ETV Bharat / sports

চুক্তিজট কাটাতে এবার প্রাক্তনীদের দ্বারস্থ ইস্টবেঙ্গল কর্তারা

ইস্টবেঙ্গলের লগ্নিকারী সংস্থা শ্রী সিমেন্টের সঙ্গে চূড়ান্ত চুক্তিতে সই না করার সিদ্ধান্ত নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ ৷ এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে, প্রাক্তনীদের দ্বারস্থ হয়েছেন ক্লাবকর্তারা ৷ তাঁদের মউ চুক্তি এবং চূড়ান্ত চুক্তিপত্রের মধ্যে পার্থক্য দেখে মতামত দিতে বলা হয়েছে ৷

East Bengal Officials wants help from Former Club Players on Agreement issue with Sree Cement
চুক্তিজট কাটাতে এবার প্রাক্তনীদের দ্বারস্থ ইস্টবেঙ্গল কর্তারা
author img

By

Published : Jul 21, 2021, 12:07 PM IST

কলকাতা, 21 জুলাই : চুক্তি বিতর্কে ভবিষ্যৎ কর্মসূচি ঠিক করতে এবার প্রাক্তনীদের দ্বারস্থ হল ইস্টবেঙ্গল ক্লাব ৷ মঙ্গলবার বিকেলে কার্যকরী কমিটির সদস্যরা আলোচনায় বসেছিলেন । সেখানে পরিস্থিতি বিচার করে মনোরঞ্জন ভট্টাচার্য এবং সম্বরণ বন্দ্যোপাধ্যায়কে দ্রুত ক্লাবে এসে মউ চুক্তি এবং চূড়ান্ত চুক্তিপত্রের মধ্যে পার্থক্য দেখে মতামত দেওয়ার কথা বলা হয়েছে । শুধু এই দুই প্রাক্তন ক্রীড়া ব্যক্তিত্ব নন, লাল হলুদ জার্সিতে খেলা অন্য প্রাক্তনীদেরও ডাকা হয়েছে সমস্যার সমাধানে মতামত দেওয়ার জন্য ৷ সেই মতো 23 জুলাই প্রাক্তন অধিনায়ক সুকুমার সমাজপতি, চন্দন বন্দোপাধ্যায়কে ইস্টবেঙ্গল ক্লাবে যেতে অনুরোধ করা হয়েছে ।

প্রসঙ্গত, ইতিমধ্যে মনোরঞ্জন ভট্টাচার্য বলেছেন, কোনও অবস্থাতেই ইস্টবেঙ্গলের ফুটবল থেকে সরে থাকা উচিত হবে না । চুড়ান্ত চুক্তিপত্র সমর্থকদের স্বাধীনতা হরণ করবে ৷ এই অভিযোগে ইস্টবেঙ্গল ক্লাবের কার্যকরী কমিটি এবং আমন্ত্রিত সিনিয়র সদস্যরা বৈঠকে বসেন ৷ সেখানে তাঁরা চুক্তিপত্রে স্বাক্ষর না করার সিদ্ধান্ত নিয়েছেন । এদিকে লগ্নিকারীরা চূড়ান্ত চুক্তিতে স্বাক্ষর না করলে, দলগঠন করবে না বলে জানিয়েছে । ফলে আইএফএ কলকাতা লিগ, আইএসএল কোনও প্রতিযোগিতায় ইস্টবেঙ্গলকে দেখা না যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে ।

ক্লাব ফুটবল খেলবে না এই আশঙ্কায় সমর্থকদের একটা বিরাট অংশ প্রতিবাদে নেমে পড়েছে । এখানেই শেষ নয়, তারা ক্লাব চত্বরে পোস্টারিং করেছে । বর্তমান কর্মসমিতির শীর্ষকর্তার পদত্যাগ চেয়ে সরব হয়েছেন সমর্থকরা । এমনকি বুধবার 21 জুলাই বিকেল তিনটের সময় ক্লাবের সামনে প্রতিবাদ কর্মসূচি নিয়েছে একদল সমর্থক । যা নিয়ে সমর্থক মহলে পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে । ঝামেলা এড়াতে এবং ক্লাব চত্বরে অনধিকার প্রবেশ রুখতে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে । এমনকি ক্লাব চৌহদ্দিতে কোনও বিরোধী পোস্টার যাতে না পড়ে, সেই জন্য শাসকগোষ্ঠী তৎপর । এখন দেখার চাল ও পালটা চালে ক্লাব এবং লগ্নিকারীর দূরত্ব মেটে কি না ।

