিন আইনজীবীদের সঙ্গে বৈঠকে ব্যস্ত ছিলেন লাল হলুদ কর্তারা । লগ্নিকারীর পাঠানো সংশোধিত মূল চুক্তিপত্রে ক্লাবের স্বার্থ কোথায় লঙ্ঘন করা হচ্ছে তা বের করার চেষ্টা হয় । সূত্র মারফত জানা গিয়েছে, 40টি শর্তে আপত্তি ছিল । তবে এখন তা কমে 17টি হয়েছে । বর্তমান সময়ে দাঁড়িয়ে চারটে শর্ত নিয়ে আপত্তি রয়েছে ৷ তা মিটলেই স্বাক্ষর করবে ক্লাব । ফুটবলার নেওয়ার সময়সীমা শেষ হচ্ছে চলতি মাসের 31 তারিখে । এখনও চুক্তি স্বাক্ষর নিয়ে টানাপোড়েন চলছে । এই টানাপোড়েন কবে শেষ হয় এবং বৈঠকের মাধ্যমে মধ্যস্থতাকারীরা জট খোলার রাস্তা বের করতে পারেন কি না সেটাই দেখার ।

আরও পড়ুন : Team India Coach : শাস্ত্রীর চাকরি 'সুরক্ষিত', এখনই বিরাটদের কোচ হতে ইচ্ছুক নন দ্রাবিড়

কলকাতা, 20 অগস্ট : ইস্টবেঙ্গলের চুক্তি জটে নয়া মোড় । বৃহস্পতিবার ক্লাবের কার্যকরী কমিটির জরুরি বৈঠক চলাকালীন মধ্যস্থতাকারীদের তরফে বৈঠক করার আমন্ত্রণ আসে । তারই প্রেক্ষিতে কার্যকরী কমিটির বৈঠক স্থগিত রাখার সিদ্ধান্ত নেন লাল হলুদ কর্তারা ।

শুক্রবার মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকের পর সন্ধ্যা সাতটায় ফের আলোচনায় বসবেন লাল হলুদ কর্তারা । সেখানেই চুক্তি জটে ইতি টানতে সিদ্ধান্ত নেওয়া হতে পারে । ফুটবল সচিব সৈকত গঙ্গোপাধ্যায় এবং সহ-সচিব রূপক সাহা সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে জানান, মধ্যস্থতাকারীদের তরফে ইতিবাচক ইঙ্গিত মিলতেই তাঁরা বৈঠকে রাজি হয়েছেন । যদিও শুক্রবারের বৈঠকের সময় এবং বৈঠক টেবিলে কুশীলব কারা থাকবেন সে ব্যাপারে এখনও কোনও ইঙ্গিত দেওয়া হয়নি ।

সৈকত গঙ্গোপাধ্যায় এবং রূপক সাহা দুজনেই জানান, তাঁরা মুখ্যমন্ত্রীর কাছ থেকে কোনও নির্দেশ পাননি । লগ্নিকারী এবং ক্লাব যৌথভাবে দ্রুত একটা ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে । লগ্নিকারীর তরফে বলা হয়েছে এখন পুরো বিষয়টি ক্লাবের হাতে । সেক্ষেত্রে তাঁরা যদি চুক্তি স্বাক্ষরের ব্যাপারে সম্মত হতে দেরি করে তাহলে তাদের পক্ষে দলগঠন করা কঠিন হয়ে দাঁড়াবে । সেক্ষেত্রে পুরো বিষয়টি এইরকম অবরুদ্ধ হয়ে পড়ে থাকবে ।

চুক্তিজট নিয়ে ফুটবল সচিব সৈকত গঙ্গোপাধ্যায় ও সহ-সচিব রূপক সাহা যা বললেন

বৃহস্পতিবার প্রায় সারাদিন আইনজীবীদের সঙ্গে বৈঠকে ব্যস্ত ছিলেন লাল হলুদ কর্তারা । লগ্নিকারীর পাঠানো সংশোধিত মূল চুক্তিপত্রে ক্লাবের স্বার্থ কোথায় লঙ্ঘন করা হচ্ছে তা বের করার চেষ্টা হয় । সূত্র মারফত জানা গিয়েছে, 40টি শর্তে আপত্তি ছিল । তবে এখন তা কমে 17টি হয়েছে । বর্তমান সময়ে দাঁড়িয়ে চারটে শর্ত নিয়ে আপত্তি রয়েছে ৷ তা মিটলেই স্বাক্ষর করবে ক্লাব । ফুটবলার নেওয়ার সময়সীমা শেষ হচ্ছে চলতি মাসের 31 তারিখে । এখনও চুক্তি স্বাক্ষর নিয়ে টানাপোড়েন চলছে । এই টানাপোড়েন কবে শেষ হয় এবং বৈঠকের মাধ্যমে মধ্যস্থতাকারীরা জট খোলার রাস্তা বের করতে পারেন কি না সেটাই দেখার ।

আরও পড়ুন : Team India Coach : শাস্ত্রীর চাকরি 'সুরক্ষিত', এখনই বিরাটদের কোচ হতে ইচ্ছুক নন দ্রাবিড়

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.