ETV Bharat / sports

বাগানের আক্রমণ নিয়ে ডিফেন্ডারদের সতর্ক করলেন লাল-হলুদ কোচ - ডার্বিতে নামতে তৈরি লাল-হলুদ

আগামীকাল আই লিগের প্রথম ডার্বিতে মুখোমুখি ইস্টবেঙ্গল ও মোহনবাগান ৷ গোকুলাম ম্যাচে হারের ধাক্কা সামলে ডার্বিতে নামতে লাল-হলুদ তৈরি বলে মনে করছেন ইস্টবেঙ্গল কোচ আলেয়ান্দ্রো ৷

image
ইস্টবেঙ্গলে
author img

By

Published : Jan 18, 2020, 7:32 PM IST

কলকাতা, 18 জানুয়ারি : দেড়বছর ধরে লাল-হলুদ কোচের হটসিটে থেকেও একটাও ট্রফি দিতে পারেননি । কিন্তু ডার্বিতে এখনও পর্যন্ত তিনি অপরাজিত । ডার্বির আবহে মোহনবাগানের বিরুদ্ধে তাঁর ক্লিনশিট পরিসংখ্যানটাই লাল-হলুদ সাজঘরের অক্সিজেন । আগামীকাল চলতি মরশুমে আই লিগের প্রথম ডার্বিতে নামছে ইস্টবেঙ্গল । চার্চিল ও গোকুলামের বিরুদ্ধে হারের পরে আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়ার ছেলেরা শুধু পয়েন্ট টেবিলে পিছিয়ে পড়েনি । মানসিকভাবেও পিছিয়ে পড়েছে ।

লালরিনডিকা রালতেকে নিয়ে মোহনবাগান ক্লাবে সাংবাদিক বৈঠকে এসেছিলেন লাল-হলুদের স্প্যানিশ হেডস্যার । বললেন, "দলের গোল হজম করা আমার কাছে চিন্তার । তবে মোহনবাগান দল হিসেবে ডিফেন্সিভ নয় । বরং আক্রমণভাগে শক্তিশালী । তাই ডিফেন্ডারদের সতর্ক থাকতেই হবে ।" দলের জোড়া হারের পরে সদস্য সমর্থকরা চিন্তায় । বলা হচ্ছে চাপ বাড়ছে ইস্টবেঙ্গল কোচের উপরও । আলেয়ান্দ্রো বলছেন, "প্রত্যেক খেলাধুলোতে হার জিত রয়েছে । এই জোড়া হার আমাদের পরের ম্যাচে জয়ের মোটিভেশন হিসেবে কাজ করবে । নিজের দলের প্রতি আস্থা অটুট । এই ধরনের ম্যাচে অতীতে কী হয়েছে তার প্রভাব পড়ে না । আমাদের দলে কতগুলো সমস্যা রয়েছে । তাই নিয়ে আমরা লড়াই করছি । ছেলেদের প্রতি আমার বিশ্বাস আছে । আর বলে রাখি, ডার্বি নিয়ে ভবিষ্যৎবাণী করা যায় না।"

ডার্বির প্রস্তুতি ইস্টবেঙ্গলে

বলা হচ্ছে, 1979 সালের পরে এতটা বেহাল অবস্থায় ইস্টবেঙ্গল ডার্বি খেলতে নামেনি । কথাটা কানে গেছে লাল-হলুদ হেডস্যারের । তাই মুখে কিছু না বললেও দলকে তাতাতে শুরু করেছেন । "পনেরো দিন আগে আমরা পয়েন্ট টেবিলের সবার উপরে ছিলাম । দুই ম্যাচের পারফরম্যান্সের বিচারে কোনও দলকে মাপা ঠিক সিদ্ধান্ত নয় । বড় আঙ্গিকে আপনাকে দেখতে হবে । আমরা কতগুলো ভুল করেছি । যা আমাদের করা উচিত ছিল না ।" ব্যাখ্যা আলেয়ান্দ্রোর ।

সুযোগ তৈরি করেও গোল আসছে না । লাল-হলুদ ফুটবলাররা নিজেরা যত গোল করছেন তার থেকেও বেশি গোল নষ্ট করেছেন । আলেয়ান্দ্রো বলছেন, "আমরা ভালো জায়গায় রয়েছি । তবে পরিস্থিতিটা আরও ভালো হতে পারত ।"