কলকাতা, 21 জুলাই : চুক্তি বিতর্কে ভবিষ্যৎ কর্মসূচি ঠিক করতে এবার প্রাক্তনীদের দ্বারস্থ হল ইস্টবেঙ্গল ক্লাব ৷ মঙ্গলবার বিকেলে কার্যকরী কমিটির সদস্যরা আলোচনায় বসেছিলেন । সেখানে পরিস্থিতি বিচার করে মনোরঞ্জন ভট্টাচার্য এবং সম্বরণ বন্দ্যোপাধ্যায়কে দ্রুত ক্লাবে এসে মউ চুক্তি এবং চূড়ান্ত চুক্তিপত্রের মধ্যে পার্থক্য দেখে মতামত দেওয়ার কথা বলা হয়েছে । শুধু এই দুই প্রাক্তন ক্রীড়া ব্যক্তিত্ব নন, লাল হলুদ জার্সিতে খেলা অন্য প্রাক্তনীদেরও ডাকা হয়েছে সমস্যার সমাধানে মতামত দেওয়ার জন্য ৷ সেই মতো 23 জুলাই প্রাক্তন অধিনায়ক সুকুমার সমাজপতি, চন্দন বন্দোপাধ্যায়কে ইস্টবেঙ্গল ক্লাবে যেতে অনুরোধ করা হয়েছে ।

প্রসঙ্গত, ইতিমধ্যে মনোরঞ্জন ভট্টাচার্য বলেছেন, কোনও অবস্থাতেই ইস্টবেঙ্গলের ফুটবল থেকে সরে থাকা উচিত হবে না । চুড়ান্ত চুক্তিপত্র সমর্থকদের স্বাধীনতা হরণ করবে ৷ এই অভিযোগে ইস্টবেঙ্গল ক্লাবের কার্যকরী কমিটি এবং আমন্ত্রিত সিনিয়র সদস্যরা বৈঠকে বসেন ৷ সেখানে তাঁরা চুক্তিপত্রে স্বাক্ষর না করার সিদ্ধান্ত নিয়েছেন । এদিকে লগ্নিকারীরা চূড়ান্ত চুক্তিতে স্বাক্ষর না করলে, দলগঠন করবে না বলে জানিয়েছে । ফলে আইএফএ কলকাতা লিগ, আইএসএল কোনও প্রতিযোগিতায় ইস্টবেঙ্গলকে দেখা না যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে ।

ক্লাব ফুটবল খেলবে না এই আশঙ্কায় সমর্থকদের একটা বিরাট অংশ প্রতিবাদে নেমে পড়েছে । এখানেই শেষ নয়, তারা ক্লাব চত্বরে পোস্টারিং করেছে । বর্তমান কর্মসমিতির শীর্ষকর্তার পদত্যাগ চেয়ে সরব হয়েছেন সমর্থকরা । এমনকি বুধবার 21 জুলাই বিকেল তিনটের সময় ক্লাবের সামনে প্রতিবাদ কর্মসূচি নিয়েছে একদল সমর্থক । যা নিয়ে সমর্থক মহলে পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে । ঝামেলা এড়াতে এবং ক্লাব চত্বরে অনধিকার প্রবেশ রুখতে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে । এমনকি ক্লাব চৌহদ্দিতে কোনও বিরোধী পোস্টার যাতে না পড়ে, সেই জন্য শাসকগোষ্ঠী তৎপর । এখন দেখার চাল ও পালটা চালে ক্লাব এবং লগ্নিকারীর দূরত্ব মেটে কি না ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.