ETV Bharat / sports

বলবন্ত, লিংডোরা কি ইস্টবেঙ্গলের জার্সি পরবেন ? বাড়ছে সংশয়

author img

By

Published : Jul 29, 2020, 12:33 AM IST

ISL-এ খেলার স্বপ্ন দেখিয়ে সই করানো হয়েছিল একাধির তারকা ফুটবলারকে । কিন্তু লাল-হলুদের ISL-এ খেলার সম্ভাবনা বিশ বাঁও জলে । এই পরিস্থিতিতে তারকা ফুটবলারদের দলে যোগ দেওয়া নিয়ে বাড়ছে সংশয়।

EASTBENGAL
ইস্টবেঙ্গল

কলকাতা, 28 জুলাই : ISL-এ ইস্টবেঙ্গলের খেলার সম্ভাবনা বিশ বাঁও জলে । ইতিমধ্যে শতাব্দী প্রাচীন দলের ISL-এ খেলতে না পারা নিয়ে সদস্য-সমর্থকদের মধ্যে ব্লেম গেম চলছে । কর্মকর্তাদের দোষারোপ, FSDL-এর অনিচ্ছা নিয়ে নানা ব্যাখ্যা রয়েছে । কিন্তু অন্য একটি সমস্যা ইস্টবেঙ্গলের উপর বড় আকারে আছড়ে পড়তে চলেছে । তা যদি হয় ইস্টবেঙ্গলের আই লিগ জয়ের চেষ্টা ধাক্কা খেতে পারে।

লকডাউনের মাঝে খেলার দুনিয়া যখন স্তব্ধ তখন ইস্টবেঙ্গলের রিক্রুটাররা লিংডো, সিকে বিনিথ, বিকাশ জাইরু, বলবন্ত সিংদের ISL-এর দল থেকে সই করিয়ে ছিলেন। সই করানোর সময় তাদের শর্ত ছিল, ইস্টবেঙ্গলকে ISL-এ খেলতে হবে। এখন ইস্টবেঙ্গলের ISL খেলার উপর বিরাট প্রশ্নচিহ্ণ । এই অবস্থায় সি কে বিনিথদের পালটা পদক্ষেপ কী হতে চলেছে তার উপর ইস্টবেঙ্গলের শক্তিশালী দল গড়া নির্ভর করবে।

নতুন মরশুমে ভারতীয় বংশোদ্ভূত উমেদ সিংকে সই করিয়েছে ইস্টবেঙ্গল । তিনিও লাল হলুদ জার্সি পড়ার আগ্রহ দেখিয়েছেন কারণ ISL খেলার প্রতিশ্রুতি । এখন যদি ISL ইস্টবেঙ্গল না খেলে তাহলে উমেদ সিং লাল হলুদ জার্সি পড়বেন কি না তা নিয়ে সংশয় রয়েছে ।

এর পাশাপাশি কেভিন লোবো এবং মহম্মদ রফিক যে কোনও অবস্থায় ইস্টবেঙ্গলের জার্সি পরবেন বলে জানিয়েছেন । ফুটবলার হাতছাড়া হওয়ার আশঙ্কা, ইনভেস্টরের বিষয়ে দোলাচল এবং ন্যূনতম স্পনসর জোগাড় না হলে আই লিগের জন্য ভালো দল গড়তে না পারার দুশ্চিন্তা, সব মিলিয়ে চাপ বাড়ছে লাল হলুদ কর্তাদের।

কলকাতা, 28 জুলাই : ISL-এ ইস্টবেঙ্গলের খেলার সম্ভাবনা বিশ বাঁও জলে । ইতিমধ্যে শতাব্দী প্রাচীন দলের ISL-এ খেলতে না পারা নিয়ে সদস্য-সমর্থকদের মধ্যে ব্লেম গেম চলছে । কর্মকর্তাদের দোষারোপ, FSDL-এর অনিচ্ছা নিয়ে নানা ব্যাখ্যা রয়েছে । কিন্তু অন্য একটি সমস্যা ইস্টবেঙ্গলের উপর বড় আকারে আছড়ে পড়তে চলেছে । তা যদি হয় ইস্টবেঙ্গলের আই লিগ জয়ের চেষ্টা ধাক্কা খেতে পারে।

লকডাউনের মাঝে খেলার দুনিয়া যখন স্তব্ধ তখন ইস্টবেঙ্গলের রিক্রুটাররা লিংডো, সিকে বিনিথ, বিকাশ জাইরু, বলবন্ত সিংদের ISL-এর দল থেকে সই করিয়ে ছিলেন। সই করানোর সময় তাদের শর্ত ছিল, ইস্টবেঙ্গলকে ISL-এ খেলতে হবে। এখন ইস্টবেঙ্গলের ISL খেলার উপর বিরাট প্রশ্নচিহ্ণ । এই অবস্থায় সি কে বিনিথদের পালটা পদক্ষেপ কী হতে চলেছে তার উপর ইস্টবেঙ্গলের শক্তিশালী দল গড়া নির্ভর করবে।

নতুন মরশুমে ভারতীয় বংশোদ্ভূত উমেদ সিংকে সই করিয়েছে ইস্টবেঙ্গল । তিনিও লাল হলুদ জার্সি পড়ার আগ্রহ দেখিয়েছেন কারণ ISL খেলার প্রতিশ্রুতি । এখন যদি ISL ইস্টবেঙ্গল না খেলে তাহলে উমেদ সিং লাল হলুদ জার্সি পড়বেন কি না তা নিয়ে সংশয় রয়েছে ।

এর পাশাপাশি কেভিন লোবো এবং মহম্মদ রফিক যে কোনও অবস্থায় ইস্টবেঙ্গলের জার্সি পরবেন বলে জানিয়েছেন । ফুটবলার হাতছাড়া হওয়ার আশঙ্কা, ইনভেস্টরের বিষয়ে দোলাচল এবং ন্যূনতম স্পনসর জোগাড় না হলে আই লিগের জন্য ভালো দল গড়তে না পারার দুশ্চিন্তা, সব মিলিয়ে চাপ বাড়ছে লাল হলুদ কর্তাদের।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.