কলকাতা লিগে ডার্বিতে মুখোমুখি হয়েছিল দুই দল । সেই ম্যাচ অমীমাংসিত । আলেয়ান্দ্রো বলছেন, সেই ম্যাচের পারফরম্যান্সের নিরিখে আই লিগ ডার্বিতে তুলনা টানা উচিত নয় । তাঁর মতে, "এই ম্যাচে একটি জয় দলকে পয়েন্ট টেবিলে ভালো জায়গায় পৌছে দেবে ।"

কলকাতা, 18 জানুয়ারি : দেড়বছর ধরে লাল-হলুদ কোচের হটসিটে থেকেও একটাও ট্রফি দিতে পারেননি । কিন্তু ডার্বিতে এখনও পর্যন্ত তিনি অপরাজিত । ডার্বির আবহে মোহনবাগানের বিরুদ্ধে তাঁর ক্লিনশিট পরিসংখ্যানটাই লাল-হলুদ সাজঘরের অক্সিজেন । আগামীকাল চলতি মরশুমে আই লিগের প্রথম ডার্বিতে নামছে ইস্টবেঙ্গল । চার্চিল ও গোকুলামের বিরুদ্ধে হারের পরে আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়ার ছেলেরা শুধু পয়েন্ট টেবিলে পিছিয়ে পড়েনি । মানসিকভাবেও পিছিয়ে পড়েছে ।

লালরিনডিকা রালতেকে নিয়ে মোহনবাগান ক্লাবে সাংবাদিক বৈঠকে এসেছিলেন লাল-হলুদের স্প্যানিশ হেডস্যার । বললেন, "দলের গোল হজম করা আমার কাছে চিন্তার । তবে মোহনবাগান দল হিসেবে ডিফেন্সিভ নয় । বরং আক্রমণভাগে শক্তিশালী । তাই ডিফেন্ডারদের সতর্ক থাকতেই হবে ।" দলের জোড়া হারের পরে সদস্য সমর্থকরা চিন্তায় । বলা হচ্ছে চাপ বাড়ছে ইস্টবেঙ্গল কোচের উপরও । আলেয়ান্দ্রো বলছেন, "প্রত্যেক খেলাধুলোতে হার জিত রয়েছে । এই জোড়া হার আমাদের পরের ম্যাচে জয়ের মোটিভেশন হিসেবে কাজ করবে । নিজের দলের প্রতি আস্থা অটুট । এই ধরনের ম্যাচে অতীতে কী হয়েছে তার প্রভাব পড়ে না । আমাদের দলে কতগুলো সমস্যা রয়েছে । তাই নিয়ে আমরা লড়াই করছি । ছেলেদের প্রতি আমার বিশ্বাস আছে । আর বলে রাখি, ডার্বি নিয়ে ভবিষ্যৎবাণী করা যায় না।"

ডার্বির প্রস্তুতি ইস্টবেঙ্গলে

বলা হচ্ছে, 1979 সালের পরে এতটা বেহাল অবস্থায় ইস্টবেঙ্গল ডার্বি খেলতে নামেনি । কথাটা কানে গেছে লাল-হলুদ হেডস্যারের । তাই মুখে কিছু না বললেও দলকে তাতাতে শুরু করেছেন । "পনেরো দিন আগে আমরা পয়েন্ট টেবিলের সবার উপরে ছিলাম । দুই ম্যাচের পারফরম্যান্সের বিচারে কোনও দলকে মাপা ঠিক সিদ্ধান্ত নয় । বড় আঙ্গিকে আপনাকে দেখতে হবে । আমরা কতগুলো ভুল করেছি । যা আমাদের করা উচিত ছিল না ।" ব্যাখ্যা আলেয়ান্দ্রোর ।

সুযোগ তৈরি করেও গোল আসছে না । লাল-হলুদ ফুটবলাররা নিজেরা যত গোল করছেন তার থেকেও বেশি গোল নষ্ট করেছেন । আলেয়ান্দ্রো বলছেন, "আমরা ভালো জায়গায় রয়েছি । তবে পরিস্থিতিটা আরও ভালো হতে পারত ।"


কলকাতা লিগে ডার্বিতে মুখোমুখি হয়েছিল দুই দল । সেই ম্যাচ অমীমাংসিত । আলেয়ান্দ্রো বলছেন, সেই ম্যাচের পারফরম্যান্সের নিরিখে আই লিগ ডার্বিতে তুলনা টানা উচিত নয় । তাঁর মতে, "এই ম্যাচে একটি জয় দলকে পয়েন্ট টেবিলে ভালো জায়গায় পৌছে দেবে ।"

