কলকাতা, 9 অক্টোবর : আইনি কাগজপত্রের জটিলতা দূর করার প্রক্রিয়া যুদ্ধকালীন তৎপরতায় করা হচ্ছিল । বৃহস্পতিবারের মধ্যেই যাবতীয় কাজ শেষ হয়ে যাওয়ার জোরালো ইঙ্গিত ছিল । সেই মতো আনুষ্ঠানিক ভাবে ISL-র মঞ্চে ইস্টবেঙ্গলের পদার্পণ এবং বিনিয়োগকারী সংস্থার সঙ্গে ক্লাবের গাঁটছড়া বাঁধার কথা ঘোষণা করা হল। লাল-হলুদ আকাশে সমস্যার ঘূর্ণাবর্ত নেই । বরং শরতের আকাশের মতো তা ঝকঝকে ।
শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেশনের তরফে সাংবাদিকদের ই-মেইল করে ক্লাব নিয়ে তাদের ভাবনাচিন্তার কথা জানানো হয়েছে । ম্যানেজিং ডিরেক্টর এইচ এম বাঙ্গুর বলেছেন, তাঁরা গর্বিত। আসন্ন মরশুমে ইন্ডিয়ান সুপার লিগে খেলার সুযোগ পেয়ে তাঁরা খুশি । ক্লাবকে সাফল্যের আরও উঁচুতে নিয়ে যাওয়াই একমাত্র লক্ষ্য । ইস্টবেঙ্গলের মতো ক্লাবের সঙ্গে গাঁটছড়া বাঁধা এবং ISL-র মঞ্চে খেলার সুযোগ পাওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্যোগ সমর্থনের কথাও বলেছেন এইচ এম বাঙ্গুর । একই সঙ্গে তিনি FSDL এবং নীতা আম্বানির উৎসাহ এবং সহযোগিতার কথাও বলেছেন। শক্তিশালী দলগঠনের মাধ্যমে সদস্য সমর্থকদের গর্বিত করার চেষ্টা করা হচ্ছে বলে আশ্বস্ত করেছেন যুগ্ম ম্যানেজিং ডিরেক্টর প্রশান্ত বাঙ্গুর ।
চলতি বছরের ISL ডিসেম্বরে হবে। আই লিগ হবে ডিসেম্বরের শেষ সপ্তাহে । ফলে ISL-এ অংশগ্রহণকারী এগারোটি দলের কাছেই বাড়তি সময় মিলছে । তবে অন্য দলের তুলনায় ইস্টবেঙ্গল এখনও অগোছালো । ফলে ISL-এ খেলার বাড়তি সময় আদতে ইস্টবেঙ্গলের দল গুছিয়ে নেওয়ার ক্ষেত্রে সুবিধা হয়ে দেখা দেবে ।ভারতীয় ফুটবলার নেওয়ার কাজ শুরু হয়েছে । এমনকী ইন্ডিয়ান অ্যারোজ়ের জার্সিতে গত আই লিগে ভালো খেলা দুই প্রতিশ্রুতিমান ফুটবলার লাল হলুদ জার্সি পরতে চলেছেন । বছরের শুরুতে তাঁদের প্রস্তাব দেওয়া হলেও সবুজ সংকেত দেওয়া হয়নি । কারণ সেই সময় ইস্টবেঙ্গলের ISL-এ খেলার বিষয়টি নিশ্চিত ছিল না । এখন ছবিটা নিশ্চিত হতেই ফেডারেশন সবুজ সংকেত দিচ্ছে বলে খবর ।
কোচ হিসেবে রবি ফাউলারের নাম ঘোষণা এখন সময়ের অপেক্ষা । দলের বিদেশি ফুটবলার নেওয়ার ক্ষেত্রে অস্ট্রেলিয়ার এ লিগের ফুটবলাররা প্রথম পছন্দ । কারণ অজ়ি লিগে খেলা ফুটবলারদের কাছে গোয়ার আবহাওয়া মানিয়ে নেওয়া সহজ হবে বলে মনে করা হচ্ছে । আপাতত কাগজপত্রের জটিলতা সম্পূর্ণ মিটিয়ে দল নিয়ে ISL-এ খেলার কথা সরকারি ভাবে ঘোষণা করা হয়েছে । এবার দল নির্বাচনের কাজটি দ্রুত করতে হবে বলে জানানো হচ্ছে । বিশেষ করে বিদেশি ফুটবলার নেওয়ার কাজটি । কারণ ফুটবলার নেওয়ার আর্ন্তজাতিক সময়সীমার শেষ পর্ব চলছে ।