ETV Bharat / sports

লিগ জয়ের দৌড়ে এগিয়ে ইস্টবেঙ্গল, বলছেন আত্মবিশ্বাসী আলেয়ান্দ্রো - লিগ জয়ের দৌড়ে এগিয়ে ইস্টবেঙ্গল

কলকাতা লিগ জেতার দৌড়ে এগিয়ে ইস্টবেঙ্গল ৷ বলছেন ইস্টবেঙ্গল কোচ ৷

আলেয়ান্দ্রো
author img

By

Published : Sep 27, 2019, 5:28 AM IST

কলকাতা, 27 সেপ্টেম্বর : আলেয়ান্দ্রো মেনেনদেজ় গার্সিয়া । এক বছর ধরে ইস্টবেঙ্গলের কোচের দায়িত্ব সামলাচ্ছেন । সামলাচ্ছেন বললে বোধ হয় পুরোটা বলা হয় না, ভারতীয় ক্লাব ফুটবলের ধারণার গোড়ায় ধাক্কা মারার চেষ্টা করে যাচ্ছেন । সময় বলবে তাঁর চেষ্টা সফল হবে কি না । তবে এক বছরের নিরিখে বলা যায়, বঙ্গ ক্লাব সংস্কৃতির ধারণায় বড়সড় ধাক্কা মেরেছেন । তাই ইস্টবেঙ্গলের মতো শতবর্ষ পার করতে চলা একটি দলের কোচের হটসিটে বসে মরশুমের শুরুতে অনায়াসে বলে দিতে পারেন, কলকাতা লিগ তাঁর কাছে নিতান্তই একটি প্রস্তুতি টুর্নামেন্ট ৷

ট্রফির সন্ধানে থাকা ক্লাবে প্রাধান্যের তালিকা তৈরির সাহসই শুধু দেখাননি গার্সিয়া, নিজের অবস্থানে অনড়ও থেকেছেন । পিয়ারলেসের বিরুদ্ধে হারের পর যখন গেল গেল রব উঠেছিল, তখনও আলেয়ান্দ্রো বলছিলেন হিসাবটা প্রতিযোগিতার শেষে করাই ভালো । লিগের 10 নম্বর ম্যাচে মহামেডানকে 3-2 গোলে হারিয়ে 20 পয়েন্ট নিয়ে সবার উপরে ইস্টবেঙ্গল । শেষ ম্যাচে জিতলেই লিগ ফিরবে বলা যাচ্ছে না । কারণ, পিয়ারলেস যদি শেষ দুটো ম্যাচ জেতে তাহলে গোল পার্থক্যের অঙ্ক আসবে । দশম ম্যাচে তিন গোলের সৌজন্যে গোল পার্থক্যে একই বিন্দুতে দাঁড়িয়ে রয়েছে ইস্টবেঙ্গল ও পিয়ারলেস ৷

ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে সহকারী কোকোকে পাশে বসিয়ে লাল-হলুদ হেডস্যার বলেন, ম্যাচটি তাঁরাই নিয়ন্ত্রণ করেছেন ৷ 10 জনের মহামেডান শেষদিকে সমতা ফেরাতে মরিয়া হয়ে উঠেছিল । বিষয়টি মেনে আলেয়ান্দ্রো বলছেন, ফুটবলে এমনটা হতেই পারে । তবে দলের ফুটবলারদের উপর তাঁর বিশ্বাস রয়েছে । সুযোগ তৈরির পরিসংখ্যানে প্রতিপক্ষকে যে তাঁরা পিছনে ফেলে দিয়েছিলেন, তা মনে করিয়ে দেন গার্সিয়া । তবে কিছুটা হলেও চিন্তা থাকছে লাল-হলুদ কোচের ৷ দলের এক নম্বর ডিফেন্ডার বোরহা গোমেজ় চোট পেয়েছেন । তিনদিন দেখার পর চোটের অবস্থা বোঝা যাবে। তবে গুরুত্বপূর্ণ সময়ে বোরহা উঠে গেলেও সেরকম সমস্যায় পড়েনি ইস্টবেঙ্গল । কারণ, দলের সব ফুটবলারকে ঘুরিয়ে-ফিরিয়ে খেলিয়ে তৈরি রেখেছিলেন আলেয়ান্দ্রো ৷

শেষ ম্যাচে লিগের ফয়সালা। লাল-হলুদ কোচ বলছেন, চলতি কলকাতা লিগের প্রতিদ্বন্দ্বিতা দারুণ । প্রতিটি ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে । বেশ কয়েকটি ম্যাচে পয়েন্ট ভাগাভাগি হয়েছে । লিগের শেষপ্রান্তে এসে খেতাবের দ্বৈরথে ইস্টবেঙ্গল ও পিয়ারলেস । আলেয়ান্দ্রো অবশ্য বলছেন, তাঁরাই এগিয়ে ।

