কলকাতা, 28 জুলাই : ISL-এ ইস্টবেঙ্গলের খেলার সম্ভাবনা বিশ বাঁও জলে । ইতিমধ্যে শতাব্দী প্রাচীন দলের ISL-এ খেলতে না পারা নিয়ে সদস্য-সমর্থকদের মধ্যে ব্লেম গেম চলছে । কর্মকর্তাদের দোষারোপ, FSDL-এর অনিচ্ছা নিয়ে নানা ব্যাখ্যা রয়েছে । কিন্তু অন্য একটি সমস্যা ইস্টবেঙ্গলের উপর বড় আকারে আছড়ে পড়তে চলেছে । তা যদি হয় ইস্টবেঙ্গলের আই লিগ জয়ের চেষ্টা ধাক্কা খেতে পারে।
লকডাউনের মাঝে খেলার দুনিয়া যখন স্তব্ধ তখন ইস্টবেঙ্গলের রিক্রুটাররা লিংডো, সিকে বিনিথ, বিকাশ জাইরু, বলবন্ত সিংদের ISL-এর দল থেকে সই করিয়ে ছিলেন। সই করানোর সময় তাদের শর্ত ছিল, ইস্টবেঙ্গলকে ISL-এ খেলতে হবে। এখন ইস্টবেঙ্গলের ISL খেলার উপর বিরাট প্রশ্নচিহ্ণ । এই অবস্থায় সি কে বিনিথদের পালটা পদক্ষেপ কী হতে চলেছে তার উপর ইস্টবেঙ্গলের শক্তিশালী দল গড়া নির্ভর করবে।
নতুন মরশুমে ভারতীয় বংশোদ্ভূত উমেদ সিংকে সই করিয়েছে ইস্টবেঙ্গল । তিনিও লাল হলুদ জার্সি পড়ার আগ্রহ দেখিয়েছেন কারণ ISL খেলার প্রতিশ্রুতি । এখন যদি ISL ইস্টবেঙ্গল না খেলে তাহলে উমেদ সিং লাল হলুদ জার্সি পড়বেন কি না তা নিয়ে সংশয় রয়েছে ।
এর পাশাপাশি কেভিন লোবো এবং মহম্মদ রফিক যে কোনও অবস্থায় ইস্টবেঙ্গলের জার্সি পরবেন বলে জানিয়েছেন । ফুটবলার হাতছাড়া হওয়ার আশঙ্কা, ইনভেস্টরের বিষয়ে দোলাচল এবং ন্যূনতম স্পনসর জোগাড় না হলে আই লিগের জন্য ভালো দল গড়তে না পারার দুশ্চিন্তা, সব মিলিয়ে চাপ বাড়ছে লাল হলুদ কর্তাদের।