ETV Bharat / sports

East Bengal : স্বদেশীদের নিয়ে দল গোছাচ্ছে এসসি ইস্টবেঙ্গল, চমক বিদেশি নির্বাচনেও - ISL

ইতিমধ্যে অমরজিৎ সিং,আদিল খানদের যোগদানের খবর সরকারিভাবে জানানো হয়েছে । এছাড়াও রোমিও ফার্নান্দেজ, শুভ ঘোষ, জয়নের লোরেঙ্ক, জ্যাকিচাঁদ সিং, লাল হলুদ জার্সি পড়তে চলেছেন ।

এসসি ইস্টবেঙ্গল
এসসি ইস্টবেঙ্গল
author img

By

Published : Sep 2, 2021, 11:29 AM IST

কলকাতা, 2 সেপ্টেম্বর : দলবদলের বাজারে শেষ সময়ে পা দিয়ে বেশ গোছানো দল গড়েছেন এসসি ইস্টবেঙ্গলের রিক্রুটাররা । নবান্ন থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্লাব এবং লগ্নিকারীর চুক্তি বিতর্কে মধ্যস্থতা করতেই নিশ্চিত হয়ে গিয়েছিল এসসি ইস্টবেঙ্গলের আইএসএলে যোগদান । লাল হলুদ রিক্রুটাররা তখনই বলেছিলেন এই পরিস্থিতির অনুমান করেই প্রস্তুতি রাখা হয়েছিল । এবং তা যে অমূলক নয় তা চুক্তি করা ফুটবলারদের তালিকায় পরিষ্কার ।

ইতিমধ্যে অমরজিৎ সিং,আদিল খানদের যোগদানের খবর সরকারিভাবে জানানো হয়েছে । এছাড়াও রোমিও ফার্নান্দেজ, শুভ ঘোষ, জয়নের লোরেঙ্ক, জ্যাকিচাঁদ সিং, লাল হলুদ জার্সি পড়তে চলেছেন । জয়েনের এর আগে জামশেদপুর এফসি এবং মুম্বই সিটি এফসির হয়ে খেলেছেন । মুম্বই সিটি এফসি থেকে লিয়েনে আসতে পারেন জ্যাকিচাঁদ সিং । গোয়া প্রো লিগে সালগাওকরের হয়ে নজরকাড়া পারফরম্যান্স করা ড্যানিয়েল গোমস এসসি ইস্টবেঙ্গলে আসতে পারেন । নেরোকা এফসির হয়ে আই লিগে 14টি ম্যাচ খেলা স্ট্রাইকার সংপু সিংসিটকে নিতে চলেছে লাল হলুদ । দলবদলের লক্ষণরেখা শেষ হয়ে গেলেও এসসি ইস্টবেঙ্গলের সামনে ফুটবলার নেওয়ার পথ বন্ধ হয়ে যাচ্ছে না । ফ্রি ফুটবলারদের সই করানো হবে । মোট 32জনের দল গড়ছে লাল হলুদ । 26জন ভারতীয় ফুটবলার নেওয়া হবে । সেইভাবেই কাজ করা হচ্ছে ।

আরও পড়ুন, East Bengal : ফুটবলারদের নিয়ে খোঁজখবর শুরু, দল গঠনে তৎপরতা ইস্টবেঙ্গলে

ছয়জন বিদেশি ফুটবলার নেওয়ার বিষয়টি সম্পূর্ণভাবে দেখছেন কোচ রবি ফাওলার । গত মরসুমের সাড়া জাগানো পারফরম্যান্স করা ব্রাইট এনোবাখারের ফেরার সম্ভাবনা নেই । এই মরসুমে রবি ফাওলার দল গঠনের ক্ষেত্রে গড় বয়স কমানোর দিকে নজর দিচ্ছেন । তাই পাঁচ বিদেশি ফুটবলার নেওয়ার ক্ষেত্রে নৈপুন্য এবং কম বয়সের জোড়া প্যাকেজের দিকে নজর । ইতিমধ্যে বেশ কয়েকজন ফুটবলারের সঙ্গে কথা বলেছেন । যেহেতু ফ্রি ফুটবলার নিতে হবে তাই ধীরে চল নীতি ফাওলারের । তাই শেষ বাজারে নেমেও ভারতীয় ফুটবলার নেওয়ার ক্ষেত্রে চমক দেওয়ার পরে এসসি ইস্টবেঙ্গল এবার ভালমানের বিদেশি ফুটবলার নিয়ে সেপ্টেবরের শেষেই অনুশীলন শুরু করতে চায় । সেই ভাবেই পরিকল্পনা সাজাচ্ছেন ফাওলার । যাতে গোয়ার ভাস্কোতে অনুশীলন করার সময় কোনও খামতি না থাকে ।