কলকাতা, 27 সেপ্টেম্বর : আলেয়ান্দ্রো মেনেনদেজ় গার্সিয়া । এক বছর ধরে ইস্টবেঙ্গলের কোচের দায়িত্ব সামলাচ্ছেন । সামলাচ্ছেন বললে বোধ হয় পুরোটা বলা হয় না, ভারতীয় ক্লাব ফুটবলের ধারণার গোড়ায় ধাক্কা মারার চেষ্টা করে যাচ্ছেন । সময় বলবে তাঁর চেষ্টা সফল হবে কি না । তবে এক বছরের নিরিখে বলা যায়, বঙ্গ ক্লাব সংস্কৃতির ধারণায় বড়সড় ধাক্কা মেরেছেন । তাই ইস্টবেঙ্গলের মতো শতবর্ষ পার করতে চলা একটি দলের কোচের হটসিটে বসে মরশুমের শুরুতে অনায়াসে বলে দিতে পারেন, কলকাতা লিগ তাঁর কাছে নিতান্তই একটি প্রস্তুতি টুর্নামেন্ট ৷

ট্রফির সন্ধানে থাকা ক্লাবে প্রাধান্যের তালিকা তৈরির সাহসই শুধু দেখাননি গার্সিয়া, নিজের অবস্থানে অনড়ও থেকেছেন । পিয়ারলেসের বিরুদ্ধে হারের পর যখন গেল গেল রব উঠেছিল, তখনও আলেয়ান্দ্রো বলছিলেন হিসাবটা প্রতিযোগিতার শেষে করাই ভালো । লিগের 10 নম্বর ম্যাচে মহামেডানকে 3-2 গোলে হারিয়ে 20 পয়েন্ট নিয়ে সবার উপরে ইস্টবেঙ্গল । শেষ ম্যাচে জিতলেই লিগ ফিরবে বলা যাচ্ছে না । কারণ, পিয়ারলেস যদি শেষ দুটো ম্যাচ জেতে তাহলে গোল পার্থক্যের অঙ্ক আসবে । দশম ম্যাচে তিন গোলের সৌজন্যে গোল পার্থক্যে একই বিন্দুতে দাঁড়িয়ে রয়েছে ইস্টবেঙ্গল ও পিয়ারলেস ৷

ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে সহকারী কোকোকে পাশে বসিয়ে লাল-হলুদ হেডস্যার বলেন, ম্যাচটি তাঁরাই নিয়ন্ত্রণ করেছেন ৷ 10 জনের মহামেডান শেষদিকে সমতা ফেরাতে মরিয়া হয়ে উঠেছিল । বিষয়টি মেনে আলেয়ান্দ্রো বলছেন, ফুটবলে এমনটা হতেই পারে । তবে দলের ফুটবলারদের উপর তাঁর বিশ্বাস রয়েছে । সুযোগ তৈরির পরিসংখ্যানে প্রতিপক্ষকে যে তাঁরা পিছনে ফেলে দিয়েছিলেন, তা মনে করিয়ে দেন গার্সিয়া । তবে কিছুটা হলেও চিন্তা থাকছে লাল-হলুদ কোচের ৷ দলের এক নম্বর ডিফেন্ডার বোরহা গোমেজ় চোট পেয়েছেন । তিনদিন দেখার পর চোটের অবস্থা বোঝা যাবে। তবে গুরুত্বপূর্ণ সময়ে বোরহা উঠে গেলেও সেরকম সমস্যায় পড়েনি ইস্টবেঙ্গল । কারণ, দলের সব ফুটবলারকে ঘুরিয়ে-ফিরিয়ে খেলিয়ে তৈরি রেখেছিলেন আলেয়ান্দ্রো ৷

শেষ ম্যাচে লিগের ফয়সালা। লাল-হলুদ কোচ বলছেন, চলতি কলকাতা লিগের প্রতিদ্বন্দ্বিতা দারুণ । প্রতিটি ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে । বেশ কয়েকটি ম্যাচে পয়েন্ট ভাগাভাগি হয়েছে । লিগের শেষপ্রান্তে এসে খেতাবের দ্বৈরথে ইস্টবেঙ্গল ও পিয়ারলেস । আলেয়ান্দ্রো অবশ্য বলছেন, তাঁরাই এগিয়ে ।

