ETV Bharat / sports

সংহতি ভোজে লাল-হলুদ ফুটবলাররা, নতুন ফুটবলারের তালিকা দিচ্ছেন কোচ - নতুনের তালিকা দিচ্ছেন কোচ মারিও

স্প্যানিশ ডিফেন্ডার মার্তি ক্রেসপি রবিবারের সংহতি ভোজে আসেননি । কোলাডো, মার্কোস ও জুয়ান মেরা গঞ্জালেস যোগ দিলেও তারা আতস কাচের তলায় । বিশেষ করে কোলাডো এবং মার্কোসের ওপর বাতিলের খাঁড়া কোচের নতুন বিদেশি ফুটবলারের তালিকা জমা পড়লেই আসতে পারে ।

image
সংহতি ভোজে ইস্টবেঙ্গল ফুটবলাররা
author img

By

Published : Feb 10, 2020, 12:12 PM IST

কলকাতা 10 ফেব্রুয়ারি : বেহাল দশা ইস্টবেঙ্গলে ৷ আই লিগে শেষ পাঁচ ম্যাচে মাত্র একটিতে জয় ৷ বাকি চারটি ম্যাচেই হার ৷ 10 টি ম্যাচ খেলে 11 পয়েন্ট নিয়ে টেবিলের 8 নম্বরে শতবর্ষের ইস্টবেঙ্গল ৷ এই পরিস্থিতিতে ফুটবলারদের মনোবলও তলানিতে ৷ তাঁদের চাঙা করতে এবং দলকে এক সুতোয় বাঁধতে ক্লাবের তরফ আয়োজন করা হয় মধ্যাহ্নভোজনের ৷ সেই মধ্যাহ্নভোজনে যোগ দিতেই রবিবার দুপুরে ক্লাব তাঁবুতে হাজির হন লাল-হলুদ ফুটবলাররা ৷ তবে আসেননি মার্তি ক্রেসপি ৷

শনিবার কোচ মারিও রিবেরার সঙ্গে আলোচনায় বসেছিলেন ক্লাব কর্তারা । দলের সংকট সামাল দিতে কী করণীয় তা বিশদে জানতে চাওয়া হয় কোচের কাছে । প্রয়োজনে নতুন ফুটবলার নিয়ে আসার ক্ষমতা কোচকে দেওয়া হয়েছে । সেইমতো আজ, সোমবার কয়েকজন ফুটবলারের তালিকা দেবেন তিনি । 13 ফেব্রুয়ারি কল্যাণী স্টেডিয়ামে পঞ্জাব FC-র বিরুদ্ধে খেলবে দল । সেই ম্যাচে না হলেও, তার পরের ম্যাচে নতুন বিদেশি দেখতে পাওয়ার ইঙ্গিত মারিও রিবেরার গলায় ।

ইস্টবেঙ্গলের বেহাল দশার জন্য কোয়েসকেই দায়ি করলেন ইস্টবেঙ্গল সচিব

এদিকে রবিবারের সংহতি ভোজে আসেননি স্প্যানিশ ডিফেন্ডার মার্তি ক্রেসপি । একপ্রকার নিশ্চিত, ক্রেসপিকে ছাড়তে চলেছে ইস্টবেঙ্গল ৷ কোলাডো, মার্কোস ও জুয়ান মেরা গঞ্জালেস যোগ দিলেও তাঁরা আতস কাচের তলায় । কোচ বিদেশি ফুটবলারের তালিকা জমা দিলে কোপ পড়তে পারে কোলাডো এবং মার্কোসের উপর ৷

ক্লাবের সব শীর্ষকর্তা ফুটবলারদের উদ্বুদ্ধ করার চেষ্টা করেছেন । সচিব কল্যাণ মজুমদার অবশ্য খেতাবের সম্ভাবনা শেষ বলে মনে করছেন না । শতবর্ষে দল গঠনের ভার তাঁদের হাতে ছিল না । এমনকী ফুটবলার বদল বা নেওয়ার ক্ষমতাও ছিল না । তাই ব্যর্থতার দায় কর্তাদের নয় বলে মনে করেন তিনি । মে মাসের পরে তাঁরা নতুন ভাবে শুরু করবেন । তিনিও বলছেন, মোহনবাগান ISL খেললে তাঁরা মুখে আঙুল দিয়ে বসে থাকবেন তা ভাবার কোনও কারণ নেই । একই সুর শীর্ষকর্তা দেবব্রত সরকারের মুখেও ৷

কলকাতা 10 ফেব্রুয়ারি : বেহাল দশা ইস্টবেঙ্গলে ৷ আই লিগে শেষ পাঁচ ম্যাচে মাত্র একটিতে জয় ৷ বাকি চারটি ম্যাচেই হার ৷ 10 টি ম্যাচ খেলে 11 পয়েন্ট নিয়ে টেবিলের 8 নম্বরে শতবর্ষের ইস্টবেঙ্গল ৷ এই পরিস্থিতিতে ফুটবলারদের মনোবলও তলানিতে ৷ তাঁদের চাঙা করতে এবং দলকে এক সুতোয় বাঁধতে ক্লাবের তরফ আয়োজন করা হয় মধ্যাহ্নভোজনের ৷ সেই মধ্যাহ্নভোজনে যোগ দিতেই রবিবার দুপুরে ক্লাব তাঁবুতে হাজির হন লাল-হলুদ ফুটবলাররা ৷ তবে আসেননি মার্তি ক্রেসপি ৷