কলকাতা, 2 সেপ্টেম্বর : দলবদলের বাজারে শেষ সময়ে পা দিয়ে বেশ গোছানো দল গড়েছেন এসসি ইস্টবেঙ্গলের রিক্রুটাররা । নবান্ন থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্লাব এবং লগ্নিকারীর চুক্তি বিতর্কে মধ্যস্থতা করতেই নিশ্চিত হয়ে গিয়েছিল এসসি ইস্টবেঙ্গলের আইএসএলে যোগদান । লাল হলুদ রিক্রুটাররা তখনই বলেছিলেন এই পরিস্থিতির অনুমান করেই প্রস্তুতি রাখা হয়েছিল । এবং তা যে অমূলক নয় তা চুক্তি করা ফুটবলারদের তালিকায় পরিষ্কার ।

ইতিমধ্যে অমরজিৎ সিং,আদিল খানদের যোগদানের খবর সরকারিভাবে জানানো হয়েছে । এছাড়াও রোমিও ফার্নান্দেজ, শুভ ঘোষ, জয়নের লোরেঙ্ক, জ্যাকিচাঁদ সিং, লাল হলুদ জার্সি পড়তে চলেছেন । জয়েনের এর আগে জামশেদপুর এফসি এবং মুম্বই সিটি এফসির হয়ে খেলেছেন । মুম্বই সিটি এফসি থেকে লিয়েনে আসতে পারেন জ্যাকিচাঁদ সিং । গোয়া প্রো লিগে সালগাওকরের হয়ে নজরকাড়া পারফরম্যান্স করা ড্যানিয়েল গোমস এসসি ইস্টবেঙ্গলে আসতে পারেন । নেরোকা এফসির হয়ে আই লিগে 14টি ম্যাচ খেলা স্ট্রাইকার সংপু সিংসিটকে নিতে চলেছে লাল হলুদ । দলবদলের লক্ষণরেখা শেষ হয়ে গেলেও এসসি ইস্টবেঙ্গলের সামনে ফুটবলার নেওয়ার পথ বন্ধ হয়ে যাচ্ছে না । ফ্রি ফুটবলারদের সই করানো হবে । মোট 32জনের দল গড়ছে লাল হলুদ । 26জন ভারতীয় ফুটবলার নেওয়া হবে । সেইভাবেই কাজ করা হচ্ছে ।

আরও পড়ুন, East Bengal : ফুটবলারদের নিয়ে খোঁজখবর শুরু, দল গঠনে তৎপরতা ইস্টবেঙ্গলে

ছয়জন বিদেশি ফুটবলার নেওয়ার বিষয়টি সম্পূর্ণভাবে দেখছেন কোচ রবি ফাওলার । গত মরসুমের সাড়া জাগানো পারফরম্যান্স করা ব্রাইট এনোবাখারের ফেরার সম্ভাবনা নেই । এই মরসুমে রবি ফাওলার দল গঠনের ক্ষেত্রে গড় বয়স কমানোর দিকে নজর দিচ্ছেন । তাই পাঁচ বিদেশি ফুটবলার নেওয়ার ক্ষেত্রে নৈপুন্য এবং কম বয়সের জোড়া প্যাকেজের দিকে নজর । ইতিমধ্যে বেশ কয়েকজন ফুটবলারের সঙ্গে কথা বলেছেন । যেহেতু ফ্রি ফুটবলার নিতে হবে তাই ধীরে চল নীতি ফাওলারের । তাই শেষ বাজারে নেমেও ভারতীয় ফুটবলার নেওয়ার ক্ষেত্রে চমক দেওয়ার পরে এসসি ইস্টবেঙ্গল এবার ভালমানের বিদেশি ফুটবলার নিয়ে সেপ্টেবরের শেষেই অনুশীলন শুরু করতে চায় । সেই ভাবেই পরিকল্পনা সাজাচ্ছেন ফাওলার । যাতে গোয়ার ভাস্কোতে অনুশীলন করার সময় কোনও খামতি না থাকে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.