Intro:আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া। গত একবছর ধরে ভারতীয় ফুটবলে ইস্টবেঙ্গলের কোচের দায়িত্ব সামলাচ্ছেন। সামলাচ্ছেন বললে বোধ হয় পুরোটা বলা হল না। ভারতীয় ক্লাব ফুটবলের অচলায়তন ধারনার গোড়ায় ধাক্কা মারতে চেষ্টা করছেন। সময় বলবে তার চেষ্টা সফল হল কি না। তবে গত একবছরের নিরিখে বলা যায় বঙ্গ ক্লাব কালচারের বস্তাপচা ধারনায় বড়সড় ধাক্কা মেরেছেন। তাই ইস্টবেঙ্গলের মত শতবর্ষ পার করতে চলা একটি দলের কোচের হটসিটে বসে মরসুমে শুরুতে অনাসায়ে বলেন কলকাতা লিগ তার কাছে নিতান্তই প্রস্তুতি টুর্নামেন্ট তখন চমক লাগে।
ট্রফি হান্টিং ক্লাবে প্রাধান্যের তালিকা তৈরির সাহস শুধু দেখাননি নিজের অবস্থানে অনড় থেকেছেন।পিয়ারলেসের বিরুদ্ধে হারের পরে যখন গেল গেল রব ও ট্রফি খরার আতঙ্কে হাহাকার শুরু হয়েছিল তখনও আলেয়ান্দ্রো বলছিলেন হিসাব টা প্রতিযোগিতার শেষে করাই ভালো। লিগের দশ নম্বর ম্যাচে মহমেডান কে 3-2 গোলে হারিয়ে ইস্টবেঙ্গল 20পয়েন্ট নিয়ে সবার ওপরে। শেষ ম্যাচে জিতলেই লিগ ফিরবে বলা যাচ্ছে না। কারন পিয়ারলেস যদি শেষ দুটো ম্যাচ জিতে নেয় তাহলে গোলপার্থক্যের অঙ্ক সামনে আসবে। আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়ার ফুটবলে শুধুই অঙ্ক। দশম ম্যাচে তিন গোল ,গোল পার্থক্যে ইস্টবেঙ্গল ও পিয়ারলেসকে একবিন্দুতে দাড় করিয়ে দিয়েছে। তাই স্টেডিয়াম ছাড়ার সময় সমর্থক কুল যখন আরেক টি গোল করতে পারলে ভালো হত বলে আপসোস করেন তখন একাংশ বলে ওঠে আলেয়ান্দ্রো আছেন।
ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে সহকারী কোকোকে পাশে বসিয়ে লাল হলুদ হেডস্যার বলেন ম্যাচ তারাই নিয়ন্ত্রণ করেছেন, অত্যুক্তি মনে হয় না। দশজনের মহমেডান শেষভাগে মরিয়া হয়েছিল সমতা ফেরাতে। বিষয়টি মেনে আলেয়ান্দ্রো বলছেন ফুটবলে এমনটা হতেই পারে। তবে দলের ফুটবলারদের ওপর তার বিশ্বাস রয়েছে।সুযোগ তৈরির পরিসংখ্যানে প্রতিপক্ষকে ইস্টবেঙ্গল পিছনে ফেলেছিল তা মনে করিয়ে দিয়েছেন। দলের একনম্বর ডিফেন্ডার বোরহা গোমেজ চোট পেয়ে বাইরে। আগামী তিন দিন দেখার পরে চোটের গভীরতা বোঝা যাবে।
গুরুত্বপূর্ণ সময়ে বোরহার বেরিয়ে আসাতে দল সমস্যায় পড়েনি। কারন আলেয়ান্দ্রো কোচের চেয়ারে বসে গত চোদ্দটি ম্যাচে দলের সব ফুটবলারকে খেলিয়ে তৈরি করেছেন। কারন নাম নয় আলেয়ান্দ্রোর কাছে সব ফুটবলারের গুরুত্ব সমান।
শেষ ম্যাচে লিগের ফয়সালা। লাল হলুদ কোচ বলছেন চলতি কলকাতা লিগের প্রতিদ্বন্দ্বিতা দারুণ হয়েছে। প্রতিটি ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। বেশ কয়েকটি ম্যাচে পয়েন্ট ভাগাভাগি হয়েছে। লিগ শেষে ইস্টবেঙ্গল ও পিয়ারলেস খেতাবের দ্বৈরথ। আলেয়ান্দ্রো বলছেন তারাই এগিয়ে। অঙ্ক কষছেন লাল হলুদ হেডস্যার।


Body:ইস্টবেঙ্গলের কোচ


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.