শনিবার কোচ মারিও রিবেরার সঙ্গে আলোচনায় বসেছিলেন ক্লাব কর্তারা । দলের সংকট সামাল দিতে কী করণীয় তা বিশদে জানতে চাওয়া হয় কোচের কাছে । প্রয়োজনে নতুন ফুটবলার নিয়ে আসার ক্ষমতা কোচকে দেওয়া হয়েছে । সেইমতো আজ, সোমবার কয়েকজন ফুটবলারের তালিকা দেবেন তিনি । 13 ফেব্রুয়ারি কল্যাণী স্টেডিয়ামে পঞ্জাব FC-র বিরুদ্ধে খেলবে দল । সেই ম্যাচে না হলেও, তার পরের ম্যাচে নতুন বিদেশি দেখতে পাওয়ার ইঙ্গিত মারিও রিবেরার গলায় ।

ইস্টবেঙ্গলের বেহাল দশার জন্য কোয়েসকেই দায়ি করলেন ইস্টবেঙ্গল সচিব

এদিকে রবিবারের সংহতি ভোজে আসেননি স্প্যানিশ ডিফেন্ডার মার্তি ক্রেসপি । একপ্রকার নিশ্চিত, ক্রেসপিকে ছাড়তে চলেছে ইস্টবেঙ্গল ৷ কোলাডো, মার্কোস ও জুয়ান মেরা গঞ্জালেস যোগ দিলেও তাঁরা আতস কাচের তলায় । কোচ বিদেশি ফুটবলারের তালিকা জমা দিলে কোপ পড়তে পারে কোলাডো এবং মার্কোসের উপর ৷

ক্লাবের সব শীর্ষকর্তা ফুটবলারদের উদ্বুদ্ধ করার চেষ্টা করেছেন । সচিব কল্যাণ মজুমদার অবশ্য খেতাবের সম্ভাবনা শেষ বলে মনে করছেন না । শতবর্ষে দল গঠনের ভার তাঁদের হাতে ছিল না । এমনকী ফুটবলার বদল বা নেওয়ার ক্ষমতাও ছিল না । তাই ব্যর্থতার দায় কর্তাদের নয় বলে মনে করেন তিনি । মে মাসের পরে তাঁরা নতুন ভাবে শুরু করবেন । তিনিও বলছেন, মোহনবাগান ISL খেললে তাঁরা মুখে আঙুল দিয়ে বসে থাকবেন তা ভাবার কোনও কারণ নেই । একই সুর শীর্ষকর্তা দেবব্রত সরকারের মুখেও ৷

Intro:ক্লাবে ভুড়িভোজের আমন্ত্রণ। রবিবার দুপুরে তাই ইস্টবেঙ্গলের ফুটবলাররা ভিড় জমালেন ময়দানের ক্লাব তাবুতে। আই লিগের পয়েন্ট টেবিলে অস্বস্তি কর অবস্থায় লাল হলুদ।প্রথ দশ ম্যাচের পাচটি তে হার। অবস্থা সামাল দিতে ক্লাব কর্তারা দলকে এক সুতোয় বাধার চেষ্টা করছেন। শনিবার কোচ মারিও রিবেরার সঙ্গে আলোচনায় বসেছিলেন। সেখানে অবস্থা সামাল দিতে কি করণীয় তা বিশদে জানতে চাওয়া হয়। প্রয়োজনে নতুন ফুটবলার নিয়ে আসার ক্ষমতা কোচ মারিও রিবেরা কে দেওয়া হয়েছে। সেই মত সোমবার কয়েক জন ফুটবলারের তালিকা দেবেন তিনি। 13ফেব্রুয়ারি কল্যানী স্টেডিয়ামে পঞ্জাব এফসির বিরুদ্ধে খেলবে দল।সেই ম্যাচে না হলেও তারপরের ম্যাচে নতুন বিদেশিদের দেখতে পাওয়ার ইঙ্গিত মারিও রিবেরার।
দল তাকে বিদায় দেবে বুঝতে পেরেই হয়ত স্প্যানিশ ডিফেন্ডার মার্তি ক্রেসপি রবিবারের সংহতি ভোজে আসেননি। কোলাডো এবং মার্কোস,জুয়ান মেরা গঞ্জালেস যোগ দিলেও তারা আতস কাচের তলায়।বিশেষ করে কোলাডো এবং মার্কোসের ওপর বাতিলের খাড়া নতন কোচের নতুন বিদেশি ফুটবলারের তালিকা জমা পড়লে আসতে পারে।
ক্লাবের সকল শীর্ষ কর্তা ফুটবলারদের উদ্বুদ্ধ করার চেষ্টা করেছেন।সচিব কল্যাণ মজুমদার বলেছেন 20ম্যাচে এগারো পয়েন্ট থাকলেও তারা ঘুরে দাড়াতে পারেন।এই অবস্থা থেকে পচিশ পয়েন্ট কিংবা 40পয়েন্ট পেতে পারেন।তাই খেতাবের সম্ভাবনা শেষ বলে মনে করছেন না।
শতবর্ষে দল গঠনের ভার তাদের হাতে ছিল না।এমনকি ফুটবলার বদল বা নেওয়ার ক্ষমতা ছিল না ।তাই ব্যর্থতার দায় কর্তাদের নয় বলে মনে করেন।মে মাসের পরে তারা নতুন ভাবে শুরু করবেন।তবে তিনিও বলছেন মোহনবাগান আইএসএল খেললে তারা মুখে আঙুল দিয়ে বসে থাকবেন তা ভাবার কোনও কারন নেই।
সচিবের সুর শীর্ষকর্তা দেবব্রত সরকারের মুখে।বলছেন ইস্টবেঙ্গলে কলকাতা থেকেই নতুন মরসুমে আইএসএলে খেলবে।সেভাবেই ইস্টবেঙ্গল তৈরি হচ্ছে।


Body:ইস্টবেঙ্গলে


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.