Intro:গত দেড়বছরে লাল হলুদ কোচের চেয়ারে বসে ট্রফি দিতে পারেননি।কিন্তু ডার্বিতে তিনি অপরাজিত। মোহনবাগানের বিরুদ্ধে তার ক্লিনশিট পরিসংখ্যানটাই লাল হলুদ সাজঘরের অক্সিজেন।চলতি মরসুমের আই লিগের প্রথম ডার্বিতে নামছে ইস্টবেঙ্গল। চার্চিল ও গোকুলামের বিরুদ্ধে হারের পরে পয়েন্ট টেবিলে আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়ার ছেলেরা শুধু পিছিয়ে পড়েনি।মানসিক স্থিতি ধাক্কা খেয়েছে।লালরিনডিকা রালতেকে নিয়ে মোহনবাগান ক্লাবে সাংবাদিক সম্মেলনে এসেছিলেন লাল হলুদের স্প্যানিশ হেডস্যার।বলছেন,"দলের গোল হজম করা আমার কাছে চিন্তার।তবে মোহনবাগান দল হিসেবে ডিফেন্সিভ নয়। বরং আক্রমনভাগে শক্তিশালী।তাই ডিফেন্ডারদের সতর্ক থাকতে হবে।"
দলের জোড়া হারের পরে সদস্য সমর্থকরা চিন্তায়।বলা হচ্ছে চাপ বাড়ছে ইস্টবেঙ্গল কোচের ওপর।আলেয়ান্দ্রো বলছেন,"প্রত্যেক খেলাধুলোতে হার জিত রয়েছে।এই জোড়া হার আমাদের পরের ম্যাচে জয়ের মোটিভেসন হিসেবে কাজ করবে।"নিজের দলের প্রতি আস্থা অটুট।এই ধরনের ম্যাচে অতীতে কি হয়েছে তার প্রভাব পড়ে না।আমাদের দলে কতগুলো সমস্যা রয়েছে।তাই নিয়ে আমরা লড়াই করছি।ছেলেদের প্রতি আমার বিশ্বাস রয়েছে।আর বলে রাখি,ডার্বি নিয়ে ভবিষ্যৎ বানী করা যায় না।"
বলা হচ্ছে,1979সালের পরে এতটা বেহাল অবস্থায় ইস্টবেঙ্গল ডার্বি খেলতে নামেনি।কথাটা কানে গিয়েছে লাল হলুদ হেডস্যারের।তাই মুখে কিছু না বললেও দলকে তাতাতে শুরু করেছেন।"পনেরো দিন আগে আমরা পয়েন্ট টেবিলের মগডালে ছিলাম।চার্চিল ম্যাচের আগে আমরা একবছর আই লিগে অপরাজিত ছিলাম।দুই ম্যাচের পারফরম্যান্সে র বিচারে কোনও দলকে মাপা ঠিক সিদ্ধান্ত নয়।বড় আঙ্গিকে আপনাকে দেখতে হবে।আমরা কতগুলো ভুল করেছি। যা আমাদের করা উচিত ছিল না।,"ব্যাখ্যা আলেয়ান্দ্রো র।
সুযোগ তৈরি করেও গোল আসছে না। লাল হলুদ ফুটবলাররা নিজেরা যত গোল করছেন তার থেকেও বেশি গোল নষ্ট করেছেন।আলেয়ান্দ্রো বলছেন,"আমরা ভালো জায়গায় রয়েছি।তবে পরিস্থিতিটা আরও ভালো হতে পারত।"
কলকাতা লিগে ডার্বিতে নেমেছিলেন আলেয়ান্দ্রো এবং কিবু ভিকুনা।সেই ম্যাচ অমীমাংসিত।কারন দুটো দল গোলশূন্য ভাবে ম্যাচ শেষ করেছিল।আলেয়ান্দ্রো বলছেন দুটো দল সেসময় প্রিসিজন করছিল।সেই পারফরম্যান্স এর নিরিখে আই লিগ ডার্বিতে তুলনা টানা উচিৎ নয়। তার মতে,"এই ম্যাচে একটি জয় দলকে পয়েন্ট টেবিলে ভালো জায়গায় পৌছে দেবে।"


Body:ইস্টবেঙ্গল


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.